ক্রাইসিস অন ইনফিনিট আর্থের আগে ব্যারি অ্যালেন নিজেকে বাচানোর সর্বশেষ প্রচেষ্টা করল
ক্রাইসিস অন ইনফিনিটি আর্থস এর ইভেন্ট এর পুর্বে ফ্ল্যাশ এর এপিসোড ৭ এবং ৮ খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ।
![]() |
image courtesy: The CW Network / Warner Bros. Tv |
গত সপ্তাহে প্রচারিত হলো The Flash Season 06 Episode 08 নাম The Last Temptation of Barry Allen। এটি দুই এপিসোড এ বিভক্ত পার্ট ১ এবং পার্ট ২ । যে কারনে আমরা দুটি এপিসোড এক সাথে রিভিউ করব ।
ফ্লাশের পরের এপিসোড হলো ক্রাইসিস অন ইনফিনিটি আর্থস এর একটি ইভেন্ট । এটি অ্যারোভার্সের নিয়মিত বাৎসরিক ক্রসওভার ইভেন্ট । এবারের ক্রসওভার ইভেন্ট অ্যারোভার্সের সবচেয়ে বড় ক্রসওভার ।
কারন এইবার পুরো পাঁচটি এপিসোড জুড়ে হবে এই ইভেন্ট । এর আগে এতোগুলি এপিসোড এ ক্রসওভার হয়নি । আসতে চলা দ্যা ফ্ল্যাশ এর ৯ নাম্বার এপিসোড হলো এর তিন নাম্বার পর্ব । প্রথম দুই পর্ব প্রচারিত হবে সুপারগার্ল এবং ব্যাটওম্যান সিজন এক এর নবম এপিসোডে । বিস্তারিত Crisis On Infinite Earths রিভিউ পোস্টে দেখুন ।
ফ্ল্যাশ সিজন ৬ এপিসোড ৭ রিভিউ
পুরো এপিসোডটি ছিল ব্যারিকে নিয়ে । জ্বি এইবার ব্যারিকে কোন মেটা হিউম্যান এর সাথে লড়াই করতে হয়নি । ব্যারি দ্যা ফ্ল্যাশ এইবার নিজেই নিজের সাথে লড়াই করেছে । এখন দেখার বিষয় হলো, ব্যারি কি নিজের সাথে নিজেই লড়াই করতে পারবে ?
তবে এই এপিসোড এর সবচেয়ে বড় ধামাকা হলো এর পোস্ট ক্রেডিট সিন । যেটি আপনি না দেখলে বুঝবেন না । তাই আশা করব আপনি আগে দেখে নিবেন ।
∑‡ স্পইলার এলার্ট †⁺
The Flash Season 6 Episode 7 Review
★ এপিসোড এর শুরুতেই আগের সিজনের বিভিন্ন দৃশ্য দেখানো হয় । বিশেষ করে গত এপিসোড দ্যা ফ্ল্যাশ License To Elongate এপিসোড এর শেষে হওয়া পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখানো হয় ।
★ গত পর্ব থেকেই শুরু হয় এই এপিসোড । যেখানে রাল্ফ আর রুসো দুজনেই বিল্ডিং এর উপর থেকে নিচে পড়তে থাকে স্লোমশনে । দুজনে নিচে পড়ে গেলে সেখানে তাড়া নিজেদের মধ্যে ঝগড়া করে ।
★ স্টার ল্যাবে সিসকো আর কেইটলিন এর সাহায্যে রাল্ফ কে ব্যারি অ্যালেন নিজের রক্ত এর সাহায্যে স্পিড হিলিং দেয় । এর পরে সকালবেলা আইরিস এসে ব্যারি কে ঘুম থেকে উঠায় । ব্যারি জিজ্ঞাসা করে আইরিস, রাল্ফ কেমন আছে । উত্তরে আইরিস বলে, এখন রাল্ফ ঠিক আছে তোমাকে ধন্যবাদ। রাল্ফকে আরগাস ল্যাবে পাঠানো হচ্ছে নিরাপদে ওর সুস্থ হয়ে ওঠার জন্য । কেইটলিন আর সিসকো ওকে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করছে ।
