বহুবছর আগেকার কথা। একসময় পৃথিবী ছিল অবাক ও বিস্ময়ে ভরপুর। এই পৃথিবী চালিত হত জাদুশক্তির মাধ্যমে। মানুষ একে অন্য কে জাদুশক্তির মাধ্যমে সাহায্য করত। কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি হতে থাকে । আর মানুষ ভুলতে থাকে সেইসব পুরনো জাদুবিদ্যা ।
কিন্তু তবুও কি এত পুরনো জাদুবিদ্যা খুব সহজে পৃথিবী থেকে বিলীন হয়ে যাওয়া সম্ভব হবে ? এই নিয়েই এই পুরো সিনেমাটি ।
‘Onward’ Movie Review Box Office Collection Report
![]() |
( image credit: Disney/Pixar ) |
Onward মুভি বক্স অফিস কালেকশন
কোভিড-১৯ বা করোনাভাইরাস এর কারনে সিনেমাটি বক্স অফিস কালেকশনে খুবই বাজে পারফরমেন্স করেছে । বলা যায় ডিজনি পিক্সার্সের মুক্তিপ্রাপ্ত যেকোন সিনেমার চেয়ে সবচেয়ে কম উপার্জিত সিনেমা হলো এই ‘ওনওয়ার্ড’ মুভিটি । তবে ফেব্রুয়ারি ও মার্চে মুক্তিপ্রাপ্ত প্রায় সকল সিনেমাই বক্স অফিসে আন্ডারপারফর্মান্স করেছে।
Onward মুভি বক্স অফিস কালেকশনে মাত্র $১০৪ মিলিয়ন ডলার আয় করেছে । Onward ডিজনি এর তৈরি গত দুই বছরে সবচেয়ে কম আয়কৃত সিনেমা । কিন্তু এর পরেও গত বছরে মুক্তিপ্রাপ্ত ফ্রোজেন এর সিক্যুয়েল ফ্রোজেন ২ বক্স অফিস কালেকশনে $১ বিলিয়ন ডলার আয় করেছে ।
অন্যদিকে ডিজনির লুকাসফিল্ম স্টুডিও এর স্টার ওয়ার্সের নবম সিনেমা রাইজ অফ স্কাইওয়াকার বক্স অফিস কালেকশনে অন্যান্য স্টার ওয়্যার্সের সিনেমা থেকে কিছুটা কম আয় করেছিল ।
অন্যদিকে করোনাভাইরাস এর কারনে মার্বেল স্টুডিও এর ব্লাক উইডো সিনেমার মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে । Black Widow মুভিটি আগামী মে মাসের শুরুতে মুক্তি পাওয়ার কথা ছিল ।
ওনওয়ার্ড মুভি রিভিউ
নো স্পইলার 😀
অজানা এক গ্রামে একটা সুন্দর বাড়িতে মা, বড় ভাই Barley(বার্লি) এবং তার সৎবাবা কে নিয়ে বাস করে এক শান্তশিষ্ট নিরীহ ছেলে Ian (ইয়ান)। ইয়ানের বাবা মারা গেছে কয়েক বছর হলো ।
ইয়ান সব সময়ই নিজের বাবাকে খুব মিস করে। মন খারাপ করে। যেদিন ইয়ান ষোলো বছরে পা দেয় , সেদিন তার মা স্টোর রুম থেকে একটা কাপড়ে মোড়ানো জাদুদণ্ড বের করে আনে । যে কাপড়টা কিনা দেখতে আজব উদ্ভট টাইপের ছিল ।
তার মা জানায় যে এটা তাদের বাবার দেওয়া তাদের জন্য জন্মদিনের উপহার । যখন Ian আর Barley দুজনেই ষোলো বছর পেরিয়ে যাবে । তখনই যেন তাদের কে এই উপহারের ব্যাপারে জানানো হয় । ও তাদের কে যেন এটি দিয়ে দেওয়া হয় ।
যে কাপড়ের মধ্যে জাদুদণ্ড টা মোড়ানো ছিল সেই কাপড়ের ভাঁজে, একটি কাগজ ছিল । সেই কাগজে কিছু লেখা এবং ছবি আকা ছিল । যেটা দেখে তারা বুঝে যে এর সাথে জাদুকরী ব্যাপার স্যাপার রয়েছে ।
সেই কাগজ পড়ে তারা দুই ভাই বুঝতে পারে যে আবার তাদের বাবাকে জাদু বলে সাময়িকভাবে হলেও ফিরিয়ে আনা সম্ভব হবে। ইয়ানের বড় ভাই প্রচণ্ড উত্তেজিত হয়ে কাগজের মন্ত্রগুলো পড়ে কিন্তু কিছুতেই কিছু হয় না। তার পড়া মন্ত্রগুলি কাজ হয় না ।
