পুরোটা পড়ার অনুরোধ রইলো..
অনেকেই দেখলাম Warner Bros. Discovery কে গালি দিচ্ছে,না জেনে না বুঝে,ঠিক আছে তারা আপনাদের আবেগ ইমোশন নিয়ে খেলছে তাই আপনারা রাগে তাদেরকে গালি দিতেই পারেন
![]() |
(image credit: wbd/rt) |
সেটা আমিও বুঝতে পারছি কারণ দিনশেষে আমিও একজন ডিসি ফ্যান, কিন্তু একবার ঠান্ডা মাথায় ভাবুন তো তারা এমনটা কেন করলো….?
এবার আসল কথায় আসি…
ইতি মধ্যে আমরা সবাই জানি যে তাদের কাছে ১০বছরের একটা পরিকল্পনা আছে এবং তারা সেই পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে,কিন্তু ১০ বছরের পরিকল্পনা তো আর যেমন তেমন কথা না এটা একটা রোড ম্যাপ এর মত যেটা বাস্তবায়ন করতে অনেক সময়ের প্রয়োজন,যদি আমরা তাদের পরিকল্পনা অনুযায়ী চিন্তা করি তাহলে Devid Zaslav বলেছেন যে তাদের মুক্তির অপেক্ষায় থাকা মুভি গুলো যেমন black adam,Shazam 2,The Flash,Aquaman 2 মুভি গুলো কোয়ালিটির দিক থেকে টপনচ হবে এবং তারা মুভি গুলো নিয়ে অনেক আশাবাদি,কিন্তু যদি মুভি গুলোকে আরো বেটার করতে কোন কিছুর পরিবর্তন করতে হয় তাহলে তারা সেটা করতে পারে,এবং এখানেই যদি আমরা একটু মাথা খাটিয়ে চিন্তা করি তাহলে তাদের ১০ বছরের যেই পরিকল্পনা আছে সেটার সাথে এই মুভি গুলোকে কানেক্ট করতে কিছু পরিবর্তন তারা নিশ্চিত ভাবে করতে পারে ,এটা খুব সিম্পল একটা বেপার।তো এটা তো গেলো পরিকল্পনার কথা এবার যদি বিজনেস দিক থেকে চিন্তা করি তাহলে,Shazam 2 আর Aquaman 2 delay করার কিছু কারণ আছে।
প্রথমে যদি Shazam 2 এর কথায় আশি তাহলে খবর অনুযায়ী IMAX থিয়েটারের বেশির ভাগ শো গুলো Avatar 2 এর দখলে কারণ এমন কোন পাগল চাইবে না যে Avatar 2 এর মত এত বড় মুভি তাদের থিয়েটারে না চালিয়ে Shazam 2 এর মত ছোট মুভি চালাবে,এখন এখানে যদি WBD সাহস করে Shazam 2 রিলিজও করে দেয় তাহলে এটার কালেকশনে এফেক্ট হতে পারে,তাই আমি মনে করি তারা এখানে বুদ্ধি মানের কাজ করেছে।
এবার যদি Aquaman 2 এর কথায় আসি তাহলে Aquaman 2 তেও Avatar 2 এর মত Underwater motion capture technology ব্যবহার করা হচ্ছে,যার কারণে পোস্ট প্রোডাকশনের কাজ মার্চ পর্যন্ত শেষ করা সম্ভব নয় তাই তারা মুভি delay করেছে
আরেকটা কথা সবার জেনে রাখা ভালো যে Avatar 2 প্রথমে ২০১৮ তে মুক্তি পাওয়ার কথা ছিলো কিন্তু তারা নতুন টেকনোলজি ঠিক সময় তৈরি করতে পারে নাই বিধায়,আরো ২ বছর বাড়তি সময় নিয়ে ২০২০ এ প্রোডাকশনের কাজ শুরু করে ২০২১ এ মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিলো,কিন্তু করোনা এসে সব উলোট পালোট করে দেওয়ায় তারা বাড়তি আরো ২ বছর সময় পেল এবং তার ফলাফল আমরা এই বছরের ডিসেম্বরে দেখবো
এখন আপনারাই বলুন তো Avatar 2 এর কাজ যদি ৫ বছরেরও বেশি সময় নিয়ে করতে পারে তাহলে Aquaman 2 এর জন্য WBD কেন সময় নিবে না ভালো কিছু ফ্যানদেরকে দেওয়ার জন্য,এখন WBD যদি তারা হুরো করে মুভি বানিয়ে মুক্তি দিয়ে দে তাহলে তো তখন আবার আপনারাই বলবেন,কোথায় Avatar 2 আর কোথায় Aquaman 2,ভাইরে ভাই তাই আমি সবাইকে বলতে চাই তাদেরকে গালি না দিয়ে তাদের কাজকে সাপোর্ট করুন,এবং অপেক্ষা করুন,কারণ অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়।
সবাইকে ধন্যবাদ,যদি খারাপ কিছু বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন..!!