ওয়্যার উলফ বায় নাইট রিভিউ: Marvel Werewolf by Night

মারভেল ওয়্যার উলফ বায় নাইট রিভিউ: Werewolf by Night 2022 Review in Bangla

দুঃখিত মারভেল ফ্যানস আবারো আপনাদের MCU এর একটা প্রোজেক্ট werewolf by night আমার অনেকটা হতাশ করল।

ডিজনি প্লাসের নতুন এই ওয়েব সিরিজ এর নিয়ে অনেকেই অনেক আশা করে রেখেছিল।

কিন্তু ডিজনি তাদের ফ্যামিলি ফ্রেন্ডলি ব্র‍্যান্ডের কারণে অনেক জঘন্য রকম ভাবে আমাদের সাথে কন্টেন্ট নিয়ে ঝামেলা করছে।

Disney Plus এর Content List এর প্রায় সকল মুভি ও সিরিজ একই টাইপের বাচ্চাদের জন্য তৈরি।

ভিন্ন বলতে এইটা শুধু হরর জনরার। হরর জনরায় শিফট হয়ে MCU তে এবার মৃতদেহকে দিয়ে জোকস মারানো হচ্ছে পুরোই Kanchana টাইপের স্টাফ।

Marvel: Werewolf by Night Bangla Review

ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ফিচার ফিল্মেও, বেডিদের সাথে আবার হিজড়া ক্যারেক্টারও জোগাড় করছে।

werewolf কে নিয়ে বানানো স্টাফে, তার চেয়ে বেশি ফোকাস দেওয়া হয় Elsa কে আবার ভিলেনও বেডি।

যেসব হান্টারদের আনা হয় হান্টে তাদের সবাইকেই elsa অনায়াসে একাই হারিয়ে দেয়।

তারপর মন্সটারকেও নিজের কথায় নাচায় আর werewolf কেও সিডিউস করে ফেলে।

mSheU তে বারবার এটা দেখানো হচ্ছে যে সবচেয়ে বড় সুপারপাওয়ার হচ্ছে মহিলা হওয়া ।

ফিচার ফিল্মটির মূল গল্প ব্লাডস্টোনকে নিয়ে একটা হান্ট হওয়ার কথা থাকলেও সিরিয়াসনেস ধরে রাখতে পারেনা।

হান্ট শুরু হওয়ার কিছুক্ষণের পরেই এটা পুরোপুরি আধাখেচা লাভ স্টোরিতে রূপ নেয় যার কোনো আগাগোড়া কিছুই নেই।

আর যেই মন্সটারকে হান্ট করতে পারলে ব্লাডস্টোনের মতো প্রাইজ দেওয়া হবে সেই মন্সটারকে একটা সিন বাদে ডেঞ্জারাস ডেয়ারিং কিছুই মনে হয়না। আগে যেমনটা বলছিলাম elsa তাকে নিজের কথায় নাচায়।

এইখানে মোটেও 40’s এর হরর মুভিকে ট্রিবিউট দেওয়া হয়নাই। এটা যে গোজামিল দিয়ে ভরা লো বাজেটের একটা চিপ প্রোজেক্ট ।

সেটা লুকাতেই ব্ল্যাক এন্ড হোয়াইটে শ্যুট করা হয়েছে। werewolf এর ট্রান্সফরমেশনই দেখানো হয়না ঠিকমতো।

এখানে শুধু নামে ভায়োলেন্স আছে, কিছুই ঠিকমতো দেখানো হয়না। elsa একজনের হাত কেটে আলাদা করে ফেলে অথচ এক ফোটা রক্তও পড়েনা আর কাটা ঠিকমতো দেখানোও হয়না।

Marvel Studio: werewolf by night 2022 Bangla review
Marvel Studios: werewolf by night 2022 Bangla review Disney plus show

আর যেসব জায়গায় রক্তারক্তি হয় সেগুলোকেও বিন্দুমাত্র ভায়োলেন্ট মনে হয়না কালারের কারণে।

একশন সিনগুলোর কথা কি বলবো! নেটফ্লিক্সের কল্যাণে মারভেলের একটা রিমার্কেবল একশন সিন ক্রিয়েটেড হয়েছিল এখন MCU তে সেটা চিপড়ানি দিতে দিতে নষ্ট করে ফেলতেছে।

আগে একদিন সি-হাল্কে সিরিজের ফিনালেতে করলো এখন আবার werewolf by night এও কাট পেস্ট। করছে কিন্তু একশনগুলো দেখালোই না ঠিকমতো।

MCU এর হিসেবে, ভিন্নকিছুর চেষ্টা করছে এইটা ঠিক। কিন্তু ওভারল এইটা নতুন কিছুনা।

অতীতে এমন অনেক মুভি তৈরি হয়েছে এখন MCU তাদের কপি করতেছে কারণ তাদের নিজস্বতা নেই কোনো।

সবমিলিয়ে প্রচুর হতাশ হলাম। এখানে দোষ আমার নিজেরই যে MCU ফ্যানদের বায়াসড রিভিউয়ে বিশ্বাস রেখেছি আবারো।

তাই যারা দেখেননি তাদের অনুরোধ করবো এমন বাজে জিনিস দেখে আমার মতো সময় নষ্ট করে ভুক্তভোগী হয়েন না।

ওয়্যার উলফ বাই নাইট রিভিউ লিংক
ওয়্যার উলফ বাই নাইট রিভিউ লিংক

Download Disney Plus: Marvel Werewolf by Night (2022) WEB-DL 720p HD & 340MB GDrive Mega Link

Werewolf by Night 720p 10-Bit HEVC Google Drive Link

Werewolf by Night (2022) Synopsis

Werewolf by Night (2022) WEB-DL 720p HD 433MB Review Link

On a dark and somber night, a secret cabal of monster hunters emerge from the shadows and gather at the foreboding Bloodstone Temple following the death of their leader.

In a strange and macabre memorial to the leader’s life, the attendees are thrust into a mysterious and deadly competition for a powerful relic—a hunt that will ultimately bring them face to face with a dangerous monster.

Original title: Werewolf by Night

Werewolf by Night (2022) Google drive Download Link

DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Total Views: 924

Scroll to Top