প্রায় দুই বছর পরে আগামীকাল (৭ই অক্টোবর ২০২১ এ) নেটফ্লিক্সের লস্ট ইন স্পেস সিরিজের তৃতীয় সিজনের প্রথম অফিশিয়াল টিজার আসতে চলেছে। উইল রবিনসন খ্যাত অভিনেতা ম্যাক্সওয়েল জেনকিস কিছুক্ষণ আগেই, তার ভেরিফাইড ফেসবুক পেজে সিজন ৩ এর টিজারের বিষয়ে ইংগিত দিয়েছে।
বিস্তারিত পড়ুন এই ব্লগ পোস্টেঃ
https://now.tvhex.com/lost-in-space-review/
এবারের সিজনে আগের মতো আর রোবট কে খুজতে হবে না। বরং রবিনসন ফ্যামিলি এবার নতুন এক রহস্যের সমাধানের চেষ্টা করতে দেখা যাবে।
সাথে Lost in Space Season 2 এর ফাইনাল এপিসোডে পিছনে ফেলে আসা পরিবারের বাকি সদস্যদের কে খুজে আনতে দেখা যাবে।

Lost in Space Season 2 Trailer Review
নেটফ্লিক্সের লস্ট ইন স্পেস হলো মহাকাশে নিজেদের বেচে থাকার যাত্রা নিয়ে একটি সাইন্সফিকশন স্পেস অ্যাডভেঞ্চার টিভি সিরিজ । এটি ১৯৬৫ সালের একই নামের টিভি সিরিজের রিমেক । শুধু তাই নয় ১৯৬৫ সালের সিরিজটি বানানো হয়েছিল ১৮১২ সালের The Swiss Family Robinson নামের একটি উপন্যাস এর উপর নির্মিত ছিল । বিস্তারিত জানতে আমাদের Lost in Space টিভি সিরিজ বিস্তারিত পড়ে নিতে পাড়েন ।
লস্ট ইন স্পেস সিজন ২ বিস্তারিত
নো স্পইলার 😀
লেজেন্ডারি টেলিভিশন নামের একটি প্রোডাকশন কোম্পানি ২০১৪ সালে প্রথমবারের মত ঘোষণা দেয় যে তারা ১৯৬৫ সালের জনপ্রিয় স্পেস অ্যাডভেঞ্চার টিভি সিরিজ লস্ট ইন স্পেস রিবুট করে নতুন সিরিজ বানাবে । এর পরে ২০১৫ সালের নেটফ্লিক্স সেই সিরিজের স্বত্ব ক্রয় করে এবং ২০১৮ সালের ১৩ এপ্রিল এর প্রথম সিজন মুক্তি দেয় ।
২০১৮ সালের রিবুট লস্ট ইন স্পেস সিরিজের প্রথম সিজন মুক্তির পরে নেটফ্লিক্স এর দ্বিতীয় সিজন এর জন্য রিনিউ করে । এর দ্বিতীয় সিজন আসছে ২৪শে ডিসেম্বর এ সকল এপিসোড মুক্তি পাবে, শুধুমাত্র নেটফ্লিক্সে ।
এরই ধারাবাহিকতায় গত ৫ ই অক্টোবর তে লস্ট ইন স্পেস সিজন ২ এর প্রথম টিজার ট্রেইলার প্রকাশিত হয় নেটফ্লিক্স এর ইউটিউব চ্যানেল এ ।
লস্ট ইন স্পেস মুক্তির দিন এবং এপিসোড সংখ্যা
![]() |
( Copyright Courtesy: Netflix/Youtube ) |
পুরো বিশ্বে ২৪ শে ডিসেম্বর শুধুমাত্র নেটফ্লিক্সে সকল এপিসোড মুক্তি পাবে । সিজন ২ এর এপিসোড সংখ্যা মাত্র ১০ পর্ব । আপনি চাইলেই একেবারে সকল এপিসোড দেখে শেষ করতে পারবেন ।
☞ Must Read: নেটফ্লিক্সের 13 Reasons Why ? এর সিজন ৩ এর ট্রেইলার ব্রেকডাওন পড়ে নিন ।
আইসল্যান্ডে ২০১৮ সালের শেষের দিকে লস্ট ইন স্পেসের দ্বিতীয় সিজন এর শ্যুটিং শুরু হয় । পরে ২০১৯ এর প্রথম প্রান্তিকের সিজন ২ এর শ্যুটিং শেষ হয় । পরবর্তী সময়ে প্রোডাকশন এবং ইডিটিং ও রিশ্যুট শেষ করে অক্টোবর এ এর প্রথম ট্রেইলার রিলিজ দেওয়া হয় ।
