The Mandalorian ‘sanctuary’ Episode 4 Review

The Mandalorian Sanctuary Episode 4 bangla Review - The Mandalorian ‘sanctuary’ Episode 4 Review

ম্যান্ডোলরিয়ান এপিসোড ৪ ব্রেকডাওন রিভিউ

গতকালকে প্রচারিত হলো স্টার ওয়ার্সের স্পিন অফ সিরিজ দ্যা ম্যান্ডোলরিয়ান এর চতুর্থ এপিসোড । যার নাম ‘Chapter 4: Sanctuary’ । ৪১ মিনিটের এপিসোডের শেষের ২০ মিনিট পুরোটা অ্যাকশনে ভরপুর ছিল ।

    The-Mandalorian-Sanctuary-Episode-4-bangla-Review
    ( Image Credit: Disney Plus/Lucasfilm )

     গত ২৯শে নভেম্বর ২০১৯ এ ডিজনি প্লাস স্ট্রিমিং সার্ভিস এর ওয়েব সিরিজ ম্যান্ডোলরিয়ান এর চতুর্থ পর্ব প্রচারিত হয়েছে । ম্যান্ডোলরিয়ান এর সম্পুর্ণ প্রচারের সময়সূচী জেনে নিতে দ্যা ম্যান্ডোলরিয়ান প্রচারের সময়সূচী পড়ে নিন।

    এই এপিসোড এ ম্যান্ডোলরিন কে দেখা যায় একটি অজানা গ্রহে । যেখানে সে একটি গ্রাম কে ডাকাতদের থেকে বাঁচাতে অজানা এক যোদ্ধার সাথে দলবদ্ধ হয় । এখন সে এই মিশনে সফল হবে নাকি ব্যার্থ সেটা তো এই রিভিউ পড়লেই জানা যাবে তাই না ? কি বলেন ?

    চ্যাপ্টার ৪ ডিরেক্ট করেছে Bryce Dallas Howard । এছাড়াও এই এপিসোড এর Writter ও Producer এর দায়িত্বে ছিল আইরন ম্যান সিনেমার পরিচালক ‘Jon Favreau’ ।

    The-Mandalorian-bangla-Sanctuary-Episode-4-Review
    ( Image Credit: Disney Plus/Lucasfilm )

    ম্যান্ডোলরিয়ান এপিসোড ৪ রিভিউ

    ∑‡ স্পইলার এলার্ট †⁺ The Mandalorian bangla 

    The-Mandalorian-Sanctuary-chapter-4-bangla-Review
    ( Image Credit: Disney Plus/Lucasfilm )

     episode 4: “Chapter 4: Sanctuary”

    Season Number: 1

    Episode no: 4

    Directed by: Bryce Dallas Howard

    Written by: Jon Favreau

    Produced by: Jon Favreau

    Cinematography: Baz Idoine

    Editing by: Dana E. Glauberman

    Original Aired Date: November 29, 2019

    Running time: 39 minutes

    Co-starring: Gina Carano , Pedro Pascal , Julia Jones

    Language: English

    Series Network: ‘Disney Plus’ Streaming Service 

    Mandalorian-Sanctuary-Episode-4-lootera-scene-review
    ( Image Credit: Disney Plus/Lucasfilm )

    The Mandalorian Episode 3 Breakdown Review

    এপিসোড এর শুরুতেই দেখা যায় ‘Sorgan’ নামক গ্রহে । একটি গ্রামে একদল ডাকাত দল গ্রামে লুটপাট করছে । সেই গ্রামের সর্দার ‘ওমেরা’ ও তার মেয়ে লুটেরা দলের সম্মুখে পড়ে যায় । তবে ‘Omera’ এর বুদ্ধিবলে সে নিজে ও তার মেয়ে বেচে যায় ।

    The-Mandalorian-Sanctuary-sorgan-planet-village-were-looting
    ( Image Credit: Disney Plus/Lucasfilm )

    সোরগান নামক বনজংগলেপূর্ণ একটি গ্রহে যায় ম্যান্ডোলরিয়ান ও ‘বেবি ইয়োডা’ । সেখানে গিয়ে একটি খাবার দোকানে যায় । ‘বেবি জেডাই’ কে স্যুপ খেতে দেয় মান্ডো। কিন্তু তখনি সে লক্ষ করে দোকানে থাকা সন্দেহজনক একজন বের হয়ে গেছে । মান্ডোলরিন তার পিছু নেয় । দোকানের বাইরে সেই ব্যাক্তির সাথে লড়াই হয় । যে কিনা একজন ‘এক্সইম্পেরিয়াল শক ট্রুপার্স’ ছিল ।

    The-Mandalorian-Sanctuary-chapter-4-cara-dune-mando-fight
    ( Image Credit: Disney Plus/Lucasfilm )

    মান্ডো সেই মেয়ে যোদ্ধা যার নাম ‘Cara Dune’ ছিল তার সাথে লড়াই করে । যদিও এই লড়াইয়ে মান্ডো তেমন পেড়ে উঠে না তার সাথে। তবে লড়াই চালিয়ে যায় । তাদের দুজনের লড়াইয়ের এক পর্যায়ে সেখানে ‘বেবি জেডাই’ স্যুপ খেতে খেতে চলে আসে । পরে তারা তিনজনে দোকানের ভিতরে খেতে যায় ।