তাই ছোটভাই Ian ঠিক করে সে নিজেই মন্ত্র পড়বে । যখনি ইয়ান মন্ত্র পড়া শুরু করে তখনই ওদের বাবার শরীর তৈরি হতে থাকে। কিন্তু ঘটনাক্রমে তার সেই প্রচেষ্টা ব্যর্থ হয় । দুই ভাই দেখতে পায় যে তাদের বাবার শরীরের অর্ধেক অংশই শুধু তৈরি হয়েছে।
এখন কি হবে? Ian আর Barley কি কখনও তাদের বাবা কে পুরোপুরি দেখতে পাবে? বাবা কে সাময়িক ভাবে হলেও এই ফিরে পাওয়ার জন্য কোন্ দুঃসাহসিক অভিযানের সম্মুখীন হতে হবে এই দুই ভাই কে? জানতে হলে আপনাকে দেখতেই হবে Onward Movie । বর্তমানে ডিজনি প্লাস স্ট্রিমিং সার্ভিসে দেখা ও স্ট্রিমিং করা যাচ্ছে ওনওয়ার্ড মুভিটি ।
ডিজনি পিক্সারের অনেক মুভিই দেখেছি । তবে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে, পিক্সারের মুভিগুলোর মধ্যে আমার সবথেকে পছন্দের কোনটা? তাহলে আমি একসঙ্গে Brave আর Onward এর নামই বলবো।
Brave সিনেমায় মায়ের সাথে সন্তানের bonding দেখানো হয়েছে আবার Onward সিনেমায় বাবার সাথে সন্তানের। দুটোর জায়গা ই আমার কাছে দুইরকম সেরা।
তবে আপনি যদি একজন MCU ভক্ত হন তাহলে , মুভিটা দেখার জন্য ভীষণ excited হবেন । কারণ এই মুভির প্রধান চরিত্র দুটো মানে Ian আর Barley এর ভয়েস দিয়েছেন যথাক্রমে স্পাইডারম্যান খ্যাত Tom Holland এবং #GOTG বা গার্ডিয়ান অফ দ্যা গ্যালাক্সির স্টারলর্ড খ্যাত Chris Pratt । তাই দেরি না করে দেখে ফেলুন ওনওয়ার্ড সিনেমাটি । যেটি বর্তমানে Disney Plus Streaming Service এ স্ট্রিম করা যাচ্ছে ।
সেই সাথে ডিজনি প্লাসের জনপ্রিয় সিরিজ ম্যান্ডোলরিয়ান এর দ্বিতীয় সিজনের ঘোষণা দেওয়া হয়েছে ।
যেদিন মুক্তি পাচ্ছে ওনওয়ার্ড সিনেমাটি
Onward মুভি ২১শে ফেব্রুয়ারি ৭০তম বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এ প্রিমিয়ার হয় । অন্যদিকে মার্চের ৬ তারিখে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে মুক্তি পায় ওনওয়ার্ড সিনেমাটি ।
এক নজরে ওনওয়ার্ড সিনেমা
Movie name : Onward
Genre : Animation, Comedy, Adventure, Family, Fantasy
Runtime : 102 minutes
Rotten Tomato rating : 87
IMDB rating : 7. 5
Personal rating : 10
Year : March 6, 2020
Country : United States
Language : English
Director : Dan Scanlon
Budget: $175–200 million
Box office: $104 million
Producer: Kori Rae
ওনওয়ার্ড মুভি ট্রেইলার ব্রেকডাওন রিভিউ
Onward Teaser Trailer Review
২০১৯ এর মে মাসে প্রথম ওনওয়ার্ড সিনেমার প্রথন টিজার মুক্তির পরে এর সকল পিক্সার স্টুডিওস এর ফ্যানদের মাঝে তুমুল সাড়া ফেলে দেয় ।
![]() |
( image credit: Disney/Pixar ) |
Onward Teaser Trailer Summary
∆ প্রথম টিজার প্রকাশিত হয় May 30, 2019 এ ।