★ এর পরে ব্যারি বলে, জানিনা আসতে চলা ক্রাইসিস এর জন্য তোমাদের কে তৈরি করতে পেরেছি কিনা । আইরিস বলে চিন্তা করো না , আমরা তৈরি থাকব এই ক্রাইসিস এর জন্য । পরে ব্যারি তাদের অ্যাপার্টমেন্টে চলে যায় । সে সোফায় গিয়ে বসে । তখনি সে পিছনে তাকায় আর দেখে তার পিছনে ডক্টর র্যামসি এসে দাঁড়িয়ে রয়েছে । ব্যারি তাকে আত্মসমর্পণ করতে বললে, র্যামসি ব্যারি কে বলে চিন্তা করো না । আমি শুধু তোমার সাথে কথা বলতে এসেছি ফ্ল্যাশ!!!!! [ তখনকার র্যামসির হাসিটা জোশ ছিল 🚭 ] তুমি তাহলে এই ক্ষমতা পেলে কিভাবে ? ও তুমি পার্টিকেল এক্সেলেরেটর থেকে নিজের ক্ষমতা পেয়েছো ? অবশ্যই তাই হবে না ? তখন ব্যারি র্যামসি কে আঘাত করলেও র্যামসি আঘাত পায় না ।
The Flash Season 6 Theory Explained in Bangla
★ পরে ব্যারি কে র্যামসি ক্রাইসিস এর ব্যাপারে জিজ্ঞাসা করে । ব্যারি অবাক হয়ে যায়, র্যামসি কিভাবে ক্রাইসিস এর ব্যাপারে জানল । র্যামসি বলে আচ্ছা, ব্যারি যখন তুমি শতকোটি ভবিষ্যৎ দেখছিলে । তখন তুমি আমার ভবিষ্যৎ এর কি দেখলে ? ব্যারি বলে তুমি সেখানে ছিলে না কোন কারো ভবিষ্যৎ এও না । র্যামসি বলে ও 😞। কিন্তু তাও দেখ আমি যে এখানে আসব আর তোমার সাথে কথা বলব সেটাও জানতে পারলে না । এর পরে সেখানে দুজনের মধ্যে কথা কথাকাটাকাটি হয় । এর পরে সেখানে হঠাৎ করে রেডস্কাই চলে আসে [ রেডস্কাই হলো এমন এক গ্রাভিশনাল ফোর্স যেটি বর্তমানের সকল অস্তিত্ব মুছে দিতে পারে । এটিই হচ্ছে ক্রাইসিস শুরুর আগমুহূর্ত ] । তখনি ব্যারি ঘুম থেকে জেগে উঠে ।
★ এর পরের দৃশ্যে দেখা যায় অ্যালেগ্রাকে । সে ব্যারি অ্যালেন এর ফ্ল্যাশ হওয়ার সিক্রেট ফাস করবে কিনা ভাবছিল । তখন আইরিস আর ক্যামিলা আসে সেখানে । তারা বলে যে অ্যালেগ্রার কাজিন যা সন্ত্রাসী গ্রুপের সাথে কাজ করছিল তাদের সন্ধান পেয়েছে । তখন অ্যালেগ্রা বলে এটা বাদে অন্য কোন রিপোর্ট এ কাজ করবেন না ? তখন আইরিস আর ক্যামিলা বলে, দেখ এটাই সবচেয়ে বড় ঘটনা । না জানি কতো মেটা হিউম্যান এই সন্ত্রাসী গ্রুপের হাতে বন্দি আর নির্যাতিত হয়েছে । আমাদের কে ওদের পর্দা ফাস করতেই হবে ।
