প্রথমেই বলে নেই স্পইলার এলার্ট আছে।
#spoileralert
Plot:
এই পৃথিবীতে সবকিছুর ভেতরই আত্মা আছে। মানুষ, পশুপাখি, পোকামাকড় এমনকি গাছপালারও আত্মা আছে।
তবে সব আত্মাই ভালো না। ভালো আত্মা সবাইকে রক্ষা করে, আর খারাপ আত্মা রোগব্যাধি, দুর্যোগের সৃষ্টি করে। এমনটাই বিশ্বাস করে থাইল্যান্ডের আইজান গ্রামের লোকজন।
Movie: The Medium
Genre: Horror, Mockumentary
Imdb: 6.6/10
Country : Thailand, South Korea
গল্পের শুরুতে দেখা যায় ডকুমেন্টারি ফিল্ম তৈরীর এক টিম আইজান গ্রামে এসে নিম নামের এক ওঝার ইন্টারভিউ নিচ্ছে। নিমকে গ্রামের লোকজন বায়ান নামের এক দেবীর অবতার হিসেবে বিশ্বাস করে। বংশ পরম্পরায় নিম এই ক্ষমতা লাভ করেছে।
এই ডকুমেন্টারি তৈরীর মধ্যেই নিম খবর পায় তার বড় বোন নই এর স্বামী মারা গিয়েছে এবং নিম সেখানে যায় ডকুমেন্টারি টিমের সাথে। সবকিছুই ঠিকঠাক চলছিলো। কিন্তু হঠাৎ নিমের বোনের মেয়ে মিন্ক অস্বাভাবিক আচরণ শুরু করে।
ওইদিন কেউ মিন্ক এর ব্যবহারকে গুরুত্ব না দিলেও পরবর্তীতে মিন্ক এর অস্বাভাবিকতা বাড়তেই থাকে। সে কখনো বাচ্চাদের মতো আবার কখনো বুড়োদের মতো আচরণ করতে থাকে।
প্রথমে সবাই মনে করে নিমের পর বায়ান দেবী তার অবতার হিসেবে মিন্ক কে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কারণ নিম যখন বায়ানের অবতার হয়েছিলো,তখন প্রথম প্রথম তার মধ্যেও এ ধরনের অস্বাভাবিকতা দেখা দিয়েছিলো।
কিন্তু আস্তে আস্তে সবাই বুঝতে পারে যে মিন্কের এই ধরনের ব্যবহারে বায়ান দেবীর কেনো হাত নেই!! তাহলে??
মিন্ক কেন এমন করছে?? সে কি মানসিক ভাবে অসুস্থ নাকি সত্যিই তার উপর কিছু ভর করেছে??
দেখতে পারেন এই দারুণ হরর মুভিটি। প্রথম ৩০/৪০ মিনিট একটু স্লো লাগতে পারে, কিন্তু পরবর্তী সময়গুলো সেটা পুষিয়ে দিয়েছে।
বেশ কিছু ক্রিপি সিন আছে, যেহেতু হরর মুভি। আর কিছু ১৮+ কন্টেন্ট আছে। সুতরাং ফ্যামিলির সাথে না দেখাই উচিত।
Post Tag: