Shang-Chi Origin in Bangla – শাং চি ও লিজেন্ডস অফ টেন রিংস মুভি রিভিউ

Shang-Chi চীনের হানান প্রদেশে জন্মগ্রহণ করেন এবং তার পিতা হলো Fu manchu যে একজন দুধর্ষ মস্তিস্কের অধিকারী, তিনি বারবার বিশ্বজুড়ে চেষ্টা করেছেন এবং রক্তের তৃষ্ণার্ত।

শাং চি বাংলা অরিজিন
মার্ভেল শাং চি বাংলা অরিজিন Marvel Shang Chi Bangla Origin

“My father has often said to me: ‘A man may not be too careful in his choice of enemies, for once he has chosen… he has forfeited a friend.’ These are words my father has lived by, for he is Fu Manchu, and his life is his word.“

 Shang-Chi

শাং চি লিজেন্ডস অফ টেন রিংস মুভি রিভিউ

শাং চি বাংলা অরিজিন

তাঁর মা ছিলেন একজন White American woman, যিনি জেনেটিকভাবে তার বাবার দ্বারা নির্বাচিত হয়েছিলো। শৈশবকাল থেকেই Shang-Chi এর পিতা তাকে একজন মারাত্মক Deadly Assassin এ রুপান্তর করার উদ্দেশ্যে নিজে ও আলাদা মাস্টার দ্বারা বিভিন্ন মার্শাল আর্টে প্রশিক্ষন ও অন্যান্য ট্রেনিং দেন। 

কিন্তু সে তার বাবাকে বিশ্বাস করতো একজন শান্তিপ্রিয় মানবতাবাদী হিসেবে। তার বাবা তাকে লন্ডনে একটি মিশনে প্রেরণ করেন Dr. James Petrie হত্যার জন্য,

যাকে তার বাবা দাবি করেছিলেন যে মন্দ এবং শান্তির জন্য হুমকি। Petrie কে হত্যার পরে সে Fu Manchu এর চিরশত্রু Sir Denis Nayland Smith এর মুখোমুখি হয় যিনি Shang-Chi এর কাছে তাঁর বাবার আসল প্রকৃতি প্রকাশ করে।

 নিউ ইয়র্ক এ তার মায়ের মুখোমুখি হওয়ার পরে সে সত্যটি উপলব্ধি করতে পারে তারপর সে Si-Fan Assassins এর ম্যানহাটনের সদর দফতরে হামলা করে যেই অর্গানাইজেশন টি তার বাবার দ্বারা পরিচালিত।এ লড়াইয়ের মাধ্যমে সে তার বাবাকে জানিয়ে দেয় যে তারা এখন শত্রু এবং সে তার সকল কু-ষড়যন্ত্র বন্ধ করার প্রতিশ্রুতি নিয়েছে।

 Shang-Chi কে মারতে তার বাবা তার দত্তক ভাই Midnight কে পাঠায়। পরবর্তীতে বেশ কয়েকটি এনকাউন্টার এর পর শাং চি শেষ পর্যন্ত Sir Denis Nayland Smith এবং MI-6 এর মিত্র হয়ে ওঠেন। Shang-Chi, Smith এর পার্শ্বচর Black Jack Tarr এবং তার আরো সহকর্মী Clive Reston, Laiko Wu এবং Dr. Petrie যিনি এখনও বেঁচে আছেন বলে জানতে পারা যায়, 

তাদের সবার সাথে মিত্র হয়ে উঠে। পরবর্তীতে তারা একসাথে অনেকগুলি অভিযান এবং মিশনে যায় এবং তার বাবার অসংখ্য পরিকল্পনা ব্যর্থ করে দেয়।

Smith, Tarr, Reston, Wu এবং Petrie কে নিয়ে সে স্কটল্যান্ডের স্টর্মহ্যাভেন ক্যাসলে Freelance Restoration Ltd. নামের একটি স্বাধীন স্পাই এজেন্সি গড়ে তুলে। বহু সংঘাত ও যুদ্ধের পরে, Shang-Chi অবশেষে Fu Manchu কে মৃত্যুর মুখোমুখি করতে বাধ্য হয়।

