Bizarro Orgin in Bangla

Professor Dalton তৈরী করেন একধরনের Duplication Ray এবং ভূলবশত তা Superboy এর উপর প্রয়োগ করে তার একটি কপি তৈরী করেন যার নাম দেওয়া হয় Bizarro. পরবর্তীতে তাকে ও সেই মেশিন টিকে Superboy ধ্বংস করলেও এর কয়েক বছর পর Superman এর চিরশত্রু Lex Luthor সেই Duplication Ray আবার তৈরী করে Superman এর কপি বানানোর চেষ্টা করে। তখন ই তৈরী হয় Bizarro #1. এটি Superman এর বিপরীত ও ইভিল ভার্সন। এই Bizarro কেই মেইন হিসেবে ধরা হয়। সে পরবর্তীতে সেই Duplication Ray দিয়ে Bizarro Lois Lane তৈরী করে তাকে নিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। এরপর সে সেই Ray দিয়ে তৈরী করে Bizarro World যা পৃথিবীর সম্পূর্ন বিপরীত।

Bizarro World এর অপর নাম Htrae ( যা Earth এর উল্টানো রূপ) একটি কিউব বা বর্গাকার গ্রহ যা পৃথিবীর বিপরীত রূপ। Bizarro Society এর মূল কোড হলোঃ

Us do opposite of all Earthly things! Us hate beauty! Us love ugliness! Is big crime to make anything perfect on Bizarro World!

সেখানে Bizarro ও Bizarro Lois এর ঘরে তাদের সন্তান Bizarro Jr. জন্ম নেয়। আর অন্যদিকে Bizarro পৃথিবীর বিভিন্ন সুপারহিরো ও অন্যান্যদের Bizarro Version এনে সেই Bizarro World ভরে তুলতে থাকে।
  • Batman – Batzorro (World’s Worst Detective)
  • Bizarro Green Lantern – Yellow Lantern ( যার Yellow Ring থেকে কোনো Power আসেনা, সবুজ সবকিছুতেই তার ক্ষতি হয়, খুব সহজেই ভয় পেয়ে যায়)
  • Bizarro Aquaman ( যে সাঁতার কাটতে পারেনা )
  • Wonder Woman – Bizarra ( with Lasso of Lie )
  • Bizarro Flash ( মোটা ফ্ল্যাশ :3 )
  • Justice League – The Bizarro League
  • Legion of Super-Heroes – Legion of Stupor-Bizarros
  • Bizarro Joker ( Bizarro World এর একমাত্র মানসিক ভাবে সুস্থ্য ব্যাক্তি; পৃথিবীর Joker যেমন হাসে, Bizarro Joker কাঁদে)
  • Bizarro Lex Luthor ( Not villain; He is a punk hero :3 )
  • Bizarro Mister Kltpzyxm ( Opposite of Mister Mxyzptlk)
সর্বশেষ Elseworld এর Superman: Whatever Happened to the Man of Tomorrow? স্টোরীলাইনে দেখা যায় যে, সে Mister Mxyzptlk এর দ্বারা Bizarro প্রভাবিত হয় এবং সে তাকে বোঝায় যে Bizarro Code এর সত্যিকার অর্থ পূরণ এর জন্য তাকে সুপারম্যান এর “imperfect perfect duplicate” না হয়ে “perfect imperfect duplicate” হতে হবে। এ শর্ত পূরনের জন্য সে নিজের গ্রহ (Bizarro World) নিজেই ধ্বংস করে যেহেতু Superman গ্রহ Kyrpton ও ধ্বংস হয়েছিলো।

আবার অন্যদিকে  DC Comics Presents #97 (September 1986) এ দেখানো হয় Mister Mxyzptlk; Phantom Zone থেকে ক্ষমতা পেয়ে Bizarro World কে ধ্বংস করে দেয় এবং সেই মুহূর্তে Bizarro তার ছেলে Bizarro Jr. কে রকেটে করে তাদের গ্রহের বাইরে পাঠানোর বদলে গ্রহের কেন্দ্রের দিকে রকেট ছাড়ে যার মাধ্যমে Bizarro Worldline এর ইতি ঘটে।

Bizarro Power:
  • Superman এর heat vision এর বদলে Bizarro এর “Freeze vision”
  • Superman এর freeze breath এর বদলে Bizarro এর “Flame breath”
  • Superman এর super breath এর বদলে Bizarro এর “Vacuum breath”
  • “Bizarro telescopic vision” যা Bizarro কে তার মাথার পিছনের দিকে অল্প দূরত্ব দেখতে সাহায্য করে; যা Superman এর ক্ষেত্রে সামনের দিকে অনেক দূরত্ব।
  • “Bizarro microscopic vision” যা যেকোনো বস্তুকে সবার সামনে ছোট করে দেয়; যা Superman এর ক্ষেত্রে তার চোখে বড় করে তুলে (অনুবীক্ষন যন্ত্রের দরূন)
  • “Bizarro X-ray vision” এর মাধ্যমে Bizarro শুধুমাত্র লোহা ভেদ করে দেখতে পারে; যা Superman এর ক্ষেত্রে সে লোহা বাদে সবকিছু ভেদ করেই দেখতে পারে।
  • Bizarro সবুজ ক্রিপ্টোনাইটে আরও শক্তিশালী হয় এবং নীল ক্রিপ্টোনাইটে দূর্বল হয়।
Recommended Reading:

  • Escape from Bizarro World
  • Superman/Batman: With a Vengeance
  • Superman: Emperor Joker
  • Bizarro Comics
Trivia:
  • সম্প্রতি Superman and Lois এর সিজন ২ তে Antagonist হিসেবে Bizarro কে আনা হয়েছে। এর আগেও Supergirl সিরিজে Bizarro Girl কে দেখা যায়। এরও আগে Superboy (1988) ও Smallville (2001) এও তার এপিয়ারেন্স ছিলো। এছাড়াও অনেক এনিমেশনে একে দেখা গেছে।
  • এক ফিউচার টাইমলাইনে দেখা যায় Bizarro World তখনো বিদ্যমান তবে তা বদলে গেছে। বর্গাকার এর বদলে সেই গ্রহ এখন ডিম্বাকৃতি।
  • Bizarro এর কস্টিউমে থাকা S লোগোটিও উল্টো এবং তার গলায় ঝুলানো Bizarro #1 লেখা একটি মেডেল রয়েছে যার একটি R ও উল্টো।
  • ফুলের বদলে বাগানে Weed চাষ করা হয় :3
  • Bizarro Merilyn Monroe সেই গ্রহের সবচেয়ে Ugliest Person যার জন্য Bizarro পুরুষেরা পাগল।
AVvXsEgUvdhsMUNk6xAgU8oTMG82BAAAbdu0iYAVXDeqXNwMC5f93aC2MfnvPWBB4RmTgH9E03K8M87kciI4pjKEfFrs XKxxYxA4N2N7GE5gzAizqbBq1PxzmYc9PYWYMn gwVZ6fap7kQ3VIQcuJWRg5E15Tcc3t F 4G2HRwHPkaUkNZ1asHK27UGtQ=s320 - Bizarro Orgin in Bangla

DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Total Views: 88

Scroll to Top