Published: May 3, 2021 Last Modified: July 5, 2023
“—because it won’t be Hank Heywood fighting his own private war against the Fifth Columnists and Saboteurs: It’ll be a man forged in fire and cast in agony, a warrior with a name to match his origins– STEEL, the Indestructible Man!”
—Commander Steel
Henry Hank Heywood একজন মেধাবী বায়োলজির ছাত্র যে কিনা Dr. Gilbert Giles কে এক Special Bioretardent Formula তৈরিতে সাহায্য করছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সে তখন প্রায় গ্রাজুয়েট হয়েই পরেছিলো কিন্তু যুদ্ধ শুরু হওয়ায় সে যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে সে আবার Dr. Gilbert Giles এর মেয়ে Gloria Giles এর সাথেও প্রেম করতো। Gloria তার এই যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত কে সমর্থন করেনি, তার কথা না শোনায় সে Henry এর সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যায়। সে যথারীতি আমেরিকার নৌবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহন করে।
হটাৎ একদিন তাদের Base এ আক্রমন করে Baron Biltzkrieg এর দল যারা কিনা Nazi এর সমর্থক ছিলো। সেই হামলায় সে এক বিস্ফোরনের সম্মুখীন হয় যার ফলে সে গুরুতর আহত হয়। তার অবস্থা এমন হয়ে যায় যে এর থেকে মৃত্যুই শ্রেয়। সে বুঝতে পারে তার বেঁচে থাকার আশা অনর্থক, তাই সে আবার Dr. Giles Gilbert এর কাছে যায় নিজেকে কাজে লাগাতে, সেই Bioretardent Formula এর টেস্ট সাবজেক্ট হিসেবে ব্যাবহার করতে। Dr. Giles তার উপর অনেকগুলো অপারেশন চালিয়ে তার পুরো কঙ্কালকে পুনঃনির্মান করে লোহা ব্যাবহার করে, তার ভেঙে যাওয়া হাড়গুলো সরিয়ে সেখানে লোহার তৈরী হাড় পুনঃস্থাপন করে। তার হাত, পা, বুকের পাজরে খাদযুক্ত লোহার নল প্রবেশ করায় যা হাড়ের মত কাজ করে, হাত-পা সহ সকল জয়েন্ট এ জয়েন্টে Micro Motors ব্যাবহার করে যাতে সে তা নাড়াতে পারে। তার মাথার খুলিতেও লোহার কেসিং লাগিয়ে দেয়, তার ফুসফুস ও হৃৎপিণ্ড ও ক্ষতিগ্রস্থ হওয়ায় তা পরিবর্তন করে একধরনের Backup Device লাগিয়ে দেয়। এবং সর্বশেষ তার ত্বক পুড়ে যাওয়ায় তা পরিবর্তন করে ত্বকের নিচে লোহার এক আস্তরন লাগায়।
নতুন ত্বক ও হাড় গুলোর কারনে সে কার্যতই Indestructible এ পরিণত হয়। নতুন ফুসফুস তাকে ৩০ মিনিটের ও বেশী সময় পানিতে ডুবে থাকার শক্তি প্রদান করে। Henry পুরোপুরি সুস্থ্য হয়ে উঠলে আবার যুদ্ধে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু এর আগে যুদ্ধে আহত হওয়ায় তাকে এক ডেস্ক জব দেয়া হয়, সৈন্য হিসেবে নয়। কিন্তু Henry দেশের জন্য কিছু করতে চেয়েছিলো সবসময় এবং যুদ্ধে অংশ নিতে চায়। এদিকে Gloria এর সাথে আবার আগের মত সম্পর্ক ভালো হতে থাকলেও আবার যুদ্ধে যোগ দেয়ার সিদ্ধান্তের জন্য তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। শেষমেশ Henry আর কোনো উপায় না পেয়ে Dr. Giles এর ল্যাবে বসে নিজেই একটি Costume তৈরী করে এবং Westchester Federal Armory থেকে কিছু অস্ত্র চুরি করে তার সুপারহিরো ক্যারিয়ার শুরু করে Steel, the indestructible man কোডনেম নিয়ে।
পরবর্তীতে সে All-Star Squadron টিমে যোগ দেয় এবং তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী Winston Churchill কে এসাসিনেশনের হাত থেকে বাঁচায় যার ফলে প্রেসিডেন্ট তাকে Commander বলে ডাকে। যার পর থেকে সে Commander Steel নামে পরিচিত হয়।
Powers & Abilities:
Cybernetic Steel Frame: তার পুরো কঙ্কাল লোহার তৈরী যা তাকে সকল শক্তি প্রদান করে।
Superhuman Durability
Superhuman Speed
Superhuman Agility
Superhuman Strength
Superhuman Stamina
Basic Hand-to-Hand Combat
Intellectual
Invulnerability
Accelerated Healing
Trivia:
এখন পর্যন্ত মোট ৪ জন Steel Legacy ধরে Steel কোডনেম নিয়ে সুপারহিরো হয়েছেন।
Henry Heywood Sr. / Hank Heywood as Commander Steel (Earth 2 – New Earth)
Henry Heywood III / Hank Heywood III as Steel (Earth 2 – New Earth)
Nathaniel Heywood as Citizen Steel (New Earth)
Hank Heywood Jr. as Captain Steel (Earth 2 – New 52)
Henry III ও Nathaniel উভয়েই Henry I এর নাতি।
Legends of Tomorrow শো এ Henry Heywood/ Commander Steel ও Nathaniel Heywood / Citizen Steel কে দেখা যায়।
এছাড়াও Steel নামের আরো দুজন সুপারহিরো রয়েছে যাদের অরিজিন এই Steel Legacy থেকে সম্পূর্ন আলাদা। এদের অরিজিন Superman এর সাথে সম্পর্কযুক্ত।
John Henry Irons as Steel/ Man of Steel (New Earth & New 52)
Natasha Irons as Steel (New 52)
About Commander Steel:
Real Name: Henry Heywood Sr.
Gender: Male
Height: 6′ 0″
Weight: 378 lbs (171 kg)
Eyes: Blue
Hair: Black, Grey
Universe: Earth-Two, New Earth
Publication Company: DC Comics
Creators: Gerry Conway, Don Heck
First Appearance: Steel #1 (March, 1978)
Post Tag:
DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.
Disclosure: This post May contain affiliate links that support our Blog.
When you purchase something after clicking an affiliate link, we may receive a commission.
Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.