Kang the Conqueror Origin in Bangla

“Though my own century fears me as the most ruthless conqueror of all time, my triumph is a hollow one so long as the twentieth century escapes my tyranny! The Twentieth Century belongs to Kang! To Kang!!”

— Kang the Conquerer

Nathaniel Richards aka Kang বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ও পরিচয়ে হাজির হয়েছে এবং প্রত্যেক পরিচয়ের ই বিস্তৃত ইতিহাস রয়েছে। তার অরিজিন অনেকটাই অস্পষ্ট। সে একজন টাইম ট্রাভেলার হওয়ায় প্রত্যেক টাইম ট্রাভেলের ফলে তার ইতিহাসের অনেক পরিবর্তন হয়েছে যুগে যুগে।

Fantastic Four এর লীডার Reed Richards aka Mr. Fantastic এর বাবা টাইম ট্রাভেল এর মাধ্যমে দূর্ঘটনাবশত Earth-616 (Mainstream Timeline) হতে যুদ্ধবিদ্ধস্ত Earth-6311 এ চলে যায়। সেখানে সে শান্তির বার্তা বয়ে নিয়ে আসে এবং সেখানকার মানবজাতির উন্নয়ন করতে সক্ষম হয়। সেখানে সে Earth-616 এর জ্ঞান ও প্রযুক্তি ব্যাবহার করে তাদের উন্নত করে তোলে। সেখানে সে বিয়ে করে এবং তার ই বংশধর হলো Nathaniel অর্থাৎ বলা চলে সে Reed Richards এর ও বংশধর। Nathaniel দূর ভবিষ্যতে 3000 সালে Earth-6311 এ জন্মগ্রহন করে। ছোটবেলা থেকেই স্কুলে সে অন্যদের কাছে কটুক্তি ও মজার শীকার হতো, সবাই তাকে অপমান করতো। স্কুলে থাকাকালীন সময়ে তার গলা ছুড়ি দিয়ে কেটে ফেলে তার ই স্কুলের এক সহপাঠি যার ফলে সে বুঝতে পারে ক্ষমতার কি মূল্য এবং ভবিষ্যতে সে ক্ষমতার অধিকারী হয়ে সবার উপর রাজ করার সিদ্ধান্ত নেয়।⁽¹⁾ সুস্থ্য হয়ে ওঠার পর সে বিজ্ঞান ও Earth-616 এর Heroic Age সম্পর্কে পড়াশোনা করে এবং সে মেইনস্ট্রিম টাইমলাইনের ইতিহাস সম্পর্কে জানে। সে Reed Richards এর বাবার ফেলে যাওয়া দূর্গ ও তাতে এক টাইমমেশিন আবিষ্কার করে যাতে করে সে তার Earth থেকে Earth-616 এ চলে আসে। তার টাইমমেশিন সহ সে মিশরে ক্র্যাশ করে এবং আবিষ্কার করে সে অতীতে চলে গিয়েছে, খ্রিষ্টপূর্ব 2960 সালে। এই দূর্ঘটনায় তার চোখ অন্ধ হয়ে যায়, যা সে এক প্রকার রেডিও-এক্টিভ হারবাল এর সাহায্যে ঠিক করে। সে ভবিষ্যত থেকে নিয়ে আসা বিভিন্ন প্রযুক্তির সাহায্যে সহজেই ক্ষমতা দখল করে ফেলে এবং Pharaoh Rama-Tut নামে শাসন করতে থাকে। সবাই তার প্রযুক্তি দেখে তাকে ঈশ্বর মানতে শুরু করে। ঠিক সেই সময়েই পৃথিবীর সর্বপ্রথম মিউট্যান্ট Apocalypse aka En Sabah Nur জন্ম নেয় যাকে খুঁজে নিজের বশে আনার জন্য সে মরিয়া হয়ে ওঠে। 

এদিকে Fantastic Four তার চোখ ঠিক করার হারবাল খুঁজতে খুঁজতে ভবিষ্যত থেকে অতীতে গিয়ে তার কাছে গিয়েই পৌঁছে। সেখানে Fantastic Four কে সে প্রথমে আটকে ফেলে, En Sabah Nur কেও খুঁজে বের করে। সে En Sabah Nur কে তার দলে যোগ দিতে বললেও সে তা প্রত্যাখ্যান করে এবং তার বিরুদ্ধে চলে যায়। এরপর ভবিষ্যত থেকে আসা Doctor StrangeWest Coast Avengers এর সাহায্যে Fantastic Four মুক্ত হয় এবং তারা সবাই মিলে Rama-Tut এর উপর হামলা করে। সেখান থেকে পালিয়ে সে তার নিজের যুগে অর্থাৎ 31th শতাব্দী তে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পথিমধ্যে সে Time-storm এর মধ্যে পড়ে 20th শতাব্দী অর্থাৎ Modern Age এ চলে আসে, বলতে গেলে সে Present এ চলে আসে। সেখানে সে এসেই Doctor Doom এর মুখোমুখি হয় যাকে দেখে সে নিজের পূর্বসূরি মনে করে এবং Doctor Doom আর সে একে অপরের দিকে তাকিয়ে মনে করে তারা দুজন একই ব্যাক্তি।(!)