    The-Mandalorian-Sanctuary-chapter-4-baby-jedi-soup-eating
    ( Image Credit: Disney Plus/Lucasfilm )

    সেখানে তারা আলাপ আলোচনা করে ঠিক করে যে, ম্যান্ডোলরিন এই গ্রহ থেকে চলে যাবে । যেহেতু ‘Cara Dune’ এই গ্রহে আগে এসেছে তাই সে নিজে এই গ্রহে থাকবে এবং ম্যান্ডোলরিন কে চলে যেতে হবে । যদি না তারা দ্বিতীয়বার লড়াই করতে না চায় । ম্যান্ডোলরিন তার স্পেসশিপের কাছে চলে যায়, কিছু যান্ত্রিক ক্রুটি ঠিক করতে ।

    The-Mandalorian-Sanctuary-baby-jedi-cara-dune-mando-chatting
    ( Image Credit: Disney Plus/Lucasfilm )

    তখন সেই গ্রহের একটি গ্রামের বাসিন্দা আসে । মান্ডালোরিয়ানের কাছে সাহায্য চাইতে । এক দল ডাকাত দলের হাত থেকে তাদের গ্রামকে রক্ষা করতে হবে ও ডাকাত দলকে সেখান থেকে তাড়িয়ে দিতে হবে । বিনিময়ে গ্রামবাসী মান্ডালোরিন কে টাকা দিবে । প্রথমে রাজী না হলেও পরবর্তীতে সে রাজী হয় । গ্রামবাসীর সাথে যাওয়ার আগে ‘মান্ডো’ ঠিক করে আরো এক সহযোদ্ধা সংগে করে নিয়ে যাবে । এ কারনে ‘কারা ডুন’ কে সাথে নিয়ে যায় সেই গ্রামে ।

    Sanctuary-baby-jedi-cara-dune-Mandalorian-arrived-on-the-village
    ( Image Credit: Disney Plus/Lucasfilm )

    গ্রামে গিয়ে ‘Omera নামক মহিলার’ সাথে তাদের কথা হয় । ‘ওমেরা’ তাদেরকে খাবার পরিবেশন করে । যদিও ‘মান্ডো’ তাদের সামনে খেতে অস্বীকার করে । যেহেতু খেতে হলে তাকে হেলমেট খুলতে হবে । ছোটবেলা থেকে ‘মান্ডোর’ চেহারা কেও দেখেনি । কারন মান্ডালোরিয়ানদের চেহারা কেউ দেখে ফেললে, সে আর তার হেলমেট পড়তে পারে না । সবাই ঘর থেকে চলে গেলে ‘মান্ডো’ মাথার হেলমেট খুলে খাবার খেতে বসে ।

    খাবার খাওয়া শেষ করে ‘Cara Dune’ ও মান্ডালোরিন জংগলের দিকে যায় ওই ডাকাতদলের পিছু নিয়ে তাদের সম্পর্কে জানতে । জংগলের ভিতরে গিয়ে তারা একাধিক লুটেরার সম্পর্কে অবগত হয় । সামনে এগিয়ে গেলে তারা ইম্পেরিয়াল সৈন্যদের ব্যবহিত একটি অস্ত্র যার নাম ‘AT-ST’ যেটি প্রচুর গোলাবারুদ সম্পুর্ণ একটি ছোট ওয়াকিং আর্মর । এটি দেখে ‘Cara Dune’ ও মান্ডালোরিন দুজনে গ্রামে ফিরে যায় । সেখানে থাকা গ্রামের সকল সদস্যদের উদ্দেশ্যে তারা বলে যে, ‘এই গ্রাম ছেড়ে দিতে হবে’ । ওই লুটেরা দলের কাছে ভারী অস্ত্রসজ্জিত দল আছে । যে কারনে তাদের দুজনের পক্ষে ওই লুটের দলের সাথে লড়াই করা মুশকিল ।

    The-Mandalorian-Sanctuary-chapter-4-cara-dune-mando-explaining-villagers
    ( Image Credit: Disney Plus/Lucasfilm )

    কিন্তু গ্রামবাসী এই গ্রাম ছেড়ে চলে যেতে অস্বীকার জানায় । গ্রামবাসীর মতে তাদের বাপ-দাদার ভিটামাটি ছেড়ে অন্য কোথাও যাবে না তারা । উপায়ন্তর না দেখে Cara Dune ও ‘মান্ডালোরিন’ ঠিক করে যে তারা লড়বে । তবে এর জন্য গ্রামবাসীর সাহায্য দরকার পড়বে । গ্রামবাসী এতে রাজী হলে দুজনে মিলে গ্রাম বাসীদের কে প্রশিক্ষণ দেওয়া শুরু করে । তারা গ্রামবাসীর সহযোগিতায় ‘AT-ST’ এর সাথে লড়াইয়ের জন্য পরিকল্পনা করে ও লুটেরা দলের জন্য ষড়যন্ত্রের জাল বিছায় ।