★ এর পরে স্টার ল্যাবে কিলার ফ্রস্ট ব্যারিকে চেকআপ করে বলে না তোমার শরিরে সবকিছুই ঠিক আছে । যদি আমাকে বলো তাহলে বলব যে তুমি খারাপ স্বপ্ন দেখছিলে । তখন সিসকো ব্যারির হাতে একটি বডি মনিটরিং ডিভাইস পরিয়ে দিয়ে বলে তার পরেও এই যে এটি নাও । এটি তোমার শরিরে সবসময় নজর রাখবে । এর পরে আইরিস আর অ্যালেগ্রা কে দেখা যায় সেই সন্দেহজনক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করতে । যদিও এতে তারা ব্যার্থ হয় । ব্যারি নিজের অ্যাপার্টমেন্টে ফেরত আসে । সে পুরো অ্যাপার্টমেন্ট খুঁজে দেখে র্যামসি আছে কিনা । তার পরে পানি খেতে গেলে সে অসুস্থ হয়ে পড়ে । ঠিক তখনি ব্যারির পিছনে ব্যারির মা এসে দাঁড়ায় ।
![]() |
image courtesy: The CW Network / Warner Bros. Tv |
★ এর পরে ব্যারি বলে আমি কি আবার স্বপ্ন দেখছি । তখন ব্যারি বলে তুমি স্পিড ফোর্স তাই না ? সে বলে হ্যা আমি জানি এইভাবে অনেকদিন পরে কথা বলছি । তখন ব্যারি জিজ্ঞাসা করে আমার সাথে এইগুলি কি হচ্ছে? স্পিডফোর্স বলে তুমি যখন তোমার বন্ধুকে বাঁচাতে নিজের স্পিড হিলিং দিচ্ছিলে । তখন র্যামসির একবিন্দু রক্তকণিকা সকলের আড়ালে তোমার শরিরে ঢুকে যায় আর ইনফেকশন শুরু করে । র্যামসি তোমার শরির আর তোমার মনের উপর নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে । তোমার শরিরের স্পিড হিলিং এটা আটকানোর সর্বচ্চো চেষ্টা করছে কিন্তু সর্বোপরি এটা তোমার উপর নির্ভর করছে । তখন ব্যারি বলে যদি এমনটা হয় তাহলে র্যামসি হেরে যাবে ।
★ এর পরে আইরিস আর অ্যালেগ্রার মাঝে কথা হয় আর অ্যালেগ্রা বলে সে ব্যারির ফ্ল্যাশ এর ব্যাপারে জানে । তখন সে ক্রাইসিস এর ব্যাপারে জিজ্ঞাসা করে বলে সে এই বিষয়ে রিপোর্ট লিখবে কিনা । তখন আইরিশ বলে এই বিষয়ে কাউকে না জানাতে আর অন্যান্য বিষয়ে তারা আলাপ আলোচনা করে । এর পরে দেখা যায় একটি দুর্ঘটনাস্থল । যেটা কিনা সেই দিন সকালবেলায় আইরিস আর অ্যালেগ্রার ইনভেস্টিগেট করা একই স্থান একই ব্যাক্তির লাশ পাওয়া যায় । পরে অ্যালেগ্রা বলে যে, এই বাটন থেকে ইউভি রে আসছিল । আইরিস এর উদ্দেশ্য করে অ্যালেগ্রা বলে মনে হচ্ছে এই কাজে আপনার স্বামীর বন্ধুর দরকার পড়বে । তখন আইরিস বলে ওও ক্যামিলা যানে ব্যারির ব্যাপারে । তখন অ্যালেগ্রা বলে কবে থেকে? তখন ক্যামিলা বলে গত সামার ভেকেশন থেকে, সিসকো “ভাইভ” ছিল । তখন আইরিস বলে আজকে আমরা ইনভেস্টিগেট করলাম আর আজকেই লোকটিকে হত্যা করা হলো । এর মানে এই ঘটনা এর পিছনে বড় কোন সংঘটনের হাত আছে । তাহলে সবাই আমার সাথে থাকবে তো এই রহস্য উন্মোচনে ? তখন ক্যামিলা আর অ্যালেগ্রা হ্যা করে এবং রহস্য উন্মোচনে কাজ শুরু করে ।
