ম্যান্ডোলরিয়ান ট্রেইলার ব্রিভিউ – mandalorian trailer breakdown

mandalorian character poster disney plus 01 - ম্যান্ডোলরিয়ান ট্রেইলার ব্রিভিউ - mandalorian trailer breakdown

স্টার ওয়ার্স: ম্যান্ডোলরিয়ান ট্রেইলার ব্রেকডাওন রিভিউ

স্টার ওয়ার্স ইউনিভার্স এর প্রথম লাইভ অ্যাকশন টিভি সিরিজ ম্যান্ডোলরিয়ান আগামী ১২ নভেম্বর প্রচারিত হতে যাচ্ছে ডিজনি এর স্ট্রিমিং সার্ভিস ডিজনি+ অ্যাপে ।

 ম্যান্ডোলরিয়ান কে নিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্টার ওয়ার্স ফ্যানদের মাঝে আরো এক্সাইটমেন্ট ছড়িয়ে দিতে এসে গেল ম্যান্ডোলরিয়ান এর প্রথম পোস্টার এবং ট্রেইলার ।

The Mandalorian Trailer Breakdown Review

 

আজকে ডিজনি+ অ্যাপের নতুন টিভি সিরিজ ম্যান্ডোলরিয়ান এর ট্রেইলার ব্রেকডাওন করব । ম্যান্ডোলরিয়ান কে বা কি? ম্যান্ডোলরিয়ান হল স্টার ওয়ার্স franchise এর একটি জনপ্রিয় গানফাইটার বা বন্দুকধারী যোদ্ধা । 

স্টার ওয়ার্স এর টাইমলাইন হিসেবে বলা হয়েছে যে, Star Wars: Return of the Jedi ইভেন্ট এর থেকে পাচ বছর পরে ম্যান্ডোলরিয়ান সিরিজের গল্প শুরু হয়েছে ।

 

তার মানে Star Wars: The Force Awakens ইভেন্ট থেকে প্রায় ২৩ বছর আগের ঘটনা । তবে মজার ব্যাপার হল , প্রথম যখন ম্যান্ডোলরিয়ান এর সুত্রপাত হয় তখন এর নাম ছিল বোবা ফেট । 

আরো মজার ব্যাপার হল বোবা ফেট সে আসলে, আসল ম্যান্ডোলরিয়ান নয় । বোবা ফেট শুধুই ম্যান্ডোলরিয়ান এর ড্রেস বা স্যুট পড়ত ।

 

স্টার ওয়ার্স এর গল্প নিয়ে ২০০৯ সালে টিভি সিরিজ তৈরি করতে চেয়েছিল লুকাসফিল্মস (স্টার ওয়ার্স এর নির্মাতা এবং প্রযোজনা সংস্থা) । ২০১২ সালের মধ্যে প্রায় ৫০ টি স্ক্রিপ্ট তৈরি করা হয়। এই প্রজেক্ট এর নাম দেওয়া হয়েছিল Star Wars: Underworld। কিন্তু বাজেট স্বল্পতা এবং জটিল গল্পের কারনে তখন সেই প্রজেক্ট ক্যানসেল করে দেওয়া হয় ।

 

২০১৩ সালে ডিজনি যখন লুকাসফিল্মস কে কিনে নেয় তখন স্টার ওয়ার্স নিয়ে নতুন সিরিজ বানানোর ঘোষণা দেয় ডিজনি । ২০১৭ এর নভেম্বর এর শেষের দিকে ডিজনি এর সিএইও বব আইগার একাধিক স্টার ওয়ার্স সিরিজের লাইভ অ্যাকশন টিভি সিরিন নির্মানের ঘোষণা দেয় ।

The Mandalorian Trailer Breakdown Review

ম্যান্ডোলরিয়ান ট্রেইলার ব্রেকডাওন রিভিউ

২০১৮ সালের মার্চে জন ফ্যাভরুকে এর সিরিজ লেখা এবং প্রযোজক এর দায়িত্ব দেওয়া হয় । সেই বছরের নভেম্বর এই সিরিজের নাম ম্যান্ডোলরিয়ান. রাখা হয় । সিজন ১ প্রচারের আগেই সিজন ২ এর কাজ শুরু হয়েছে বলে জানায় ম্যান্ডোলরিয়ান এর প্রডিউসার জন ফ্যাভরু।

 

সিরিজের নাম: The Mandalorian – ম্যান্ডোলরিয়ান

 

রিলিজ ডেট: ১২ নভেম্বর ২০১৯

 

ভাষা: ইংলিশ

 

এপিসোড সংখ্যা: ৮

 

অভিনয়ে: Pedro Pascal যে কিনা গেম অফ থ্রোন্সের মাত্র একটি সিজনে Oberyn Martell ক্যারেক্টারটি রোল প্লে করেছিল । এছাড়াও অন্যান্য যারা আছেন তারা হল Carl Weathers , Gina Carano , Werner Herzog , Nick Nolte, Giancarlo Esposito। এছাড়াও বিশেষ চরিত্রে থাকছে থর র‍্যাগনারক সিনেমার পরিচালক Taika Waititi । Taika Waititi নিজেও এই সিরিজের একজন ডিরেক্টর ।

 

প্রোডাকশন: ডিজনি এবং লুকাসফিল্মস

 

প্রচার মাধ্যম: ডিজনি+ অ্যাপ ( Disney+ )

 

প্রডিউসার: জন ফ্যাভরু

 

বাজেট: ১২০+ মিলিয়ন ডলার

 

Note: The Mandalorian Trailer Were Embedded from their original Youtube Channel of Star Wars . We do not own Any Video or Poster of The Mandalorian. We Used This image and video for promotional material only. no intended copyright violation we’re done here.