    ট্রেইনিং শেষ হলে ‘Omera’ কে ডেকে মান্ডালোরিন বলে সুর্য ডুবলে তারা জংগলের ভিতর রওনা দিবে । যখন ফিরব তখন তোমাদের কে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে । এই বলে দুজনে মিলে জংগলের ভিতর রওনা দেয় । জংগলের ভিতর গিয়ে ডাকাত দলের আড্ডা খানায় গিয়ে বিস্ফোরণ দিয়ে ডাকাত দলের গোপন আস্তানা উড়িয়ে দেয় । তখন ডাকাতদল AT-ST নিয়ে তাদের পিছু নেয় । ‘Cara Dune’ ও ‘মান্ডালোরিন’ দৌড়ে গ্রামে ঢুকে যায় এবং তাদের পরিকল্পনা মাফিক গ্রামবাসী নিজ নিজ অবস্থানরত থাকে ।

    কিছু পরেই ডাকাতদল নিজেদের সৈন্য ও AT-ST নিয়ে গ্রামে হামলা করে । গ্রামবাসী, ‘মান্ডালোরিন’ ও ‘Cara Dune’ সবাই মিলে যুদ্ধ করে । অনেকক্ষণ লড়াই করার পরে তারা AT-ST ধ্বংস করতে সফল হয় । এতে ডাকাতদল ভয় পেয়ে নিজেদের সৈন্য নিয়ে পালিয়ে যায় ।

    এই প্রথমবার গ্রামবাসী লড়াই করল ও সেই যুদ্ধে জয়ী হলো । পরেরদিন সকালে মান্ডালোরিন ও Cara Dune আলাপ আলোচনার মাঝে ‘Cara Dune’ বলে যে ‘মান্ডা’ তোমার উচিত এখানে থেকে যাওয়া । ওমেরার সাথে তোমাকে ভালো মানাবে । মান্ডালোরিন উত্তরে বলে, ‘বাচ্চাটি এখানে সুখে থাকবে শান্তিতে বসবাস করতে পারবে । আমার সাথে থাকলে ওর জীবনে কোন উন্নতি হবে না ।

    পরে “মান্ডালোরিন” গ্রামের সর্দার ওমেরার সাথে কথা বলে ঠিক করে যে সে ‘বেবি জেডাই’ কে ওমেরা ও তাদের গ্রামের বাচ্চাদের কাছে রেখে যাবে । এতে Omera খুশি হয়, সাথে মান্ডো কেও থেকে যেতে বলে । কিন্তু মান্ডো থাকবেনা বলে জানায়, ‘কারন এতে করে গ্রামে অন্য বিপদ আসতে পারে । যেহেতু ‘বেবি ইয়োডা’ ও “মান্ডালোরিন” এর নিজের অনেক শত্রু আছে ।’

    The-Mandalorian-Sanctuary-bangla-Review-omera-mandalorian-romance
    ( Image Credit: Disney Plus/Lucasfilm )

    যখন মান্ডো এবং ওমেরা এই নিয়ে কথা বলছিল তখন বনের মধ্যে একজন ট্রাকিং ফোভ নিয়ে গ্রামের দিকে আসছিল । এক পর্যায়ে সেই বাউন্টি হান্টার ‘Baby Jedi’ কে গুলির নিশানা করে গুলি করতে যায় । তখন ‘Cara Dune’ সেই হান্টার কে পিছন থেকে গুলি করে হত্যা করে । গুলির শব্দ পেয়ে মান্ডো বনের দিকে এবং ওমেরা বাচ্চাদের নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যায় ।

    বনে গিয়ে মান্ডো দেখে এক হান্টার গুলি খেয়ে মরে রয়েছে । তার কাছে থাকা ট্র‍্যাকিং ফোভ লাথি দিয়ে ভেংগে ফেলে । ‘Cara Dune’ বলে ভবিষ্যৎ এ হয়ত আরো বাউন্টি হান্টার আসবে । বাচ্চাটি এখানে নিরাপদ নয় । মান্ডো বলে সেজন্য আমি ওকে আমার সাথে নিয়ে যাবো । ‘বেবি জেডাই’ আমার সাথে থাকলে ‘Baby Yoda’ নিরাপদে থাকবে ।

    The-Mandalorian-Sanctuary-episode-baby-jedi-mandalorian-leaving-the-village
    ( Image Credit: Disney Plus/Lucasfilm )

    গ্রামে গিয়ে “Cara Dune” ও গ্রামবাসী হতে বিদায় নেয় ‘মান্ডালোরিন’ ও বেবি জেডাই। এর পর তারা সেখান থেকে চলে যায় । তাদের পরবর্তী ভ্রমণে ।

    ম্যান্ডোলরিয়ান ট্রেইলার ব্রেকডাওন রিভিউ

    Star Wars: দ্যা মান্ডালরিয়ান সিজন ১ ট্রেইলার ব্রেকডাওন রিভিউ পড়ুন এই লিংক থেকে ।

    ( Image Credit: Disney Plus/Lucasfilm )

    DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
    I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

    Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Total Views: 91

    Scroll to Top