Batman Origin in Bangla

“I made a promise on the grave of my parents to rid this city of the evil that took their lives. By day, I am Bruce Wayne, billionaire philanthropist. At night, criminals, a cowardly and superstitious lot, call me… Batman.”
— Batman

Bruce Wayne ধনী চিকিত্সক Dr. Thomas Wayne এবং তাঁর স্ত্রী Martha এর কোলে জন্মগ্রহণ করেছিলেন , যারা যথাক্রমে গথাম সিটির মর্যাদাপূর্ণ Wayne এবং Kane পরিবারের সদস্য ছিলেন। পারিবারিক সূত্রে Wayne পরিবার ছিলো ধনী ও অভিজাত, মূলত তাদের Wayne Enterprise, Gotham City এর উন্নয়নে কাজ করতো। তার পরিবারের খ্যাতি থেকে মুক্তি পেতে সে স্কুল পালিয়ে Gotham City তে ঘুরে বেরাতো। তার বয়স যখন তিন বছর তখন তার মা আবার গর্ভবতী হয়। অনাগত সন্তানের নাম রাখা হয় Thomas Wayne jr. কিন্তু গাড়ি দূর্ঘটনায় বাচ্চাটি গর্ভে থাকা অবস্থায় ই মারা যায়। এই ঘটনার পিছনে Court of Owls এর হাত ছিলো। পরবর্তীতে Wayne Family এর বাটলার Jarvis Pennyworth কেও তারা খুন করে। Jarvis এর ছেলেই হলো Alfred Pennyworth যে তার বাবার মৃত্যুর পর Wayne Family এর বাটলার হিসেবে নিযুক্ত হয়।  “The mark of Zorro” মুভিটি থিয়েটারে দেখে বাড়ি ফেরার সময় তার বাবা-মা Joe Chill নামের ছিনতাইকারীর হাতে পড়ে। ছিনতাইকারী Martha এর Pearl Chain টি চাইলে Thomas তাতে বাধা দেয় যার ফলে সে গুলি চালায়। Martha তা দেখে চিৎকার করতে শুরু করলে সে Martha কেও গুলি করে। কিন্তু এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী Bruce ছোট হওয়ায় তাকে রেখেই পালিয়ে যায়।
অল্প বয়সেই চোখের সামনে বাবা-মায়ের মৃত্যু দেখার পর সে তার দ্বারা প্রভাবিত হয়ে সকল অন্যায়-অপরাধ এর বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে লড়াই করার সিদ্ধান্ত নেয়। সে তার পিতা-মাতার মৃত্যুর আসল কারন খুঁজতে থাকে। সে এও ভাবে যে Court of Owls এর হাত রয়েছে, কিন্তু কোনো প্রমান খুঁজে পায়না। প্রতিশোধ নেওয়ার চিন্তায় সে ক্ষিপ্ত হয়ে উঠে যা বুঝতে পেরে Alfred তাকে Arkham boys’ rehabilitation home এ পাঠিয়ে দেয় যেখানে সে সর্বপ্রথম Harvey Dent এর সাথে পরিচিত হয়। তারা দুজনে ভালো বন্ধু হয়ে উঠে কিন্তু পরবর্তীতে বড় হওয়ার পর আর চিনতে পারেনা। পরে সে সেখান থেকে বের হয়ে Gotham Academy ও Roxburry Fielding Academy হতে শিক্ষা লাভ করে।

শেষমেশ সে Joe Chill যে কিনা তার পিতামতার হত্যাকারী, তাকে খুঁজে বের করে। তার মুখোমুখি হওয়ার পর সে জানতে পারে, তার বাবা-মায়ের মৃত্যুর পিছনে কোনো গোপন অর্থ লুকানো নেই; সে শুধু টাকার লোভে তাদের ছিনতাই করতে গিয়ে ভয় পেয়ে খুন করে বসে। নিজের দুঃখকে নিজের ক্ষমতা বানিয়ে

Powers & Abilities:

  • World’s Greatest Detective: Master Interrogator & Investigator
  • Genius Level Intellect
  • Indomitable Will
  • Tactical Analysis
  • Master Martial Artist
  • Acrobatics
  • Master Marksman & Archery
  • Swordsmanship
  • Athletics
  • Gadgetry
  • Weaponry 
  • Peak Human Condition
  • Peak Human Strength
  • Peak Human Speed
  • Peak Human Senses
  • Peak Human Stamina
  • Toxic Immunity
  • Aviation
  • Computer Hacking
  • Lock Picking
  • Disguise
  • Driving
  • Escapology
  • Stealth
  • Occultism
  • Tracking

DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Total Views: 111

Scroll to Top