Batman Beyond Bangla Origin

পঞ্চাষোর্ধ বয়স্ক Bruce Wayne, যে কিনা তার সারাজীবনে একটি  ই রুল মেনে চলেছে, “Never Kill” ; 2019 সালের জুন মাসের এক রাতে তার ক্রাইম-ফাইটিং ক্যারিয়ারের সবচেয়ে দূর্বিষহ ঘটনার মুখোমুখি হয়। এক কিডন্যাপার এর হাত থেকে একটি মেয়েকে বাঁচাতে গিয়ে হটাৎ করে এক ছোট-খাটো হার্ট এটাক করে।

 নিজেকে বাঁচাতে সে তার জীবনের একমাত্র নিয়ম ভেঙ্গে পিস্তল বের করে যাতে ভয় পেয়ে কিডন্যাপার পালিয়ে গেলেও সে নিজেকে প্রশ্নের সম্মুখীন করে। সে সেই একই হাতিয়ার ব্যাবহার করছে যার কারনে তার বাবা-মা তার থেকে হারিয়ে গেছে। প্রশ্নের উত্তর না পেয়ে সে বুঝতে পারে তার সময় শেষ হয়ে এসেছে এবং সিদ্ধান্ত নেয় তার এই Batman অবতার থেকে অবসর নেওয়ার যেভাবে তার সকল বন্ধুরা তাদের সুপারহিরো লাইফ থেকে অবসর নিয়েছে।

 

 

Batman এর রিটায়ারমেন্ট এর পর Amanda Waller যে কিনা Task Force X, Suicide Squad, Project Cadmus এর ডিরেক্টর; সে তৈরী করে Project Batman Beyond যার মাধ্যমে সে Batman এর রিপ্লেসমেন্ট তৈরী করার সিদ্ধান্ত নেয়। Batman এর পুরনো কেস ঘেটে সে Bruce Wayne এর DNA Sample নিয়ে তা থেকে একধরনের Nanotech Solution তৈরী করে যা অন্য কারো প্রজনন উপাদান Bruce Wayne এর মতন হবে। 

Batman Beyond Bangla Origin
Batman Beyond Bangla Origin (image credit: DC Comics/WB)
এরপর সে এমন এক দম্পতি খুঁজতে থাকে যাদের সাথে Bruce Wayne এর ফ্যামিলির মিল রয়েছে; এবং সে McGinnis পরিবার কে সিলেক্ট করে। Warren McGinnis হসপিটালে ফ্লু এর টিকা নিতে গেলে তার অজান্তে তাকে সেই Nanotech Solution টি ইনজেক্ট করা হয় যার মাধ্যমে তার যেই বাচ্চা হবে তা হবে বায়োলজিকালি Bruce Wayne এর। এর একবছর পর McGinnis দম্পতির ঘরে জন্ম হয় Terry McGinnis এর যার জেনেটিকালি যার বাবা হচ্ছে Bruce Wayne.

 

 

# Court of Owls Origin in Bangla

 
জেনেটিকভাবে মিলানোর পর পারিপার্শ্বিক অবস্থা তৈরী করার জন্য যাতে Terry ও Batman হওয়ার সিদ্ধান্ত নেয়; Amanda Phantasm কে ভাড়া করে Terry এর বাবা মাকে মারার জন্য। কিন্তু মিশনে যাওয়ার পর Phantasm এর মনের পরিবর্তন ঘটে এবং সে Amanda কে বোঝায় Batman আর যাই করুক কখনো হত্যাকে প্রশ্রয় দিবেনা। এরপর কাহিনী লাফ দেয় ২০ বছর পর, 2039 সালে।

শিশুকাল থেকেই Terry দুষ্ট প্রকৃতির ছিলো। তরুন বয়সে সে পুলিশের আন্ডারে জুভেনিল হলে তিন মাস কাটিয়েছিলো। ১৬ বছর বয়সের অ্যাথলেটিক যুবক Terry এর মনে ন্যায়বিচার সম্পর্কে কোনো ধারনাই নেই। সে শুধু সমস্যা সৃষ্টিতে ওস্তাদ। এক রাতে সে তার গার্লফ্রেন্ড এর সাথে দেখা করতে যায় যেখানে Jokerz নামের গ্যাং এর মেম্বার রা তাদের উত্যক্ত করতে থাকে। 
 
যার ফলশ্রুতিতে তারা ঝগড়ায় জড়িয়ে পরে এবং তাদের মধ্যে হাই স্পিডে মোটরসাইকেল চেস হয়। তারা সবাই Wayne Manor এ এসে ক্র্যাশ করে। সেখানে Jokerz গ্যাং ও Terry এর ভেতর মারামারি শুরু হয় এবং সত্তরোর্ধ বয়স্ক Bruce Wayne এসে Terry কে সাহায্য করে তাদের হারাতে। এই মারামারির কারনে Bruce এর স্বাস্থ্যের অবনতি ঘটে। Terry Bruce কে Manor এ রেখে আসার একপর্যায়ে সে Batcave আবিষ্কার করে এবং Bruce এর সিক্রেট জেনে ফেলে। কিন্তু Bruce এতে রাগান্বিত হয়ে তাকে তাড়িয়ে দেয়। 
 
