Published: May 2, 2021 Last Modified: July 5, 2023
বায়োলজিস্ট Mark ও Marie Logan তাদের দুই বছরের ছেলে Garfield Logan কে নিয়ে আফ্রিকার Lamumba নামক দেশে যায়, যেখানে তারা বিভিন্ন প্রানীদের জেনেটিক কোড নিয়ে রিসার্চ করে বিলুপ্ত প্রানীদের ফিরিয়ে আনতে এক “Reverse Evolution” এর উপর কাজ করছিলো।
একদিন সেখানকার আদিবাসীদের রাজা Tawaba এর পা এ ইনফেকশন হলে, তাকে সুস্থ্য করে তোলে। কিন্তু তার জন্য সেই আদিবাসীদের Witch Mobu তাকে হিংসা করতে থাকে। শেষমেশ Mark সফল হয়ে যায়; সে আবিষ্কার করে ফেলে মানুষ ও প্রানীর মধ্যে থাকা একরকম জেনেটিক বন্ড, কিন্তু এদিকে তার ছেলে Garfield এক মরনব্যাধি রোগে আক্রান্ত হয় যার নাম Sakutia. এটি এমন একটি রোগ যা সকল প্রানীর জন্য মরনঘাতি শুধুমাত্র আফ্রিকার Green Monkey এর উপর তা কোনো প্রভাব ফেলে না। ছেলেকে বাঁচাতে সে তার উপর নিজের ই করা আবিষ্কার প্রয়োগ করে, এক বিশেষ Ray যা এর আগে কোনো মানুষের উপর পরীক্ষা করা হয়নি। Garfield এ যাত্রায় বেঁচে যায়, ২৪ ঘন্টার জন্য সে Green Monkey হয়ে যায় এবং রোগ ও সেরে যায়। ২৪ ঘন্টা পর সে আবার আগের মানুষের রূপে ফিরে এলেও তার শরীর সবুজ রঙের হয়ে যায়। তার বাবা বুঝতে পারে, এটি সেই Ray এরই পার্শ্বপ্রতিক্রিয়ার ফল। সে বানরের মতন গাছে গাছে ঝুলে বেড়ায়, সে মনে করে তার ভিতর একটু হলেও সেই Green Monkey বিদ্যমান। তখনি তার মা তার সামনে এক Black Mamba সাপকে দেখতে পায়, মা কে বাঁচাতে নিজের অজান্তেই সে এক বেজি তে রুপান্তরিত হয়। সাপ কে মেরে মা কে বাঁচায়, তার বাবা-মা দুজন ই তা প্রত্যক্ষ করে এবং তাকে তার এ ক্ষমতা লুকিয়ে রাখতে বলে কারন নইলে অন্যরা তাকে রিসার্চ এর জন্য ব্যাবহার করতে পারে।
হটাৎ এক বর্ষা মৌসুম এ তাদের ক্যাম্প-ল্যাব সবকিছু পানিতে ভেসে যায়, সে ও তার বাবা-মা নৌকায় করে ভাসতে থাকে। তার বাবা-মা তাকে পাখি তে রূপান্তরিত হয়ে উড়ে যেতে বলে কারন তাদের মৃত্যু সুনিশ্চিত। তার বাবা তাকে বলে দেয় সেই আদিবাসীদের গ্রামে যেতে, King Twaba এর কাছে। সেখানে গিয়ে সে দেখে Twaba আবার অসুস্থ এবং তাকে বাঁচানোর জন্য Witch Mobu এক বিশেষ ধরনের পাতা আনতে বলে। যা আনার জন্য Garfield যায়, এবং পথিমধ্যে সে পাখি তে রূপান্তরিত হয়ে পাহাড়ে উঠে, গন্ডারে রূপান্তরিত হয়ে সিংহের সাথে লড়াই করে এবং জিরাফে রূপান্তরিত হয়ে উচু গাছ থেকে পাতা সংগ্রহ করে। পাতা নিয়ে আসার পর Witch Mobu চমকে যায় কারন এই দূর্গম পথ একা এই ছোট বাচ্চার পক্ষে পাড়ি দেওয়া অসম্ভব। সে মনে করে এই বাচ্চার কাছে অসীম জাদু-শক্তি আছে, যার জন্য সে Garfield কে মারার সিদ্ধান্ত নেয়। এদিকে সে জঙ্গলে বড় হতে থাকে, তার এক বন্ধু হয় বানর তার সাথে জঙ্গলেই সে বাস করতে থাকে। একদিন দুই আমেরিকান আসে গুপ্তধনের খোঁজে সেইখানে, তাদের সাথে Witcher Mobu এর দেখা হয়। সে তাদেরকে গুপ্তধনের খোঁজ বলে দেওয়ার বদলে তাদেরকে বলে Garfield কে খুন করতে। গুপ্তধন পেতে তারা এক পুরনো মন্দিরে যায়, যেখানে Garfield তাদের উপর হামলা করে গুপ্তধন বাঁচানোর জন্য। সেই দুই লুটেরা Garfield এর ক্ষমতা দেখে আশ্চর্যিত হয়ে যায় এবং তাকে মারার বদলে Witcher Mobu এর দিকে বন্দুক তাক করে। তখনি মন্দির টি ভাঙ্গা শুরু করে যাতে Witcher Mobu মারা যায় এবং সেই দুই আমেরিকান লুটেরা Garfield কে নিয়ে চলে আসে। তারা তাকে দিয়ে জোর করে তাদের জন্য খারাপ কাজ করাতে থাকে। কিন্তু শেষমেশ তারা একে অপরের গুলিতে মারা যায় এবং কোর্ট Garfield এর বয়স কম হওয়ায় তার নতুন গার্জিয়ান হিসেবে Nicholas Galtry কে তার দায়িত্ব দেয়।
