Mister Sinister Origin in Bangla

“It takes more than bullets — or a harlot’s kiss — to kill Nathaniel Essex.”
“Visionary. Savior. Madman. It doesn’t matter. I am SINISTER.” 
You haven’t understood at all. You can’t kill me. There is no “me”. Sinister is a system. Sinister is a species. Everything is Sinister. And if you’re not Sinister, your time is over.”
— Nathaniel Essex aka Mister Sinister
Nathaniel Essex জন্মগ্রহন করেন ১৯ শতকের লন্ডনে যখন ইংল্যান্ড উন্নতির পথধারায় উচ্চশিখরে অবস্থান করছিলো। সবকিছু সম্পর্কে জানার আগ্রহ তাকে বিজ্ঞানী হতে উদ্বুদ্ধ করে এবং বিজ্ঞানীদের সংস্থা Royal Society তে জায়গা পায়। জীবনের এক পর্যায়ে সে বিয়ে করে Rebecca Milbury কে এবং তাদের ঘরে জন্ম নেয় Adam নামের এক ছেলে সন্তান। কিন্তু জন্মের পর থেকেই বিভিন্ন রোগ ও জন্মগত ত্রুটি থাকায় মাত্র ৪ বছর বয়সেই তার মৃত্যু হয়। যার ফলে Nathaniel ভেঙে পড়ে এবং একটি সর্বগুনসম্পন্ন উন্নত ও নতুন মানবজাতি তৈরির প্রতি বদ্ধপরিকর হয়ে ওঠেন যার ফলশ্রুতিতে সে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে গবেষনা শুরু করেন। তার কাজের প্রতি সে এতটাই নিমগ্ন হয়ে যায় যে তার স্ত্রীকে সে অবহেলা করতে থাকে, এদিকে তার স্ত্রী আবার গর্ভবতী হয়। সে তার ছেলের মৃতদেহের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে থাকে। সে তার নৈতিকবোধ কে অতিক্রম করে তার গবেষনা চালিয়ে যেতে থাকে। তাঁর গবেষণা অবশেষে এই সিদ্ধান্তে পৌছায় যে মানবজাতি ধীরে ধীরে বিকাশ লাভ করছে এবং সম্ভাব্যভাবে মানবদেহে বিভিন্নরকম মিউটেশন ঘটছে। এই সম্ভাবনার নাম সে দেয় “Essex Factor”. সে মূলত মিউট্যান্টদের ভবিষ্যদ্বাণী করে। সে তাঁর এই গবেষনা স্বয়ং চার্লস ডারউইন কেও দেখায় কিন্তু কোনো প্রমান না থাকায় ও তার গবেষনা অনৈতিকভাবে করায় তার এ তত্ব উড়িয়ে দেওয়া হয় এবং তার গবেষনার অর্থ যোগান বন্ধ করে তাকে Royal Society থেকে বের করে দেয়া হয়। সেখান থেকে বের করে দেয়ার সময় সে বলে, বিজ্ঞানের অগ্রগতির জন্য সে দানব হয়ে উঠতেও দ্বিধাবোধ করবেনা।

দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে মদ্যপান করতে থাকে এক বারে বসে, তখন একজন এসে তাকে বলে তার কাছে এমন জিনিস আছে যা Nathaniel এর আগ্রহ কেড়ে নেওয়ার মতন। সে Nathaniel কে তার দলের সাথে পরিচয় করায় যারা নিজেদের Marauders বলে পরিচয় দেয় এবং তাকে সুয়ারেজ এর ভিতর এক কারাগার এর সামনে নিয়ে আসে যাতে তারা বিভিন্নভাবে বিকৃত ও অসম্পূর্ন মানুষদের তুলে এনে আটকে রাখে। Nathaniel তার গবেষনার জন্য এই বিকৃত মানুষদের টেস্ট সাবজেক্ট হিসেবে ব্যাবহার করার সিদ্ধান্ত নেয়। এর বিনিময়ে সে Marauders দের টাকা দিয়ে থাকে। তারা Nathaniel এর গবেষনার জন্য মানুষ কিডন্যাপ করতে থাকে, আর এদিকে Nathaniel তার গবেষনা চালিয়ে যেতে থাকে। মিউট্যান্ট খুঁজতে খুঁজতে Marauders দল দূর্ঘটনাবশত Apocalypse কে জাগিয়ে তোলে, যে কিনা Essex এর এই গবেষনার কথা শুনে তাকে তাঁর কাছে নিয়ে যেতে বলে। Apocalypse কে অনেক সময় পৃথিবীর প্রথম মিউট্যান্ট বলা হয়ে থাকে। Nathaniel তাঁর মুখোমুখি হয় এবং সে নিজেকে En Sabah Nur বলে পরিচয় দেয়। সে Nathaniel এর গবেষনার মধ্যে সম্ভাবনা দেখতে পায় এবং তাকে অফার দেয় যে যদি সে তাকে তাঁর ক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে সেও তাকে ক্ষমতা দান করবে। তাঁর স্ত্রী Rebecca এসব কিছু জানতে পেরে তাকে ছেড়ে চলে যায়। Essex দ্বিধাগ্রস্ত অবস্থায় ছিলো, সে একদিকে ভালো মানুষ হতে চাইছিলো অপরদিকে সকল বাধা উপেক্ষা করে তার গবেষনা ও শেষ করতে চাইছিলো। কিন্তু Apocalypse এর আসল রূপ ও ক্ষমতা দেখার পর তার সকল ভাবনা বদলে যায়। কিন্তু পথিমধ্যেই তারা ভবিষ্যৎ থেকে আগত CyclopsJean Grey এর মুখোমুখি হয়। তারা Nathaniel কে দেখেই বুঝতে পারে যে সে ভবিষ্যতের Mister Sinister, তাই তাকে বোঝানোর চেষ্টা করে এখনো সময় আছে ভালো মানুষ হওয়ার ভালো পথে চলার। CyclopsJean এর কথা শুনে Nathaniel এর মনে মানবতা জেগে উঠে সে তার স্ত্রীর কাছে ফিরে যায়। গিয়ে দেখতে পারে তার স্ত্রী সন্তান সম্ভবা, সন্তান জন্মের সময় হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের পূর্বেই সন্তান প্রসবের কারনে পরিপূর্ন বিকাশ না হওয়ায় শিশুটির মৃত্যু ঘটে। Nathaniel তার স্ত্রীর কাছে ক্ষমা চায় এবং বলে যে সে সব ঠিক করে দিবে। কিন্তু তার স্ত্রী তখন তার মৃত্যুশয্যায় তাকে বলে যায় সে কখনো তাকে মাফ করবে করবেনা, একসময় সে তাকে ভালোবেসেছিলো কিন্তু এখন সে তাকে ঘৃণা করে। তার শেষ শব্দ গুলো ছিলোঃ “To me you are utterly and contemptibly sinister!”. এত দুঃখ সইতে না পেরে সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় কিন্তু আত্মহত্যা করার আগে সে ডারউইনের বাড়ি যায় এবং তাকে বলে আসে যে সে কতটা সঠিক ছিলো। সেখান থেকে ফেরার পথে ডারউইনের বাচ্চাদের দেখে তার মত বদলে যায়। সে Apocalypse এর কাছে যায় তার সাথে ডিল করতে। Apocalypse তাকে মিউটেশনের ক্ষমতা দান করে, যার ফলে সে longer life, advanced strength এবং healing factor পায়। Apocalypse তাকে নতুন নাম নিতে বলে, তখন সে তার স্ত্রীর শেষ কথা গুলো মনে করে নিজের নাম দেয় Mister Sinister এবং হয়ে উঠে মিউট্যান্টদের জন্য এক বড় হুমকি। তার নিজের চোখে দেখা Cyclops এর কারনে সে Summers BloodlineMutant দের প্রতি Obsessed হয়ে উঠে। পরবর্তীতে Cyclops এর জীবনের প্রথমদিকে যখন তার মুখোমুখি সে হয় তখন তাকে অনেকভাবে এনকাউন্টার করে Mister Sinister.

Powers & Abilities:

  • Genetic Enhancements Using Mutant DNA: Apocalypse এর করা Genetic Alteration এর মাধ্যমে Nathaniel একজন Normal Human থেকে Super Human এ পরিনত হয়। পরবর্তীতে বিভিন্ন মিউট্যান্টদের ডিএনএ নিজের ডিএনএ তে মিলিয়ে নিজেকে আরো উন্নত করে সে। 
  • Endopathy: সে তার শরীরের প্রত্যেকটি Molecule বা কনা নিয়ন্ত্রন করতে পারে।
  • Cellular Shape-Shifting: যে কারো বা যেকোনো কিছুর রূপ গঠন করতে পারে, নিজের দেহ কে একদম semi-liquid state এ নিয়ে যেতে পারে বা একদম Living Armor এর মত শক্ত করে ফেলতে পারে।
  • Regenerative Healing Factor
  • Superhuman Physical Condition:  ডিএনএ সংকরের মাধ্যমে তার Physical Condition সুপারহিউম্যান পর্যায়ে নিয়ে গেছে এবং তার মধ্যে Superhuman Strength, Durability, Reflexes, Stamina, Speed বিদ্যমান।
  • Telepathy
  • Telepathic Cloak, Illusion, Shield & Blast: টেলিপ্যাথি ব্যাবহার করে সে অন্যান্য টেলিপ্যাথদের থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারে এবং টেলিপ্যাথ আক্রমনের বিরুদ্ধে শিল্ড তৈরী করে নিজেকে বাঁচাতে পারে। এছাড়াও ইল্যুশন তৈরী করে অন্যদের বিভ্রান্ত করে দিতে পারে। টেলিপ্যাথিকালি psionic force প্রজেক্ট করে ভিকটিম কে ব্যাথার অনুভুতি, অজ্ঞান বা মেরেও ফেলতে পারে।
  • Mind Link & Control: যে কারো সাথে মাইন্ড দ্বারা কানেক্টেড হতে পারে এবং তাকে নিয়ন্ত্রন করতে পারে।
  • Telepathic Detection: আশে পাশে কোনো মিউট্যান্ট থাকলে তাকে নির্নয় করতে পারে।
  • Mind Alteration & Mental Amnesia: মানুষের চিন্তা ভাবনা বদলে দিতে পারে এবং যেকোনো স্মৃতি ভুলিয়ে দিতে পারে। 
  • Astral Projection: Doctor Strange মুভিতে যেমনটা দেখা যায় দেহ থেকে আত্মা বের হয়ে ঘুরে বেড়ায়, ঠিক তেমনভাবেই নিজের দেহ থেকে আত্মা বের করে Astral Form নিয়ে ঘুরে বেড়াতে পারে Mister Sinister.
  • Dilate Power: সে কাউকে ছোয়ার মাধ্যমেই প্যারালাইজ করে দিতে পারে কিংবা Psionically মিউট্যান্ট দের মেন্টাল ব্লক করার মাধ্যমে তাদের ক্ষমতাগুলো বন্ধ করে দিতে পারে নির্দিষ্ট সময়ের জন্য।
  • Telekinesis: এর মাধ্যমে সে যেকোনো বস্তু বা ব্যাক্তি কে শূন্যে ভাসিয়ে রাখতে পারে কিংবা Psionic ভাবে ম্যানিপুলেট করতে পারে।
  • Concussive Blasts: তার হাত থেকে Fire Blast এর মতন শক্তিশালী Concussive Force বের হয়।
  • Force Fields: তার প্রতি আগত আক্রমন থেকে বাঁচতে সে নিজের চারপাশে Armor এর মতন Force Field তৈরী করে।
  • Telekinetic Flight: Telekinesis Power ব্যাবহার করে সে উড়তেও পারে।
  • Technology Interface: শুধুমাত্র মস্তিষ্কের নির্দেশের দ্বারাই বিভিন্ন টেকনোলজিকাল জিনিস চালু বা নিজের দিকে নিয়ে আসতে পারে।
  • Teleportation: সে Teleportation এর মাধ্যমে অনেক বড় বড় দূরত্ব পার করার ক্ষমতা দেখালেও এটি সে তার Technology Interface এর মাধ্যমে তার হেডকোয়ার্টার থেকে সাহায্য নিয়ে Teleportation করে।
  • Immortality
  • Master Manipulator
  • Trained Combatant
  • Genius Intelligence & Geneticist
  • Skilled Mechanical Engineer & Master Surgeon
Power Grid
Intelligence 5
Strength 4
Speed* 3 7
Durability 7
Energy Projection 4
Fighting Skills 4
* Teleporter

Trivia:

  • সে Drink করতে পছন্দ করে বিভিন্ন Occasion এই তাকে Wine পান করতে দেখা যায়।
  • সে বিভিন্ন মিউট্যান্ট দের ডিএনএ ও জিনোম নিজের দেহে Transfusion করে নিজের ক্ষমতা উন্নত করে থাকে। এছাড়াও নিজের সহ বিভিন্ন মিউট্যান্ট দের ক্লোন বানিয়ে থাকে।
  • তার করা রিসার্চের উপর ভিত্তি করেই Weapon Plus প্রোগ্রাম শুরু হয়।
  • X2: X-Men United, X-Men Apocalypse ও New Mutant মুভিতে তার ক্যামিও ছিলো।
  • Hulu তে আপকামিং Marvel’s M.O.D.O.K. এ Mister Sinister কে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

About Mister Sinister:

  • Real Name: Dr. Nathaniel Essex
  • Gender: Male
  • Height: 6’5″
  • Weight: 285 lbs
  • Eyes: Red
  • Hair: Black
  • Skin: White
  • Unusual Features: Shining eyes with no visible pupils and a red diamond upon forehead.
  • First Appearance: Uncanny X-Men #221 (September, 1987)
  • Creators: Chris Claremont, Marc Silvestri

Mister Sinister Cropped - Mister Sinister Origin in Bangla


DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Total Views: 76

Scroll to Top