The Mandalorian Trailer Review – ম্যান্ডোলরিয়ান ট্রেইলার রিভিউ

 

The Mandalorian – Official Trailer রিভিউ

The Mandalorian – Trailer #1 Summary

 

♥ প্রথম ট্রেইলার রিলিজ হয় ২৩ শে আগস্ট ২০১৯ এ ।

 

♥ প্রথম ট্রেইলার এর ব্যাপ্তিকাল ছিল ১ মিনিট ৩৫ সেকেন্ড মাত্র ।

 

♥ প্রথম ট্রেইলার এর ভিউস প্রায় ২০মিলিয়ন বার।

 

♥ প্রথম ট্রেইলার এর লাইক সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ।

 

♥ প্রথম ট্রেইলার এর ডিসলাইক সংখ্যা ২৩ হাজার ।

 

★ ট্রেইলারের শুরুতেই দেখা যায় অনেকগুলি এম্পায়ারের সৈন্যদের হেলমেট বা মাথা পড়ে রয়েছে, সাথে অনেকগুলি ঝুলিয়ে রেখেছে । তখনি সেই জায়গা দিয়ে ম্যান্ডোলরিন হেটে যায় ।

 

★ এরপরে একটি প্লানেটের উপর দিয়ে একটি স্পেসশিপ উড়ে যাচ্ছে ।

 

★ অন্য দৃশ্যে দেখা যায় একটি অজানা গ্রহে ম্যান্ডোলরিন তার স্পেসশিপ ল্যান্ড করে রেখে, একটি ভবনের দিকে হেটে যাচ্ছে ।

 

★ অন্যদিকে সেই প্লানেটে দেখা যায় কিছু সৈন্যদের সাথে লড়াই করতে । বিশেষ করে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরোটা ফাটিয়ে দিয়েছে বলা চলে ।

 

★ bounty hunting is a complicated profession এই ডায়লগ বলার সময় জোশ একটা লড়াই হয় ম্যান্ডোলরিন আর সৈন্যদের মধ্যে । যা না দেখলে বুঝবেন না ।

 

★ Would you agree? যখন বলে তখন ম্যান্ডোলরিয়ান পিছনের দিকে তাকায় সেই দৃশ্য ছিল অসাধারণ ।

 

ম্যান্ডোলরিয়ান টিভি স্পট রিভিউ

 

♥ একমাত্র টিভি স্পট রিলিজ হয় ১২ই নভেম্বর ২০১৯ এ ।

 

♥ একমাত্র টিভি স্পট এর ব্যাপ্তিকাল ছিল ১ মিনিট ১ সেকেন্ড মাত্র ।

 

♥ একমাত্র টিভি স্পট এর ভিউস প্রায় ১ লাখ ৮৫ হাজার বার।

 

♥ একমাত্র টিভি স্পট এর লাইক সংখ্যা ১১ হাজার ।

 

♥ একমাত্র টিভি স্পট এর ডিসলাইক সংখ্যা মাত্র ১১০ টি ।

 

The Mandalorian – Trailer #2 রিভিউ

  The Mandalorian – Trailer Summary

 

♥ দ্বিতীয় ট্রেইলার রিলিজ হয় ২৮ শে অক্টোবর ২০১৯ এ ।

 

♥ দ্বিতীয় ট্রেইলার এর ব্যাপ্তিকাল ছিল ১ মিনিট ৪৪ সেকেন্ড মাত্র ।

 

♥ দ্বিতীয় ট্রেইলার এর ভিউস প্রায় ৯.১ মিলিয়ন বার।

 

♥ দ্বিতীয় ট্রেইলার এর লাইক সংখ্যা ২ লাখ ৪০ হাজার ।

 

♥ দ্বিতীয় ট্রেইলার এর ডিসলাইক সংখ্যা ৬.৫ হাজার।

 

★ প্রথম ট্রেইলারের প্রায় সব দৃশ্য এর সাথে কিছু নতুন দৃশ্য যোগ করে দ্বিতীয় ট্রেইলার তৈরি করে ।

 

★ ম্যান্ডোলরিয়ান কে দেখা যায়, একটি প্লানেটে কোথাও হেটে যেতে । যাওয়ার সময় ব্যাকগ্রাউন্ড এ শুনা যায়: it’s a world more peaceful since the revolution. It is a shame that your people suffered .But bounty hunting is a complicated profession. এর মাধ্যমেই বুঝা যায় ম্যান্ডোলরিয়ান কাদের সাথে লড়াই করবে ।

 

★ ম্যান্ডোলরিয়ান এর দ্বিতীয় ট্রেইলারে প্রায় সময়টুকুই দেখা যায় লড়াই করতে ।

 

★ শেষে যখন বলে, Mandalorian look outside they’re waiting for you. এই ডায়লগ এর সময় ব্যাকগ্রাউন্ড এ যখন বলে তখন প্রচুর লড়াই চলছিল । শেষে MANDALORIAN বলে Yeah? Good.