সেখান থেকে সে এক অল্টারনেট রিয়েলিটি (Earth-689) এ যায় এবং Doctor Doom হতে অনুপ্রাণিত হয়ে তার মতন Armor তৈরি করে ও Cape লাগিয়ে Scarlet Centurion নাম নিয়ে আত্মপ্রকাশ করে। সেখানকার Avengers দের সে ভূল বুঝিয়ে নিজের বশে নিয়ে আসে এবং Earth-616 এর Avengers দের Earth-689 এর Avengers দের মুখোমুখি দাড় করিয়ে লডাই বাঁধিয়ে দেয়। Earth-616 এর Avengers রা সেই লড়াই জিতে Scarlet Centurion কে হারিয়ে তাকে আবার Time Stream এ পাঠিয়ে দেয় যার ফলে সে তার পৃথিবীর 40th শতাব্দীতে পৌঁছে, যেখানে যুদ্ধের দামামায় সব কিছু বিধ্বস্ত ও ধ্বংসের মুখোমুখি প্রায় এবং যারা উন্নত প্রযুক্তির কিছুই বোঝে না অর্থাৎ প্রায় Barbarian যুগ চলছে সেখানে। সে এই সুবর্ণ সুযোগ পেয়ে নিজের জ্ঞান ও উন্নত প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই সেই পৃথিবী দখল করে নিজের রাজত্ব শুরু করে। এরপর সে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করে, Kang the Conqueror নামে।
Power Grid
Intelligence 4
Strength* 3 4
Speed* 2 7
Durability* 3 5
Energy Projection* 1 6
Fighting Skills 4
* Teleporter; Other stats’ enhanced ratings due to armor

Powers & Abilities:

  • Superior-level Intellect
  • Political Savvy – Brilliant Tactician & General
  • Skilled Combatant
  • Increased Lifespan – Longevity: অধিক সময় বাঁচে, বয়স ধীরে বাড়ে। 
  • Indomitable Will
  • Insanely Rich
  • Invulnerability
  • Leadership
  • Marksmanship
  • Swordsmanship
  • Weapon Master

Equipment: 

  • Battle Armor:
    • Enhanced Strength
    • Durability
    • Fly
    • Gravity Control
    • Video Communicator: এর মাধ্যমে সে অন্যান্য যেকোনো সময়ের Kang এর সাথে যোগাযোগ করতে পারে।
    • Time Travel
    • Time Manipulation
    • Concussive Bolt/ Blast Power
    • Weaponry: Time-Stream থেকে সে নিজের ইচ্ছামতো যেকোনো অস্ত্র ট্রান্সপোর্ট করে তা ব্যাবহার করে।
    • Electric Shock
    • Hover Pad
    • Survival Kit: ৩০ দিন বাইরের খাবার, অক্সিজেন ও অন্যান্য যাবতীয় জিনিস ছাড়া সে স্যুটের ভেতর বেঁচে থাকতে পারবে।
    • Electronic Disruption
    • Energy Absorption
    • Telekinesis
    • Teleport
    • Radar Sense
    • Stamina
    • Stealth
    • Magnetism
    • Holographic Projection
    • Electricity Control
    • Energy Shield
    • Fire Control
  • Time Scanner
  • Light of the Century Sphere

Trivia:

  • Kang এর নিজস্ব কোনো সুপারপাওয়ার নেই। তার স্যুট ই সকল ক্ষমতার উৎস। তবে সে অনেক বুদ্ধিমান ও জ্ঞানী।
  • Reed Richards এর বাবা যে কিনা Kang এর পূর্বসুরি, তার নাম ও Nathaniel Richards ই ছিলো। অর্থাৎ Reed এর বাবা ও Kang উভয়ের নাম ই এক। যদিও অনেকে মনে করে Kang, Reed Richards এর পূর্বসুরি তবে তা সত্যি নয় উলটো Reed Richards ই হচ্ছে Kang এর পুর্বসুরি।
  • মাল্টিভার্সের সকল পৃথিবীর Kang রা মিলে Council of Kangs নামের এক অর্গানাইজেশন গড়ে তুলে।
  • এ পর্যন্ত Kang এর যে সকল রূপ দেখা দিয়েছে তার মধ্যে অন্যতম হলোঃ
      1. Rama-Tut
      2. Scarlet Centurion
      3. Kang the Conqueror
      4. Iron Lad
      5. Immortus
  • প্রত্যেক বার টাইম-ট্রাভেল এর ফলে তার এক ডুপ্লিকেট জন্ম নেয় যে অল্টারনেট ইউনিভার্স/টাইমলাইন তৈরী করে।
  • যদিও সে Reed Richards এর ই উত্তরসূরি তবে Doctor Doom এর উত্তরসূরি হিসেবেও বিভিন্ন প্রমান পাওয়া যায় :3 (!) যদিও তা নিশ্চিত করা হয়নি।
  • Kang এর এক Trophy Room রয়েছে যাতে সে বিভিন্ন জিনিস কালেক্ট করে রেখেছে। তার মধ্যে অন্যতম হলোঃ Captain America’s Shield, Iron Man’s Various Armors, Spider-Man’s Mask, Hulk’s Pant, Thor’s Mjolnir & Jarnbjorn, Nick Fury’s Head, Vision, Ultron সহ আরো অনেক কিছু!!!
  • Jonathon Majors কে Antman and the Wasp: Quantamania তে Kang the Conqueror হিসেবে কাস্ট করা হয়েছে! খুব শীঘ্রই MCU তে Kang এর আগমন ঘটতে চলেছে!

About Kang the Conqueror:

  • Real Name: Nathaniel Richards
  • Gender: Male
  • Height: 6’3″
  • Weight: 230 lbs (104.33 kg)
  • Eyes: Brown
  • Hair: Brown
  • Creators: Stan Lee, Jack Kirby
  • First Appearance: Fantastic Four #19 (October, 1963) (as Rama-Tut) & Avengers #8 (September, 1964) (as Kang the Conqueror)
56319c58f06d37b8b2563720a1f7906bd28e5ced - Kang the Conqueror Origin in Bangla


DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Total Views: 73

Scroll to Top