বাসায় ফিরে Terry আবিষ্কার করে তার বাবাকে Jokerz দলের লোকেরা মেরে ফেলেছে। পরবর্তীতে সে আবিষ্কার করে তার বাবা এক অবৈধ ক্যামিকেল ওয়েপন সম্পর্কে জানতে পেরে গিয়েছিলো যার কারনে Derek Power এর নির্দেশে তাকে খুন করা হয়। তার বাবার খুনি হলো Derek Power এর বডিগার্ড Mr. Fixx. Terry Bruce এর কাছে যায় সাহায্য পাওয়ার জন্য, কিন্তু Bruce তাকে বলে যে সে ক্রাইম-ফাইটিং ছেড়ে দিয়েছে এবং সে এসবের জন্য অনেক বয়স্ক ও কোনো কাজেই আসতে পারবেনা। 
 
সে তাকে বলে যে সকল প্রমানাদি Commissioner Barbara Gordon এর কাছে নিয়ে যেতে। কিন্তু Terry তার এ প্রস্তাব মানেনা যার পরিপ্রেক্ষিতে Bruce জোর করে তার থেকে সকল প্রমান নিয়ে নেয়। এরপর Bruce এর অগোচরে Terry তার নতুন স্যুট চুরি করে।
 
স্যুট পেয়ে সে Power এর গোপন আস্তানায় হামলা করে এবং নিজের ইচ্ছাশক্তির জোরে Mr. Fixx কে হারিয়ে দেয়। এরই মধ্যে Bruce সব টের পেয়ে যায় এবং কমিউনিকেটরের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে। Terry তাকে বোঝানোর চেষ্টা করলেও Bruce তা মানেনা এবং Batcave এ বসেই সে Terry এর পরিহিত স্যুট টি বন্ধ করে দেয়। তখন Terry তাকে বোঝায়, তারা দুজনেই একই রকম; তাদের দুজনের ই ফ্যামিলি অপরাধীদের হাতে নিহত হয়েছে; কিন্তু Bruce কখনো তার বাবা-মায়ের হত্যাকারীকে ধরতে না পারলেও Terry এর কাছে সুযোগ রয়েছে তার বাবার হত্যাকারীকে ধরার। 
 
এই কথা শোনার পর Bruce তার স্যুটটি রি-এক্টিভেট করে দেয়। এরপর Terry মুখোমুখি হয় Derek Power এর। সে Power কে নাকানি চুবানি দেয় এবং মারামারির একপর্যায়ে Power তার নিজের তৈরী ক্যামিকেলেরি সংস্পর্শে এসে আহত হয়। আহত হওয়ার পর সে সেখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে Blight নামের সুপারভিলেন হিসেবে ফিরে আসে। 
 

# later post????

এদিকে Terry এর পারফরমেন্সে Bruce মুগ্ধ হয় এবং বুঝতে পারে অপরাধীদের আটকানোর জন্য Batman দরকার, তাই সে Terry এর হাতে Batman এর ম্যান্টল তুলে দেয় এবং তাকে ট্রেইনিং দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে Terry, Batman Beyond হিসেবে আত্মপ্রকাশ করে।

Powers:

  • Hand-to-Hand Combat (Advanced)
  • Surveillance
  • Stealth
  • Acrobatics
  • Weaponry
  • Gadgetry
  • Throwing
  • Aviation
  • Aerial Combat
  • Tactical Analysis
  • Indomitable Will
  • Lock Picking

Equipment:

  • Batsuit
    • Enhanced Strength
    • Superhuman Durability
    • Enhanced Visual Assistance
    • Flight
    • Claws
    • Invisibility
    • Adhesion Electromagnetic Pads: যা জুতার মধ্যে থাকায় সে দেয়ালে আটকে থাকতে পারে।
    • Energy Projection
  • Utility Belt
  • Batarangs
  • Darts
  • Grappling Gun
  • Smoke Grenade
  • Spikes
  • Password Decipher
  • Batmobile

Trivia:

  • Batman Beyond আগমন সর্বপ্রথম এনিমেটেড সিরিজের মাধ্যমেই ঘটে, কমিকের মাধ্যমে নয়। তবে পরবর্তীতে তাকে নিয়ে অনেকগুলো কমিক ই বের হয়েছে।
  • Batman Beyond এর স্টোরী The New Batman Adventures এর ৪০ বছর পর, Justice League এর ৩৭ বছর পর এবং Justice League Unlimited এর ৩৫ বছর পর সংঘটিত হয়।
  • Terry McGinnis এর বন্ধু Max Gibson পরবর্তীতে Bruce ও Terry এর সিক্রেট আইডেন্টিটি জানতে পারে এবং তাদের সাথে যোগ দেয় Terry কে ফিল্ডে সহায়তা করার জন্য।
  • Batman Beyond এর মোট ৩ টি সিজন ও Batman Beyond: Return of the Joker (2000) এনিমেটেড মুভি রয়েছে।
 
Every time I put on that suit, it’s my chance to help people who are in trouble. I guess on a personal level, it’s my chance to look like a worthwhile human being again. In my eyes… no one else’s. It’s what I want, Bruce.
– Terry McGinnis

About Batman Beyond:

  • Name: Terry McGinnis
  • Gender: Male
  • Height: 5′ 10″
  • Weight: 170 lbs (77 kg)
  • Eyes: Blue
  • Hair: Black
  • Created By: Bruce Timm, Paul Dini, Alan Burnett

  • First Appearance: Batman Beyond (1999) (Animated Series)

DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Total Views: 366

Scroll to Top