‘রাইজ রোর রিভল্ট’, RRR Movie Bangla Review
★ এর পরে ব্যারিকে দেখা যায়, ওর কিছু শব্দে ঘুম ভেংগে যায় । যদিও সেটি স্বপ্নের মধ্যে ছিল। তখন সেখানে র্যামসি চলে আসে । ব্যারি আর র্যামসির মধ্যে কথা কাটাকাটি হয় । এই কথা কাটাকাটির মাধ্যমে র্যামসি ব্যারিকে ম্যানুপুলেট করতে থাকে । এক পর্যায়ে র্যামসি ব্যারিকে বলে যে তুমি শুধু হিরোই নয় । আরো বেশি কিছু হতে পারো । তোমাকে শুধু আমার এই অফার গ্রহণ করতে হবে । তখন র্যামসি ব্যারিকে দেখায় কিভাবে সে তার বিষাক্ত রক্তকণিকা দিয়ে একজন মৃত মহিলা কে জীবিত করে। র্যামসি বলে আমি তোমাকে অমরত্ব প্রদান করছি । তুমি যা খুশি তাই করতে পারবে । তখন ব্যারিকে তার বিছানায় দেখা যায় । স্পিডফোর্স এসে বলে ব্যারি নিজেকে শক্ত করো সময় চলে যাচ্ছে । স্পিড ফোর্স বলে: র্যামসির ইনফেকশন খুবই শক্তিশালী । এটি খুব তাড়াতাড়ি তোমার শরির আর মনে ছড়িয়ে পড়ছে । তোমাকে লড়তে হবে ব্যারি । তখন ব্যারি বলে আমি জানিনা আমি লড়তে পারবো কিনা । র্যামসির কথাগুলি আমার মনে গেঁথে যাচ্ছে বারবার ।
আমি আরো বাচতে চাই, যেখানে আমার সন্তান রয়েছে আমি আমার বউ সন্তান আর বন্ধুদের সাথে সারাজীবন কাটাতে চাই । এটা কি সত্যিই আমি র্যামসির ব্লডওয়ার্কের কারনে ক্রাইসিসে বেচে থাকব ? তখন স্পিডফোর্স বলে হ্যা । তুমি বেচে থাকবে কিন্তু তোমার মনসত্ববোধ মারা যাবে । তুমি আর আগের ব্যারি থাকবে না । তুমি বেচে থেকেও মারা যাবে । তখন ব্যারি রেগে যায় সে বলে সে তার জীবন দিতে রাজী নয় । সে আরো বাচতে চায় । তখন সেই রুম অন্ধকার হয়ে যায়। অন্যদিকে সিসকো আর কিলার ফ্রস্ট তাদের কম্পিউটারে ব্যারির শরিরে লাগানো বডি মনিটরিং ডিভাইস এর সিগন্যাল পায় । যেখানে ওরা দুজনে দেখতে পায় ব্যারির শরিরের তাপমাত্রা বাড়ছে । তখন ওরা পোর্টালের মাধ্যমে ব্যারির অ্যাপার্টমেন্টে যায়, যেখানে ব্যারির শরির পড়ে ছিল । তখন ওরা বলে ওর শরিরের তাপমাত্রা বেড়েই চলেছে । ওর স্পিড হিলিং কাজ করছে না কেন ? তখন কেইটলিন বলে আমি এই রকম অবস্থা দেখেছি ওর শরিরের উপর নিয়ত্রন নিয়ে নিয়েছে ।
