Riddler Origin in Bangla

Edward Nashton এক ডিভোর্সী পরিবারে জন্মগ্রহন। ছোটবেলায় সে তার মায়ের স্নেহ পায়নি আর তার বাবা তাকে মারধর করতেন যার কারনে তার শৈশব স্বাভাবিক ছিলোনা। স্কুলে পরীক্ষায় সে সবার চেয়ে বেশী নাম্বার পাওয়ার পর ও তার বাবা তাকে মারেন এই ভেবে যে তার ছেলে নকল করেছে। সে সত্য বলে নিজেকে নির্দোষ প্রমান করতে চাইলেও তার পারিপার্শ্বিক অবস্থা তাকে খারাপ বানানোর জন্য বিরাট ভূমিকা রাখে।

Riddler Origin in Bangla
(image credit: DC)

ছোটবেলা থেকেই সে তার মনে জেগে উঠা প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজার জন্য ব্যাকুল হয়ে পড়তো, বড়দের কাছে বারবার জিজ্ঞেস করে তাদের বিরক্ত করতো। একদিন স্কুলে সে শুনতে পায়, একটি প্রতিযোগিতা হবে যাতে একটি পাজল সলভ করতে দেওয়া হবে। যে সবচেয়ে কম সময়ে পাজল মিলাতে পারবে সে বিশেষ পুরষ্কার পাবে।


 শুধু পুরষ্কার জেতার জন্য নয়, সে সবার মনোযোগ ও সবার কাছে পরিচিত হওয়ার জন্য এ প্রতিযোগিতা জেতার প্রস্তুতি নেওয়া শুরু করে।


 রাতের বেলা সে স্কুলে অনুপ্রবেশ করে সেই পাজল টি মিলানোর চেষ্টা করতে থাকে। সে কঠিন চেষ্টা করতে থাকে, ততক্ষন পর্যন্ত সে থামে না যতক্ষন না সে পাজল টি এক মিনিটে মিলাতে সক্ষম হয়। যথারীতি প্রতিযোগিতায় সে জয়ী হয় এবং পুরষ্কার হিসেবে সে একটি ধাঁধার বই পায়। বইটি পেয়ে সে অত্যন্ত খুশি হয় এবং এই সকল ধাঁধা তাকে মুগ্ধ করে তোলে এবং সে এসবের প্রতি ঝুঁকে পড়ে। 

ধীরে ধীরে সে ধাঁধা ও চুরিবিদ্যায় দক্ষতা অর্জন করতে থাকে এবং তার সাথে বুদ্ধি ও চাতুর্য তে কেউ পারবে না এমনভাবে নিজেকে তৈরী করে। যৌবন বয়সে সে মেলায় এক ধাঁধার দোকান খোলে যাতে মানুষ এসে ধাঁধা খেলে জিততে পারলে টাকা জিততে পারবে। কিন্তু কেউ ই তার ধাঁধা মেলাতে পারতোনা কারন সে এমনভাবে ধাঁধা তৈরী করতো যা মিলানো অসম্ভব। 

এভাবে সে অসৎ দিকে ঝুঁকে পড়তে শুরু করে। তার এই কাজে তার মন ভরছিলো না, সে আরো বড় অপরাধ করে তার নাম সবার মুখে ছড়িয়ে দিয়ে, সবার কাছে পরিচিত হতে চায়। তার করা প্রথম “Riddle-Crime” পুলিশ উপেক্ষা করে যাতে সে ক্ষুদ্ধ হয়ে এর পর থেকে সকল অপরাধমূলক কার্যক্রম এ একটি ধাঁধা রেখে আসে পুলিশ কে নাজেহাল করার জন্য। এর মাধ্যমে সে তার বুদ্ধি ব্যাবহার করে সবাইকে বিভ্রান্ত করে। 

সে এমনভাবে ধাঁধা তৈরী করতো যাতে কেউ তাকে ধরতে না পারে, সবসময় সে ই জয়ী হয়। প্রশ্নবোধক চিহ্নে আচ্ছাদিত সবুজ রঙের পোশাক পড়ে Riddler নাম নিয়ে সে অপরাধ জগতে প্রবেশ করে। বিভিন্ন ব্যাংক ডাকাতি করে তার অপরাধমূলক কার্যক্রম এর টাকার জোগান দেয়। সে তার পরিকল্পনায় সফল হয়, পুরো গোথাম শহর জুড়ে তার অপরাধ এর স্রোত বয়ে যায়।

