Published: September 24, 2022 Last Modified: July 18, 2023
Illuminati হলো একটি গোপন টিম যা সুপারহিরো কমিউনিটিগুলোর টপ Think-Tank মেম্বারদের নিয়ে গঠিত। এ টিমের সদস্যরা গোপনে মিটিং করে তাদের নিজেদের মধ্যে বিভিন্ন তথ্য আদান-প্রদান ও বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে একসাথে সিদ্ধান্ত নিতো।
(copyright: Marvel)
Original Members:
Doctor Strange – The Sorcerer Supreme of Earth যে কিনা mystics and outsider heroes দের প্রতিনিধিত্ব করেন।
Iron Man – The leader of the Avengers, সকল প্রতিষ্ঠিত সুপারহিরোদের প্রতিনিধিত্ব করেন এবং পৃথিবীর সবচেয়ে তুখোর মস্তিষ্কের অধিকারী।
Namor – সমুদ্র তলদেশে অবস্থিত উন্নত সভ্যতার অধিকারী রাজ্য Atlantis এর রাজা, এবং একজন শক্তিশালী Mutant.
Professor X – The leader of the mutant superhero X-Men, Mutant সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যাক্তিত্ব এবং বিশ্বমানের telepath.
Black Bolt – King of the superhuman Inhumans, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী Superhumans এর মধ্যে একজন।
Mister Fantastic – Leader of the Fantastic Four, পৃথিবীর একজন অন্যতম উল্লেখযোগ্য বিজ্ঞানী এবং একজন Superhuman.
Black Panther – প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত দেশ Wakanda এর রাজা এবং অন্যতম সুপারহিরো।
প্রথম ৬ জন ছিলো অরিজিনাল মেম্বার। Black Panther পরে যোগদান করে। কিন্তু Illuminati এর প্রথম মিটিং এ সে উপস্থিত ছিলো কিন্তু তাদের মতাদর্শের সাথে তার মতের মিল না হওয়ায় প্রথমে সে যোগ দিতে চায় নি।
এছাড়াও আরো অনেকেই এই টিমে বিভিন্ন পরিস্থিতিতে স্বল্পসময়ের জন্য যোগদান করেন।
Captain America
Medusa
Beast
Captain Britain
Amadeus Cho
Bruce Banner
Yellowjacket
Trivia:
Secret Wars ইভেন্ট এর পর Tony Stark ই Illuminati গঠনের সিদ্ধান্ত নেয় সুপারহিরো কমিউনিটির বড় লিডার দের সাথে নিয়ে।
যদিও Illuminati অনেক হুমকি মোকাবেলায় ভূমিকা রাখে, তবে তাদের অবহেলার কারনেই Planet Hulk, World War Hulk ও Avengers vs. X-Men এর মতন ইভেন্ট গুলো ঘটে।
Infinity Gauntlet এর স্টোরীলাইনের একপর্যায়ে দেখা যায় যে, Infinity Gems গুলো ধ্বংস করতে না পেরে Illuminati এর ৬ জন সদস্য ৬ টি Gem আলাদা ভাবে নিয়ে লুকিয়ে রাখে যাতে কেউ তা ব্যাবহার করতে না পারে।
Earth-231 এ Mr. Fantastic সকল Illuminati মেম্বারদের মেরে ফেলে কারন তারা অনেক উচ্চাভিলাষী হয়ে উঠেছিল।
Earth-976 এ একমাত্র Illuminati তাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হয়, বিশ্বশান্তি প্রতিষ্ঠা করে। এর একমাত্র কারন হলো সেই আর্থ এর Illuminati টিমে Prof. X ও Doctor Strange এর বদলে Magneto ও Doctor Doom যোগদান করে। তারা Superhuman Registration Act প্রতিষ্ঠা করে এবং Civil War প্রতিহত করে।
Secret Wars ইভেন্ট এ Skrulls রা Superhero দের রূপ ধরে তাদের স্থান দখল করে। তাই আসলজন কে চিহ্নিত করতে Illuminati এর মেম্বার রা নিজেদের মধ্যে এক কোড তৈরী করে। একজন আরেকজনের সম্মুখে এসে Memento Mori বললে অপরজন Illuminatus বলে জবাব দেয়।
Post Tag:
DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.
Disclosure: This post May contain affiliate links that support our Blog.
When you purchase something after clicking an affiliate link, we may receive a commission.
Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.