Us do opposite of all Earthly things! Us hate beauty! Us love ugliness! Is big crime to make anything perfect on Bizarro World!
- Batman – Batzorro (World’s Worst Detective)
- Bizarro Green Lantern – Yellow Lantern ( যার Yellow Ring থেকে কোনো Power আসেনা, সবুজ সবকিছুতেই তার ক্ষতি হয়, খুব সহজেই ভয় পেয়ে যায়)
- Bizarro Aquaman ( যে সাঁতার কাটতে পারেনা )
- Wonder Woman – Bizarra ( with Lasso of Lie )
- Bizarro Flash ( মোটা ফ্ল্যাশ :3 )
- Justice League – The Bizarro League
- Legion of Super-Heroes – Legion of Stupor-Bizarros
- Bizarro Joker ( Bizarro World এর একমাত্র মানসিক ভাবে সুস্থ্য ব্যাক্তি; পৃথিবীর Joker যেমন হাসে, Bizarro Joker কাঁদে)
- Bizarro Lex Luthor ( Not villain; He is a punk hero :3 )
- Bizarro Mister Kltpzyxm ( Opposite of Mister Mxyzptlk)
- Superman এর heat vision এর বদলে Bizarro এর “Freeze vision”
- Superman এর freeze breath এর বদলে Bizarro এর “Flame breath”
- Superman এর super breath এর বদলে Bizarro এর “Vacuum breath”
- “Bizarro telescopic vision” যা Bizarro কে তার মাথার পিছনের দিকে অল্প দূরত্ব দেখতে সাহায্য করে; যা Superman এর ক্ষেত্রে সামনের দিকে অনেক দূরত্ব।
- “Bizarro microscopic vision” যা যেকোনো বস্তুকে সবার সামনে ছোট করে দেয়; যা Superman এর ক্ষেত্রে তার চোখে বড় করে তুলে (অনুবীক্ষন যন্ত্রের দরূন)
- “Bizarro X-ray vision” এর মাধ্যমে Bizarro শুধুমাত্র লোহা ভেদ করে দেখতে পারে; যা Superman এর ক্ষেত্রে সে লোহা বাদে সবকিছু ভেদ করেই দেখতে পারে।
- Bizarro সবুজ ক্রিপ্টোনাইটে আরও শক্তিশালী হয় এবং নীল ক্রিপ্টোনাইটে দূর্বল হয়।
- Escape from Bizarro World
- Superman/Batman: With a Vengeance
- Superman: Emperor Joker
- Bizarro Comics
- সম্প্রতি Superman and Lois এর সিজন ২ তে Antagonist হিসেবে Bizarro কে আনা হয়েছে। এর আগেও Supergirl সিরিজে Bizarro Girl কে দেখা যায়। এরও আগে Superboy (1988) ও Smallville (2001) এও তার এপিয়ারেন্স ছিলো। এছাড়াও অনেক এনিমেশনে একে দেখা গেছে।
- এক ফিউচার টাইমলাইনে দেখা যায় Bizarro World তখনো বিদ্যমান তবে তা বদলে গেছে। বর্গাকার এর বদলে সেই গ্রহ এখন ডিম্বাকৃতি।
- Bizarro এর কস্টিউমে থাকা S লোগোটিও উল্টো এবং তার গলায় ঝুলানো Bizarro #1 লেখা একটি মেডেল রয়েছে যার একটি R ও উল্টো।
- ফুলের বদলে বাগানে Weed চাষ করা হয় :3
- Bizarro Merilyn Monroe সেই গ্রহের সবচেয়ে Ugliest Person যার জন্য Bizarro পুরুষেরা পাগল।