Batman এর নজরে তা পড়ার পর সে Riddler এর পিছু নেয়। Riddler এর ফেলে আসা সকল ধাঁধা মিলানোতে সে ব্যাস্ত হয়ে পড়ে কিন্তু সবসময় শেষ মূহুর্তে সে পালিয়ে যেতে সক্ষম হয়। শেষমেশ Batman যখন Riddler এর মুখোমুখি হয় তখন Riddler তাকে ধাঁধা দেয়, “Why is corn so hard to escape from?”. তখন Batman ভেবে দেখে Corn এমনিতে Maize নামেও পরিচিত যা Maze এর সাথে সাদৃশ্যপূর্ন। 

Batman এই ধাঁধা পেরে যাওয়ার পর Riddler অবাক হয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে পালিয়ে তারই তৈরী করা এক Complex Maze এ প্রবেশ করে যা এক মৃত্যু ফাঁদ হিসেবে সে তৈরী করেছে। তার পিছু পিছু Batman ও সেখানে যায়। সেই Maze এই একজায়গায় Riddler আগে থেকে বোমা পুতে রাখে যাতে Batman ও Riddler পা দিয়ে ফেলে। বোম বিস্ফোরন হয়, Batman পালিয়ে যেতে সক্ষম হলেও Riddler এর খোঁজ পাওয়া যায় না। 

দুই মাস পর আবার Riddler ফিরে আসে তার অপরাধের স্রোত নিয়ে এবং দেশব্যাপী অনুষ্ঠিত সকল ধাঁধা প্রতিযোগিতা থেকে নগদ পুরষ্কার ছিনিয়ে নেয়। সে গোথাম শহরের সবার উদ্দেশ্যে এক ধাঁধা ছুড়ে দেয়। 

তার পরিকল্পনা অনুযায়ী তারা সবাই ধাঁধা মিলিয়ে গোথাম মিউজিয়ামে আসবে আর সেই ভিড়ের মধ্য দিয়ে সে মিউজিয়াম থেকে মিশরীয় শিল্পকর্ম চুরি করে পালাবে। কিন্তু তার এ পরিকল্পনা রদ হয়ে যায় যখন Batman ও Robin সেখানে উপস্থিত হয়ে তাকে ধরে ফেলে।

Powers and Abilities:

  • Genius Level Intellect
  • Investigation
  • Escapology
  • Tactical Analysis
  • Stick Fighting
  • Hacking
  • Theivery
  • Tracking
  • Hand to Hand Combat (Basic)
  • Deception
  • Mechanical Engineering

Recommended Reading:

  • Batman: Run, Riddler, Run
  • Batman: Dark Knight, Dark City
  • Batman: Hush
  • Gotham Underground

Trivia:

  • Riddle এর প্রতি সে এতটাই Obsessed যে সে চাইলেও তার কোনো অপরাধের শেষে Riddle না রেখে যেতে পারেনা।
  • Arkham Asylum এ বন্দি থাকা অবস্থায় তা থেকে পালানোর চল্লিশটি উপায় জানলেও সঠিক সময় না আসা পর্যন্ত সে তা ব্যাবহার করেনা।
  • অন্যান্য Earth এ জন্ম থেকেই তার নাম Edward Nigma হলেও New Earth (Pre-Flashpoint) এ প্রথমে তার নাম Edward Nashton থাকে যা সে পরে পরিবর্তন করে Edward Nigma রাখে। Flashpoint এর পর তার নাম আবার পরিবর্তিত হয়ে Edward Nygma হয়।
  • সে নিজের Code word হিসেবে ব্যাবহার করে “Oedipus” এবং Batman কে সে “The Hanging Man” বলে ডাকে।
  • Batman: Riddler – The Riddle Factory কমিকে সে Batman ও Second Robin (Jason Todd) এর সিক্রেট আইডেন্টিটি জেনে যায়।
  • The Dark Knight Rises এর মেইন ভিলেন হিসেবে প্রথমে Riddler কে ভাবা হয়েছিলো এবং তাতে Leonardo DiCaprio কে কাস্ট করার কথা ছিলো।
  • এখন পর্যন্ত Riddler কে লাইভ একশনে Batman (1966) ও Batman Forever (1995) এ দেখা গেছে এবং Gotham সিরিজেও ছিলো। আসন্ন The Batman (2022) তে Riddler কে Main Protagonist হিসেবে দেখা যাবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

About Riddler:

  • Name: Edward Nashton, Edward Nigma, Edward Nygma
  • Aliases: Enigma
  • Gender: Male
  • Height: 6′ 1″
  • Weight: 183 lbs (83 kg)
  • Eyes: Blue
  • Hair: Black
  • Creators: Bill Finger, Dick Sprang
  • First Appearance: Batman #415 (January, 1988)

#Ghost Rider (Johnny Blaze) Origin in Bangla

– I can be cracked, I can be made. I can be told, I can be played. What am I?
– A Joke

DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Total Views: 89

Scroll to Top