তার বাবার মৃত্যুর খুব অল্পকাল পরে, নিজেকে দোষী সাব্যস্ত করে Shang-Chi সবকিছু ছেড়ে Super Hero life ত্যাগ করে  চীনের প্রত্যন্ত Yang-Tin নামক একটি গ্রামে গিয়ে জেলে হিসাবে বসবাস করা শুরু করে।

Powers & Abilities:

  • Master Martial Artist: Shang Chi is one of the greatest martial artists on Earth, ছোটবেলা থেকেই সে প্রশিক্ষন নেয় ultimate warrior হওয়ার জন্য. Iron Fist কেও লড়াইয়ে সে হারিয়েছে। Black Panther তাকে Iron Fist এর চেয়ে বেটার বলে মনে করে।
  • Skilled Gymnast
  • Peak Physical Conditioning: তার strength, speed, stamina ও endurance একজন সাধারন মানুষের থেকেও বেশী। সে এতটাই দ্রুত যে তাকে গুলি করলে সে তা Dodge করতে পারে এমনকি নিমিষেই প্রতিপক্ষের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে পারে।
  • Skilled Marksman
  • Weapons Proficiency: বিভিন্নরকম Sword ও Nunchaku চালাতে সে দক্ষ।
  • Nervous System Control: সে তার নিজ দেহের Nervous System নিয়ন্ত্রন করতে পারে যার ফলে সে সহজে ব্যাথা অনুভব করেনা, তার উপর বিষ বা নেশা-জাতীয় দ্রব্য কাজ করেনা এমনকি তার দেহে কোথাও কেটে গেলে রক্ত ধীরে পড়ে।
  • Pressure Point Locator: মানুষের দেহের বিভিন্ন পয়েন্টে আঘাত করে তাকে অজ্ঞান, প্যারালাইজ বা মেরে ফেলতেও সক্ষম।
  • Espionage: দক্ষ Spy.
  • Philosopher
  1. Gorr The God Butcher Origin In Bangla

Team Affiliation:

  • Five Weapons Society (Leader)
  • Freelance Restoration
Intelligence  3    
Strength 2     
Speed 2     
Durability 2     
Energy Projection1      
Fighting Skills      7
  • Marvel Knights
  • Heroes For Hire
  • Avengers
  • Secret Avengers
  • New Avengers (A.I.M.)
  • Protectors
  • Underground
  • Agent of Atlas

Trivia:

  • “Chi” ব্যাবহার করে সে তার শক্তি অজানা পরিমানে বাড়িয়ে ফেলতে পারে
  • জাপানের কোবে তে অবস্থিত “Origin Bomb Reproduction” তে Shang Chi তার নিজের অনুরূপ ডজন কপি তৈরি করতে পারে
  • Shang Chi কে Bruce Lee হতে অনুপ্রানিত বলা হয়ে থাকে।
  • Shang Chi শীঘ্রই Shang-Chi and The Legend of Ten Rings মুভির মাধ্যমে MCU তে প্রবেশ করছে যাতে Simu Liu কে কাস্ট করা হয়েছে।
  • Shang-Chi and The legend of Ten Rings মুভির মেইন ভিলেন হিসেবে Mandarin থাকবে।
  1. মুন নাইট রিভিউ – Moon Knight Review in Bangla – মুন নাইট অরিজিন

About Shang-Chi

শাং চি লিজেন্ডস অফ টেন রিংস মুভি লিংক
শাং চি মুভি ডাওনলোড লিংক
  • Real Name: Shang-Chi
  • Codename: Brother Hand
  • Gender: Male
  • Height: 5’10”
  • Weight: 175 lbs (79.38 kg)
  • Eyes: Brown
  • Hair: Black
  • Creators: Steve Englehart, Jim Starlin
  • First Appearance: Special Marvel Edition #15 (1973)

DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Total Views: 81

Scroll to Top