The Flash Season 6 Bangla Trailer Breakdown
★ এর পরে ব্যারি আর স্পিডফোর্সের মধ্যে লড়াই করতে দেখা যায় । সেখানে র্যামসি ব্যারিকে ম্যানিপুলেট করতেই থাকে । অন্যদিকে ব্যারির শরীর স্টার ল্যাবে নিয়ে আসে ওরা । তখন সিসকো কিলার ফ্রস্টকে ব্যারির শরিরের তাপমাত্রা কমাতে সাহায্য করতে বললে কিলার ফ্রস্ট সেটি করতে ব্যার্থ হয় ।
যে কারনে সিসকো তার ওয়ার্কিং রুম থেকে ভেলোসিটি-৯ নিয়ে এসে ব্যারির শরিরে পুশ করে । এতে ব্যারির ক্ষমতা বেড়ে যায় । অন্যদিকে র্যামসি এবং স্পিডফোর্স নিজেদের মতো করে ব্যারিকে নিজ নিজ দলে ভেড়াতে চায় । এক পর্যায়ে ব্যারি স্পিডফোর্স কে মেরে ফেলে । সেই সাথে র্যামসি ব্যারির শরীর ও মনের উপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় ।
![]() |
image courtesy: The CW Network / Warner Bros. Tv |
দ্যা ফ্ল্যাশ সিজন ৬ এপিসোড ৮ রিভিউ
এক অজানা জায়গায় গিয়ে ব্যারি এবং র্যামসি দুজনে মিলে নিজেদের কে নতুন নাম দেয়: bloodwork । এর পরেই দুজনে মিলে স্টার ল্যাবের উপর নিয়ন্ত্রণ নেয় । সেই সাথে র্যামসির ব্লড নিয়ে পুরো সেন্ট্রাল সিটি কে জোম্বি বানিয়ে দেয় । র্যামসি তাদের নাম দেয় “Blood Brothers and Sisters” ।
এর পরে স্টার ল্যাবে, ‘আইরিস’, ‘সিসকো’, ‘কেইটলিন স্নো’, ‘জো ওয়েস্ট’, ‘ক্যামিলা’, ‘সিসিল’ ও ‘রাল্ফ ডিবনী’ মিলে ব্যারিকে ফিরিয়ে আনতে এবং র্যামসি কে থামাতে কাজ শুরু করে দেয় । অন্য দিকে স্টার ল্যাবের বাইরে প্রায় পুরো শহরের জনগণ জোম্বিদের পরিণত হওয়ায় টিম ফ্লাশের কাজ দ্বিগুণ হয়ে যায় ।
পরিকল্পনা বাস্তবায়িত করার পরে, ‘টিম ফ্লাশের সাথে ব্যারি অ্যালেন ও রামসি এর মধ্যে তুমুল লড়াই চলে ।’ এক পর্যায়ে টিম ফ্ল্যাশ জিতে যায় । তারা শহরের জনগণ কে নরমাল করে ফেলে ।
পরে স্টার ল্যাবে, ‘টিম ফ্লাশের সাথে ব্যারি অ্যালেন’ আলোচনা করতে থাকে । আইরিস বলে আসতে চলা ক্রাইসিস অন ইনফিনিটি আর্থসে যাই হোক না কেন, আমরা সবাই তোমার সাথে থাকব । ঠিক তখনি বাইরে কিছু একটা শব্দ হয় এবং পুরো আকাশ জুড়ে লাল আভা বয়ে যায় । আর শুরু হয় Crisis On Infinite Earths এর ক্রসওভার ।
দ্যা ফ্লাশ সিজন ৬ বাংলা ট্রেইলার ব্রেকডাওন রিভিউ
The Flash ‘Last Temptation of Barry Allen’ Episode Review
https://news.google.com/publications/CAAqBwgKMKacrgsws6fGAw/?hl=en-US&gl=US&ceid=US:en&ucbcb=1