এক নজরে লস্ট ইন স্পেস সিরিজ
সিরিজের নাম: লস্ট ইন স্পেস – Lost in Space
রিলিজ ডেট: ২৪ শে ডিসেম্বর
ভাষা: ইংলিশ (একাধিক ভাষায় ডাবিং করা হয়েছে )
সিজন: ২
Lost in Space Season 2 Teaser Trailer Review
৫ই অক্টোবর লস্ট ইন স্পেস সিজন ২ এর টিজার মুক্তির পরে এর ভিওস ছিল প্রায় ৫ মিলিয়ন বার । যেটা প্রায় সকল সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব এবং অন্যান্য মাধ্যম এর মাধ্যমে এর ভিওস কাউন্ট করা হয়েছে ।
![]() |
( Copyright Courtesy: Netflix/Youtube ) |
Lost in Space Season 2 Teaser Trailer Summary
∆ প্রথম টিজার প্রকাশিত হয় ৫ই অক্টোবর ২০১৯ এ ।
∆ প্রথম টিজারের লাইক সংখ্যা প্রায় ৩৭ হাজার ।
∆ প্রথম টিজারের ডিসলাইক সংখ্যা ১ হাজার ।
∆ প্রথম টিজারের ভিওস ছিল 😤😣😜 মিলিয়ন বার। (শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে)
∆ প্রথম টিজারের সময়কাল ছিল ১ মিনিট ৫০ সেকেন্ড ।
∆ এই টিজার বা ট্রেইলারের নাম দেওয়া হয়েছে Have You Seen Our Robot ? যেটা কিনা সিজন ১ এর ফাইনাল দৃশ্যপট এর সদৃশ্যভাবে রাখা হয়েছে । উল্লেখ্য সিজন ১ এ রোবটট হারিয়ে যায় ।
∆
∆
∆
∆
∆
লস্ট ইন স্পেস সিজন ২ ট্রেইলার রিভিউ
ট্রেইলারের অনেক অংশ যদিও আগের টিজার থেকে নেওয়া । তার পরেও অনেক নতুন ক্লু বের হয় ।
![]() |
( Copyright Courtesy: Netflix/Youtube ) |
Lost in Space Season 2 Trailer Summary
∆ প্রথম ট্রেইলার প্রকাশিত হয়েছে ৫ই ডিসেম্বর ২০১৯ এ ।
∆ প্রথম ট্রেইলারের লাইক সংখ্যা ১৭ হাজার ।
∆ প্রথম ট্রেইলারের ডিসলাইক সংখ্যা প্রায় ৫০০ ।
∆ প্রথম ট্রেইলারের ভিওস মাত্র প্রায় ১ মিলিয়ন বার । ( শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে )
∆ প্রথম ট্রেইলারের ব্যাপ্তিকাল ছিল ২ মিনিট ৪৩ সেকেন্ড ।
∆
∆
∆
লস্ট ইন স্পেস রিভিউ
∆
∆
∆
Lost in Space Season 2 final trailer
![]() |
( Copyright Courtesy: Netflix/Youtube ) |
Lost in Space Season 2 Trailer Summary
∆ ফাইনাল ট্রেইলার প্রকাশিত হয়েছে ৩১শে অক্টোবর ২০১৯ এ ।
∆ ফাইনাল ট্রেইলারের লাইক সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ।
∆ ফাইনাল ট্রেইলারের ডিসলাইক সংখ্যা ৯৯ হাজার ।
∆ ফাইনাল ট্রেইলারের ভিওস মাত্র ৩২ মিলিয়ন বার । ( শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে )
∆ ফাইনাল ট্রেইলারের ব্যাপ্তিকাল ছিল ২ মিনিট ৩৭ সেকেন্ড ।
∆
∆
∆
∆
∆
ফাইনাল কথা