কেমন হলো নেটফ্লিক্সের 13 Reasons Why এর সিজন ৩
মুক্তি পেল নেটফ্লিক্সের বহুল প্রত্যাশিত টিভি সিরিজ 13 Reasons Why ? এর সিজন ৩ এর অফিশিয়াল ট্রেইলার । যা গত সপ্তাহে নেটফ্লিক্সের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ।
![]() |
( Image Credit: Netflix/Youtube ) |
নেটফ্লিক্স কি ? বিনামুল্যে নেটফ্লিক্স । ও নেটফ্লিক্সের বিস্তারিত জানতে আমাদের পোস্টি পড়ুন ।
13 reasons why Season 3 Trailer Breakdown
গত বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে 13 reasons why? এর Season 3 অফিশিয়াল ট্রেইলার । ২০১৭ সালের মার্চে ১ম সিজন মুক্তি পাওয়ার পরেই সিরিজটি তরুণ-তরুণীদের মাঝে প্রচুর সাড়া ফেলে দেয়। সেই জনপ্রিয়তার কারনে ২০১৮ সালে সিজন ২ মুক্তি দেয় এর প্রযোজনা প্রতিষ্ঠান Netflix । কিন্তু বাজে গল্পের কারনে এই সিরিজের ভক্তদের মাঝে দ্বিতীয় সিজনটি আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
থার্টিন রিজন্স হোয়াই এর ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এবার সেই পুরনো সকল সমালোচনা ঝেরে ফেলে দিয়ে নতুন রুপে নতুন গল্পে Netflix নিয়ে আসছে এর ৩য় সিজন। এ বছরের আগস্টের ১ম দিনেই নেটফ্লিক্সের Youtube চ্যানেলে প্রকাশিত হয়, 13 reasons why? এর Season 3 অফিশিয়াল ট্রেইলার ।
অন্যদিকে নেটফ্লিক্সের আরেকটি সিরিজ Lost in Space সিরিজ এর দ্বিতীয় সিজন এর ট্রেইলার প্রকাশিত হয়েছে । এই সিরিজটির বিস্তারিত রিভিউ পড়ে নিন ।
ট্রেইলার অডিয়েন্স এংগেজমেন্ট এনালাইসিস:
# ট্রেইলার প্রথম প্রকাশিত হয় ১ই আগস্ট ২০১৯ এ ।
# ট্রেইলার ভিউস হয় = 8,013,329 views বা ৮ মিলিয়ন বার। ( ১০ আগস্ট ২০১৯ পর্যন্ত গণণা অনুযায়ী)।
# ট্রেইলারটি লাইক পেয়েছে ২ লক্ষ ৮৯ হাজার (ইউটিউব কাউন্ট)
# ট্রেইলারটি ডিসলাইক পেয়েছে ২৬ হাজার (ইউটিউব কাউন্ট)
# সিজন ৩ মুক্তির তারিখ ২৩ আগস্ট ২০১৯
13 Reasons Why ট্রেইলার রিভিউ
∆ এইবারের সিজন টা একদম ভিন্ন হতে চলছে ট্রেইলার দেখেই বুঝা যাচ্ছে।
∆ ট্রেইলারে Season 1 এর কাহিনীর মতোই অনেকটা Suspense আর Mystery এর দেখা পেলাম, যা সিজন ২ এ বিদ্যমান ছিল না।
∆ এই সিজনের মাধম্যে সেকেন্ড সিজনের নেগেটিভিটি ও ব্যর্থতা কেটে যাবে আশা করছি।
∆ যদি না তারা এই টিনেজ ফ্যাক্ট কেন্দ্র করে কাহিনী আরো বেশী লম্বা না করে, তবে এই সিজন ভালো হবে সিজন ১ এর মত।
![]() |
( Image Credit: Netflix/Youtube ) |
∆ সিজন ৩ ও যদি লম্বা করে সিজন দুইয়ের মত তাহলে এই সিজন ও সমালোচনার জন্ম দিবে।
সিজন ৩ হতে পারে 13 reasons why? এর শেষ সিজন
∆ যেহেতু শেষ সিজন আশা করি গল্প এবং এর প্লট সুন্দর হবে। আর যদি এটি শেষ সিজন না হয় তাহলে পরবর্তী সিজনের গল্প বোরিং এবং বিরক্তিকর হবে, এমনটা আশা করছে ক্রিটিক্সরা।
# শেষ খবর পাওয়া পর্যন্ত এই সিরিজ এবং স্ট্রেঞ্জার্স থিংস চতুর্থ সিজনের জন্য ফিরে আসছে netflix