Booster Gold Origin In Bangla

“Tomorrow is the defining moment of the century and I’m gonna be part of it.”
— Booster Gold

Michael Carter এবং তার বোন Michelle Carter জমজ হিসেবে ২৫শত শতাব্দী (ভবিষ্যতে) তে জন্মগ্রহন করে। তাদের পরিবার ছিলো খুবই দরিদ্র কারন তাদের বাবা ছিলো একজন জুয়ারী। Michael একজন প্রতিভাধর ক্রীড়াবিদ ছিলো, Gotham University তে সে Football Scholarship এ যোগ দেয়। Michael একজন Quarterback হিসেবে ভালো ডাক নাম কুড়াচ্ছিলো, Football Team এ তার ডাকনাম ছিলো Booster. তার স্বপ্ন ছিলো বড় লীগ গুলোতে একদিন খেলার, কিন্তু সে স্বপ্ন হারিয়ে যায় যখন সে জানতে পারে তার মা এক এমন রোগে ভুগছিলো যা তার মাকে দিন দিন দূর্বল করে তুলছিলো। তার মা কে সুস্থ্য করে তোলার উদ্দেশ্যে সে ইচ্ছাকৃত ভাবে খেলায় হেরে বাজির টাকা জিতে অর্থ উপার্জন করতে থাকে। তার মা সুস্থ্য হয়ে উঠলেও সে ধরা পড়ে, ফলাফলে তাকে অপদস্থ ও বহিষ্কৃত হতে হয় এবং তাকে জেলে পাঠানো হয়।

জেল থেকে বের হয়ে সে Metropolis Space Museum এ নিরাপত্তারক্ষীর কাজ নেয় যেখানে সে ২০শত শতাব্দী এর সুপারহিরো এবং সুপারভিলেন দের সম্পর্কে জানতে থাকে এবং রিসার্চ করতে থাকে। Michael সেখানে কাজ করার একপর্যায়ে Skeets নামের একটি উন্নত রোবট কে Sidekick হিসেবে পায় তার কাজ সাহায্য করার জন্য। Skeets এর নিজস্ব Artificial Intelligence বিদ্যমান যা তাকে ২৫শত শতাব্দীর উন্নত নিরাপত্তাসুরক্ষী রোবট বানিয়েছে। এছাড়াও Skeets উড়তে ও Voice Projection এ সক্ষম এবং তার ভিতর Cognitive thinking এবং বিভিন্ন রকম ক্ষুদ্রাকৃতির সরঞ্জাম এবং অস্ত্র বিদ্যমান এবং এগুলি একটি শক্তিশালী Energy Blaster দিয়ে সজ্জিত। Skeets এর ভেতর ২০শত শতাব্দী হতে ২৫শত শতাব্দীর সকল জ্ঞান বিদ্যমান।

Skeets এর সহায়তায় Michael জাদুঘর হতে  Legion of Super-Heroes flight ring এবং Brainiac 5’s force field belt চুরি করে এবং Rip Hunter এর তৈরী করা Time Sphere ব্যাবহার করে Skeets কে সাথে নিয়ে ২০শত শতাব্দীর প্রথম দিকে ভ্রমন করে। সে ২০শত শতাব্দীতে এসে একজন ক্রাইমফাইটার সুপারহিরো হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেয় নিজের স্থানকে পাকাপোক্ত ও আরামদায়ক করার জন্য। দরিদ্র হিসেবে জন্মগ্রহন করায় সে সমসময় খ্যাতি লাভ করতে চেয়েছিলো তাই সে সবসময় স্ব-প্রচার করে থাকে এবং খ্যাতি ও সম্পদ এর প্রতি লোভী। ফুটবল খেলোয়ার হিসেবে তার ডাকনাম ছিলো Booster এবং ২০শত শতাব্দী তে আসার পর সে তার সুপারহিরো কোডনেম রাখে Goldstar। তার প্রথম আত্মপ্রকাশ ঘটে The 1000 এর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট Ronald Reagan কে হত্যার হাত থেকে বাঁচানোর মাধ্যমে। প্রেসিডেন্ট কে বাঁচানোর পর মিডিয়ার সামনে প্রেসিডেন্ট তাকে পরিচয় করার উদ্দেশ্যে আনার পর সেখানে সে নার্ভাস হয়ে তার নাম বলে ফেলে “Booster Gold”.

Powers and Abilities:

  • Quantum Energy Physiology
  • Athletics & Gymnastics
  • Hand to hand combat (basic)
  • Flight
  • Energy Projection
  • Time Travel
  • Retrocognition & Historiography
  • Intangibility and Temporal Resistance

Team Affiliation:

  • Justice League International
  • Justice Society International
  • Extreme Justice
  • Super Buddies
  • Conglomerate
  • Booster Gold International

Trivia:

  • Michael এর জমজ বোন Michelle Carter ও পরবর্তীতে ২০শ শতাব্দীতে এসে তার মতই একজন সুপারহিরো হিসেবে আত্মপ্রকাশ করে Goldstar নামেই।
  • সুপারহিরো ক্যরিয়ারেই সে নিজের নামে বিভিন্ন মুভি ও এ্যাডফিল্মেও কাজ করে।
  • Booster Gold কে সবাই ব্যাঙ্গ করে “Buster” বলে ডাকে।
  • Blue Beetle তার বেস্ট ফ্রেন্ড।

About Booster Gold:

  • Real Name: Michael Jon “Booster” Carter
  • Gender: Male
  • Height: 6’5″
  • Weight: 215 lbs (95 kg)
  • Eyes: Blue
  • Hair: Blond
  • Creator: Dan Jurgens
  • First Appearance: Booster Golds #1 (February, 1986)
unnamed - Booster Gold Origin In Bangla


DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Total Views: 126

Scroll to Top