Nicholas Galtry এতদিন তার বাবা-মায়ের Logan Estate এর দেখাশোনার নামে লুটছিলো। Garfield এসে পড়ায় সব সম্পত্তি নিজের করে নিতে সে Garfield কে খুনের প্ল্যান করে। তাকে মারার জন্য সে লোক ভাড়া করে। সেই ভিলেনের হাত থেকে তাকে Doom Patrol এর Elast-Girl ও Mento বাঁচায় এবং তাকে Adopt করে নেয় লিগ্যাল ভাবে। Garfield এরপর Beast Boy কোডনেম নিয়ে Doom Patrol এ যোগ দেয়।পরবর্তীতে Beast Boy নাম বদলে Changeling নাম নিয়ে Teen Titans এ যোগ দেয়। যা পরে আবার পরিবর্তন করে আগের Beast Boy নামেই ফিরে আসে।
“No one gets it, do they? Everyone assumes I’m unhappy because I haven’t been “normal” since I was a kid. They feel sorry for me. My parents died, I got green skin, called a freak. I joined the Titans where my girlfriend was killed… after selling us out to Deathstroke. Yeah, life has been hard. It’s sucked sometimes. But that doesn’t mean I don’t like it. And being “normal” is overrated anyway.”
— Beast Boy
Powers & Abilities:
Unique Physiology
Terrestrial Metamorph / Shapeshifting: সে তার জানা যেকোনো প্রানীতে রূপান্তরিত হতে পারে। এমনকি কোনো বিলুপ্ত প্রানী বা অন্য গ্রহের প্রানীতেও তাকে রূপান্তরিত হতে দেখা যায়। সে যেই প্রানী তে রূপান্তর হয়, সেই প্রানীর সকল ক্ষমতা তার ভিতর চলে আসে। শুধু সমস্যা একটাই সে যেই প্রানীতেই রুপান্তরিত হোক না কেনো প্রানীর গায়ের রঙ সবুজ থাকে যা তাকে সেই প্রানীর প্রজাতি হতে আলাদা করে।
Animal Mimicry
Martial Arts
Adaptive
Psionic
Stamina
Stealth
Tracking
Wall Clinger
Poisonous
Radar Sense
Size Manipulation
Fly
Super Speed
Super Strength
Super Sight
Super Smell
Super Hearing
Claws
Chameleon
Trivia:
কমিকে সে একজন এক্টর এবং বিভিন্ন টিভি শো তে কাজ করেছে।
তার ঠিকানা হিসেবে দেখানো হয়েছে 437 Franklin #202, Hollywood, CA.
New 52 টাইমলাইনে তাকে লাল রঙের করে দেয়া হয় যাতে কমিক ভক্তরা প্রচুর নিন্দা জানায়।
Beast Boy – Raven এর জুটি সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম।
তাকে সবসময় Funny ও সবার উপর Joke করে বেড়াতে দেখলেও বাস্তবে সে তার নিজের কস্ট লুকাতে তা করে থাকে।
তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে Cyborg.
যেকোনো প্রানীতে রুপান্তরিত হতে তার এক সেকেন্ড সময়ও লাগেনা।
সে বিভিন্ন প্রানীর মিশেলে হাইব্রিড ও বিভিন্ন Demonic Creature এও রূপান্তরিত হতে পারে।
About Beast Boy:
Real Name: Garfield Mark Logan
Gender: Male
Height: 5’8″
Weight: 150 lbs
Hair: Green
Eyes: Green
Skin: Green
First Appearance: Doom Patrol #99 (November, 1965)
Creators: Arnold Drake, Bob Brown
Post Tag:
DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.
Disclosure: This post May contain affiliate links that support our Blog.
When you purchase something after clicking an affiliate link, we may receive a commission.
Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.