 

★ এর মাধ্যমে দ্বিতীয় ট্রেইলার শেষ হয় ।

 

★ আপনারা যারা ম্যান্ডোলরিয়ান এর প্রচারের সময়সূচী জানেন না তারা এই লিস্ট দেখে নিন।

 

★ ম্যান্ডোলরিয়ান এপিসোড ১ ব্রেকডাওন রিভিউ পড়ুন এই লিংক থেকে ।

ম্যান্ডোলরিয়ান এপিসোড রিলিজ গাইড লিস্ট

ম্যান্ডোলরিয়ান টিভি সিরিজ পোস্টার - The Mandalorian Poster
( copyright: Disney/Lucasfilms ) 

ম্যান্ডোলরিয়ান সিরিজের বিস্তারিত সময়সূচী

♥ আগে ম্যান্ডোলরিয়ান ট্রেইলার ব্রেকডাওন রিভিউ পড়ুন । ২০১৭ সালে ডিজনি সিএইও বব আইগার ডিজনি এর নিজস্ব স্ট্রিমিং সার্ভিসের ঘোষণা দেয় । যার নাম দেওয়া হয় Disney+ ।

অন্যদিকে ডিজনি ভিডিও স্ট্রিমিং মার্কেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে একাধিক কোম্পানি কিনে নেয় । ∆ বিশেষ করে ২০১৮ সালে 20th Century Fox কে কিনে নেয় ∆ ।

 

এর পরে ২০১৮ তে ডিজনি এর স্ট্রিমিং সার্ভিসের নাম দেওয়া হয় ডিজনি+ বা ডিজনি প্লাস । এই ঘোষণার পাশাপাশি একাধিক Disney+ অরিজিনাল টিভি শো এবং সিনেমা তৈরির ঘোষণা দেয় ডিজনি ।

তার মধ্যে স্টার ওয়ার্স ফ্রাঞ্চাইজ এর নতুন সিরিজ “ম্যান্ডোলরিয়ান” অন্যতম বড় বাজেটের সিরিজ । এছাড়াও আপনি ∆ Disney+ অরিজিনাল টিভি শো এবং সিনেমা লিস্ট দেখে নিতে ∆ পারেন ।

 

ম্যান্ডোলরিয়ান সিরিজ কবে প্রচারিত হবে

ম্যান্ডোলরিয়ান টিভি সিরিজ পোস্টার - The Mandalorian Poster
( copyright: Disney/Lucasfilms ) 

আগামী ১২ নভেম্বর ২০১৯ এ ম্যান্ডোলরিয়ান এর প্রথম এপিসোড প্রচারিত হবে । এর পরে ১৫ নভেম্বর এ এর দ্বিতীয় এপিসোড প্রচারিত হবে । তার পর থেকে সাপ্তাহিক ভাবে এপিসোড প্রচার হবে ।

 

The Mandalorian Episode Airing Date List

নেটফ্লিক্স এর মত ডিজনি প্লাসে কোন টিভি শো একসাথে সকল এপিসোড রিলিজ হবে না। প্রথমে একটি এপিসোড এর তিনদিন পরে দ্বিতীয় এপিসোড প্রচারিত হবে ।

এর পর থেকে সাপ্তাহিক ভাবে প্রচার হবে সিরিজের বাকি এপিসোড গুলি । নিচের এপিসোড রিলিজ ডেট দেখলেই বুঝবেন ।

  1. 12 November – Episode 1
  2. 15 November – Episode 2
  3. 22 November – Episode 3
  4. 29 November – Episode 4
  5. 06 December – Episode 5
  6. 13 December – Episode 6
  7. 18 December – Episode 7
  8. 27 December – Episode 8
ম্যান্ডোলরিয়ান টিভি সিরিজ পোস্টার - The Mandalorian Poster
( copyright: Disney/Lucasfilms ) 

এটা অনেকটা অ্যাপল এর অ্যাপল টিভি+ স্ট্রিমিং সার্ভিসের মত । শুধু এতটুকুই পার্থক্য তা হল অ্যাপল টিভি+ এ প্রথমে তিনটি এপিসোড রিলিজ হয়। পরবর্তীতে বাকি এপিসোড গুলি সাপ্তাহিক ভাবে প্রচার হয় ।

 

DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Total Views: 345

Scroll to Top