তার হেমার ভেঙে যাওয়ার পর হয়তো সে জানতোই না সেটা আবার ঠিক হবে even সে কিন্তু এটাও জানতো না যে তার ওই হেমার কখনো কেও ভেঙ্গে ফেলতে পারবে।) Thor এর সাথে দেখা করতে আসবে Jane Foster মানে Thor এর Ex Girlfriend আর সেখানে হাজির হবে Gorr :the God Butcher। Gorr তো God killer (জানেন হয়তো অনেকেই, আর যারা জানেন না আমি ২ দিন আগে গ্রুপেই পোস্ট করেছিলাম Gorr এর Lifestory নিয়ে বা আমার প্রোফাইলেও পোস্ট করা আছে দেখে নিতে পারেন)
Thor ও কিন্তু Unworthy হবার পর নিজেকে সেক্রিফাইজ করেই আবার Worthy হয় আর Jane ফস্তের হয়তো এভাবেই Worthy হবে ।) আর তখন সেই ভাঙ্গা হেমার আবার একত্র হয়ে যাবে আর আমরা পাবো মিয়োনিরের জন্য পাবো নতুন Thor যাকে ভবিষ্যতে Mighty Thor বা Leady Thor বলা হবে। যারা কমিক’স পড়েন তারা হয়তো জানেন। 🖤🖤
তাহলে কি Thor: Love and Thunder মুভিতে Thor কি পেতে যাচ্ছে Odin-Force? 😇😇
এখন আপনার অনেকই হয়তো যানেন আবার অনেকেই জানেন না So যারা জানেন না Odin-Force কি Let me explain 🥰
Odin হচ্ছে Thor আর Helar বাবা। অনেকেই কিন্তু মনে করেন Loki, Thor ভাই । না Loki আর Thor ভাই না তাদের মধ্যে রক্তের কোন সম্পর্ক নেই। (আমি স্টোরি টা ছোট করে বলে দিচ্ছি । Frost Giants নামে একধরনের বরফের দৈত্য আছে। আর তাদের যে লিডার আছে Laufey তার ছেল হচ্ছে Loki । Loki তার জন্মের সময় খুব ছোট আর খুব দূর্বল হয়ে জন্ম নিয়েছিলো তাই Laufey তাকে ফেলেদিয়েছিলো আর সেই হচ্ছে Loki।) তো main story তে আসি।
Odin কে আপনারাতো জানেন। Odin এর 2জন ভাই ছিলো নাম হচ্ছে Vili and Vi. Odin আর তার দুই ভাই একদিন Frost Giants দের সাথে যুদ্ধ করছিলো আর আর সেই যুদ্ধে তারা Frost Giants দের হরিয়ে দেয় কিন্তু তারা শুনতে পায় Surtur সম্পুর্ন Nine Realms কে ধ্বংস করতে যাচ্ছে।
(Nime Realms হচ্ছে Midgard, Asgard, Jotunheim,Svartalfheim,Vanaheim,Muspelheim,Niflheim, Nidavellir, Alfheim আমি শুধু নাম বলে দিলাম Ditels এ বললাম না ) (এখন surtur কে বলে দিচ্ছি Thor: Ragnarok মুভিতে একটা monster ছিলো মনে আছে যে hela কে মেরে ফেলেছিল।
 |
থর লাভ এন্ড থান্ডার মুভি (image credit: Marvel Studios) |
Thor: Ragnarok মুভিতে তো Surtur শুধু Asgard কে ধ্বংস করেছিলো আর কমিক’স এ তো Nine Realms কেই ধ্বংস করতে চেয়েছিল 🥵🥵 কতোটা OverPower ছিলো সে) তো Odin আর তার দুই ভাই Vili আর vi surtur কে মারতে চেয়েছিলো তা আর পারেনি আর সেখানে Vili আর Vi মারা যায় কিন্তু vili আর vi তাদের মারা যাওয়ার পর তাদের সব Power চলে আসে Odin এর কাছে।
মানে Thor এর বাবার কাছে। আর সেই Power কেই বলা হয় Odin-Force। আর তার সেই Force এতটা পাওয়ারফুল ছিলো বলছি। সে একটা Galaxy সহজে বানাতেও পারতো আবার সহজে অন্য Galaxy ধ্বংসও করে দিতে পারতো 🥵🥵। (comic’s এ Odin একবার Galaxy বানিয়েওছিলো আবার ধ্বংসও করেছিলো।) Odin তার আকারের পরিবর্তনও করতে পারে মানে ছোটও করতে পারে আবার বড়ও করতে পারে।সে Mind control করতে পারে যে কারো Mine পরতেও পারে।
যে কোন ধরনের Force সে সহজেই Absorb করতে পারতো। যে কোনধরনের মন্ত্র সে সহজেই use করতে পারতো মানে সে যেভাবে থরের হাতুড়ির এর উপর মন্ত্র প্রয়োগ করেছিলো যে Unworthy কেও সেটা তুলতে পারবে না odin , Thanos কে easily Defeat করতে পারতো আর Odin মারা যাওয়ার পর এই সব ability পাবে তার সন্তান আর সে হচ্ছে Thor।
( Comic’s 2টা টাইমলাইন ছিলো আর সেখানে Lokiও কিন্তু Odin force পেয়েছিল কিন্তু মুভিতে আর তা হবে না কারন Loki Odin এর আসল ছেলে না)
হয়তো আমারা Thor: Love and Thunder মুভিতে সেই Odin force দেখতে পারবো Thor এর মাঝে আর সেটাকে বলা হবে Thor-Force ( Thor শুধু Odin এর পাওয়ার না Vili আর Vi তাদের দুজনের পাওয়ারই পাবে) ।
কারন সেই মুভিতে Villain থাকবে এত পাওয়ারফুল আর তাহলে তো Thor কেও আরো পাওয়ারফুল বানানো দরকার।😊😊