M.O.D.O.K. Origin in Bangla

“I have nothing to fear — for none is as powerful as I. Mere humans delude themselves if they believe they or their machines — are capable of acting faster than the masterful mind of MODOK!”
— M.O.D.O.K.
M.O.D.O.K. এর পূর্ণরূপ হচ্ছে Mental Organism Designed Only for Killing. পূর্বে যা পরিচিত ছিলো M.O.D.O.C. নামে যার পূর্ণরূপ Mental Organism Designed Only for Computing.

George Tarleton ছিলেন একজন দক্ষ টেকনিশিয়ান যেকিনা A.I.M. এর হয়ে কাজ করতো। A.I.M. হচ্ছে একটি ক্রিমিনাল সায়েন্টিফিক অর্গানাইজেশন যার পূর্ণরূপ Advance Idea Mechanics. সেখানে কাজ করার পূর্বে সে জানতো না যে A.I.M. খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করে। সে চেয়েছিলো বিজ্ঞানের অগ্রগতির উন্নয়ন সাধন করতে।

Cosmic Cube এমন এক বস্তু যার মধ্যে অসীম শক্তি বিদ্যমান এবং এটি ব্যাবহারকারীর ইচ্ছা অনুযায়ী যেকোনো পদার্থ ও শক্তি কে নিয়ন্ত্রন করতে পারে। A.I.M. একটি Cosmic Cube তৈরী করার উদ্দেশ্যে কাজ শুরু করে যেই টিমে George ও থাকে। কিন্তু Cosmic Cube কে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আরো তুখোর মস্তিষ্কের, সবার চেয়ে জ্ঞানী কাউকে দরকার। সেই উদ্দেশ্য সফল করার জন্য Scientist Supreme (Lyle Getz) এক বিশাল মস্তিষ্ক তৈরীর সিদ্ধান্ত নেয়। তার জন্য তারা Project M.O.D.O.C. হাতে নেয় যাতে জোর করে George কে Alteration Chamber এ বেঁধে তাকে Mutegenically পরিবর্তন করে বিশাল বড় মস্তিষ্কওয়ালা এক Living Computer এ রুপান্তরিত করে। তার মস্তিষ্ক বড় হওয়ার কারনে মাথার সাইজ ও বড় হয়ে যায়। তার মাথার ভার পুরো শরীর বহন করতে না পারায় তার চলাচলের জন্য এক উড়ন্ত চেয়ার বা Hoverchair তৈরী করে যার নাম দেয় Doomsday Chair.

বিজ্ঞানীরা Cosmic Cube এর সম্পর্কে জানতে পারা ও প্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়ক সকল কিছুতে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য M.O.D.O.C. কে তৈরী করলেও এটি ভুলে যায় যে, উচ্চতর দক্ষতা স্বাভাবিক ভাবেই উচ্চাকাঙ্ক্ষা অর্জনে ভূমিকা রাখে। যেহেতু M.O.D.O.C. সবার চেয়ে জ্ঞানী, অনেক শক্তিশালী হয়ে উঠে তাই তার মনে হয় সে সবার উপরে, সর্বশ্রেষ্ঠ; তাই সে তাকে এমন বিদঘুটেভাবে তৈরী করার প্রতিশোধ নেয়ার জন্য ও সবার উপরে থাকার জন্য A.I.M. এর উচ্চস্তরের কর্মকর্তাদের মেরে নিজে তাদের জায়গা দখল করে। সে নিজের নতুন নাম দেয় M.O.D.O.K. এবং পৃথিবীতে নিজের রাজ করার জন্য সকল Super Human দের শেষ করে দেয়ার মিশনে নামে। 

Powers & Abilities:

  • Super-Genius Intelligence
  • Psionic Powers
  • Telekinesis
  • Telekinetic Force Blasts
  • Force Fields
  • Telepathy
  • Mind Control
  • Agility
  • Blast Power
  • Electronic Disruption
  • Electronic interaction
  • Empathy
  • Force Field
  • Gadgets
  • Heat Generation
  • Illusion Casting
  • Levitation
  • Longevity
  • Technopathy
  • Weapon Master

Trivia:

  • MCU তে Space Stone কে Cosmic Cube এর ভিতর দেখা যায়।
  • Earth-65 এর Spider-Gwen এর কমিক সিরিজে M.O.D.A.A.K. (Mental Organism Designed As America’s King) কে দেখা যায়। একে Donald Trump এর উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে।
  • শীঘ্রই Hulu তে তাকে নিয়ে এক সোলো এনিমেটেড শো আসছে।
  • Iron Man 3 মুভিতে M.O.D.O.K. না থাকলেও Iron Man 3 – The Official Game এ M.O.D.O.K. কে মেইন ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়।
  • Agents of S.H.I.E.L.D. এ প্রায় M.O.D.O.K. কে দেখিয়ে ফেলার কথা থাকলেও শেষমূহুর্তে তা চেঞ্জ করা হয়।
  • M.O.D.O.K. এর এক ভার্সন রয়েছে যার নাম B.R.O.D.O.K. (Bio-Robotic Organism Designed Overwhelmingly for Kissing). যা সে ভালোবাসার উদ্দেশ্যে তৈরী করেছে।

About M.O.D.O.K.:

  • Real Name: George Tarleton
  • Height: 12 feet
  • Weight: 750 lbs (340.19 kg)
  • Hair: Brown
  • Eyes: White
  • Creators: Jack Kirby, Stan Lee
  • First Appearance: Tales of Suspense #94 (October, 1967)
- M.O.D.O.K. Origin in Bangla


DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Total Views: 105

Scroll to Top