∆ প্রথম টিজারের লাইক সংখ্যা ২ লাখ ১৮ হাজার ।
∆ প্রথম টিজারের ডিসলাইক সংখ্যা প্রায় ৮ হাজার ।
∆ প্রথম টিজারের ভিওস ছিল প্রায় ৮ মিলিয়ন বার। (শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে)
∆ প্রথম টিজারের সময়কাল ছিল ১ মিনিট ৪৪ সেকেন্ড ।
প্রথম টিজারে সিনেমার বিষয়বস্তু বিস্তারিত প্রকাশ করা হয়নি ।
ওনওয়ার্ড মুভি ট্রেইলার রিভিউ
ট্রেইলারের অনেক অংশ প্রথম টিজার থেকে নেওয়া । এই ট্রেইলারেই প্রথম সিনেমার প্লট প্রকাশ করা হয় ।
![]() |
( image credit: Disney/Pixar ) |
Onward Trailer Summary
∆ প্রথম ট্রেইলার প্রকাশিত হয়েছে অক্টোবর ১০ ২০১৯ এ ।
∆ প্রথম ট্রেইলারের লাইক সংখ্যা ১ লাখ ১২ হাজার ।
∆ প্রথম ট্রেইলারের ডিসলাইক সংখ্যা প্রায় ৮ হাজার ।
∆ প্রথম ট্রেইলারের ভিওস মাত্র ১০ মিলিয়ন বার । ( শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে )
∆ প্রথম ট্রেইলারের ব্যাপ্তিকাল ছিল ২ মিনিট ২৮ সেকেন্ড ।
‘Onward’ Movie final trailer
![]() |
( image credit: Disney/Pixar ) |
onward movie Trailer Summary
∆ ফাইনাল ট্রেইলার প্রকাশিত হয়েছে ১৭ই ডিসেম্বর ২০১৯ এ ।
∆ ফাইনাল ট্রেইলারের লাইক সংখ্যা মাত্র ৩৯ হাজার ।
∆ ফাইনাল ট্রেইলারের ডিসলাইক সংখ্যা প্রায় ২ হাজার ।
∆ ফাইনাল ট্রেইলারের ভিওস মাত্র ৪ মিলিয়ন বার । ( শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে )
∆ ফাইনাল ট্রেইলারের ব্যাপ্তিকাল ছিল ২ মিনিট ২৫ সেকেন্ড ।
ফাইনাল ট্রেইলার প্রকাশের পরে অনেকটা সমালোচনার শিকার হয় ওনওয়ার্ড সিনেমাটি । বিশেষ করে এখানে মেয়ে সমকামীতা নিয়ে আসায় অনেক সিনেমা বোদ্ধাদের মতে এই দৃশ্যগুলির কারনে শিশুদের মনে বিরুপ প্রভাব ফেলতে পারে ।
যদিও এর আগে ব্যাটওম্যান টিভি সিরিজে মেয়ে সমকামীতা প্রদর্শন করায় তা সমালোচনার সম্মুখীন হয় ।
তবে গত ফেব্রুয়ারি মাসে ভারতে ছেলে সমকামী নিয়ে সিনেমা Shubh Mangal Zyada Saavdhan মুভি ট্রেইলার মুক্তির পরেও একই সমালোচনা তৈরি হয়েছিল ।
সমকামীতা প্রচারের কারনে Onward সিনেমাটি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয়েছে । অন্যদিকে রাশিয়ায় এই সিনেমার কয়েকটি ডায়ালগ কে সেন্সর করা হয়েছে ।
আমাদের War Movie Trailer Breakdown Review পড়ে নিন ।
Onward Movie বক্স অফিস কালেকশন রিপোর্ট
১৯ শে মার্চ তারিখ পর্যন্ত
# ডমেস্টিক :- $61.6 Million Dollar
★ ওভারসীস :- $42.5 Million Dollar
★ টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রোস:- $104 Miillion Dollar
★ মুভি বাজেট:- $175–200 Miillion Dollar
কোভিড-১৯ বা করোনাভাইরাস এর কারনে সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয় ।
ডিজনি এর আরেকটি জাদুমন্ত্রের আদলে তৈরি ম্যালিফেসেন্ট: মিসট্রেস অফ এভিল মুভি রিভিউ পড়ে নিতে পারেন ।