এসে গেল থর খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ অভিনীত এক্সট্রাকশন সিনেমার ট্রেইলার । এর আগে একাধিকবার এই সিনেমার নাম পরিবর্তন করা হয়েছে । প্রথমে এর নাম দেওয়া হয়েছিল ‘ঢাকা’ কিন্তু এর পরে আরো একবার চেঞ্জ করে ‘Out of the Fire’ নামে ।
যদিও ক্রিস হেমসওয়ার্থ এই প্রথম নেটফ্লিক্স স্ট্রিমিং সার্ভিসের জন্য কোন প্রজেক্টে কাজ করছে আভেঞ্জার্স: এজ অফ আল্ট্রন সিনেমার থর খ্যাত এই অভিনেতা।
এই সিনেমাটিতে তাকে একজন ব্লাক মার্কেট মার্সেইনারি হিসেবে দেখা যাবে । যে টাকার বিনিময়ে বিভিন্ন কাজ করে থাকে ।
এক্সট্রাকশন মুভি রিভিউ
নো স্পইলার 😀
৩১ আগস্ট ২০১৮ তে প্রথম ঘোষণা দেওয়া হয় যে জো রুসো এর গল্পে “ঢাকা নামের সিনেমার” কাজ শুরু হবে । আর এটি ডিরেকশন করবে Sam Hargrave । তাদের পাশাপাশি থর অভিনেতা Chris Hemsworth এই সিনেমায় অভিনয় করবে । ২০১৮ এর নভেম্বর মাসে বাকি কাস্টিং নির্বাচিত করা হয় ।
![]() |
( Copyright Courtesy: Netflix) |
গত ৭ই এপ্রিল নেটফ্লিক্সের অফিশিয়াল চ্যানেলে মুক্তি পায় এক্সট্রাকশন সিনেমার ট্রেইলার । এর আগে গত সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওযারক সিজন ৩ ।
তবে ট্রেইলার মুক্তির পরেই বাংলাদেশের মুভিখোর বা সিনেমা প্রেমিদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা যায় ।
এক্সট্রাকশন মুভি মুক্তির তারিখ
পুরো বিশ্বে একযোগে আগামী ২৪ শে এপ্রিল মুক্তি পাবে এই Extraction সিনেমাটি । যা সকল নেটফ্লিক্স ইউজারেরা দেখতে পারবে ।
এছাড়া ও গত সপ্তাহে নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী স্ট্রিমিং সার্ভিস ডিজনি প্লাস এ মুক্তি পেয়েছে একাধিক সিনেমা । বিশেষ করে বর্তমানে করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর কারনে একাধিক সিনেমা অনলাইন স্ট্রিমিং সার্ভিসে আগের রিলিজ ডেট বাদ দিয়ে খুব দ্রুতই ডিজিটাল রিলিজ দিয়ে দিচ্ছে । যার মধ্যে পিক্সার স্টুডিও এর অ্যানিমেশন মুভি Onward সিনেমাটি রয়েছে যেটি গত ২ এপ্রিল থেকে স্ট্রিম করা যাচ্ছে ।
![]() |
( Copyright Courtesy: Netflix) |
এক নজরে এক্সট্রাকশন মুভি
Movie Name: Extraction (2020)
Release Date: 24 April 2020
Language: English (একাধিক ভাষায় ডাবিং করা হয়েছে )
Duration: 117 minutes
CAST: Chris Hemsworth, David Harbour, Derek Luke, Manoj Bajpayee, Pankaj Tripathi এবং randip hooda.
Movie Budget: N/A
Director: Sam Hargrave
Producer: সিনেমাটি প্রযোজনা করেছে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়্যার ও অ্যাভেঞ্জার্স: এন্ডগেম খ্যাত ডিরেক্ট Anthony Russo ও Joe Russo দুই ভাই । সেই সাথে Chris Hemsworth, Mike Larocca এবং Eric Gitter ছিল সার্বিক সহযোগীতায় ।
Personal Rating: ট্রেইলার রেটিং: 4/5
Rotten Tomato: Extraction (2020) on Rotten Tomatoes
IMDB: Extraction on IMDb
WIKIPEDIA: Extraction in Wikipedia
এক্সট্রাকশন মুভি ট্রেইলার ব্রেকডাওন রিভিউ
নেটফ্লিক্সের এক্সট্রাকশন মুভি এর ট্রেইলার রিভিউ
Extraction Movie Trailer Review
Action সাথে আরো Action দেখে মনে হলো পুরো ট্রেইলার জুড়ে শুধু মারামারি আর মারামারি। সাথে অসাধারণ লেভেলের ডিরেকশন, আরো পাবেন আমাদের চেনা-জানা লোকেশন, জ্বি বাংলাদেশের লোকেশন সেই জন্য পরিচিত । তবে অ্যাকশন- থ্রীলার মুভি হিসেবে ট্রেইলারটি অনেক ভালো লেগেছে ।
Netflix Extraction Movie Trailer Breakdown Review
স্পেশালী ধূলাবালি!!! হোক না সেটা ধূলাবালি কিন্তু তবুও বাংলাদেশ তো তাই না? ☺ । ট্রেইলারে যেটুকু বুঝা গেছে তা হলো বাংলাদেশ কে কিছুটা নেগেটিভ ভাবে দেখানো হবে । তবে আমেরিকান মুভি বলে কথা, তাদের থেকে এর বেশি ভালো কিছু আশা করা যায় না। তবে দেখা যাক কি হয় বাংলাদেশের স্টোরীতে । তাও আবার সাথে পাবেন ক্রিসকে । এক্সট্রাকশন movie সব মিলিয়ে ভালোই ছিলো, আশা রাখা যায় ভালো কিছুই হবে।
![]() |
( Copyright Courtesy: Netflix) |
Extraction Movie Trailer Summary
প্রথম টিজার প্রকাশিত হয় Apr 7, 2020 এ ।
প্রথম টিজারের লাইক সংখ্যা প্রায় ১ লাখ ১৫ হাজারের বেশি।
প্রথম টিজারের ডিসলাইক সংখ্যা প্রায় ২ হাজার ।
প্রথম টিজারের ভিওস ছিল প্রায় ৫ মিলিয়ন বার। (শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে)
প্রথম টিজারের সময়কাল ছিল ৩ মিনিট ২ সেকেন্ড ।
অন্যদিকে কোরিয়ান ব্লকবাস্টার সিনেমা ট্রেইন টু বুসানের সিক্যুয়েল ট্রেন টু বুসান: পেনিনসুলা মুভির ট্রেলার প্রকাশিত হয়েছে । যা ইতোমধ্যে Netflix এর আরেক জনপ্রিয় সিরিজ ওযারক সিজন ৩ এর সোশ্যাল এংগেজমেন্ট কমিয়ে দিয়েছে । যদিও গত বছরে মুক্তি পাওয়া অ্যাকাডেমি আ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘Parasite’ প্যারাসাইটের জনপ্রিয়তা তুংগে তুলে রেখেছে ।
শেষ খবর পাওয়া পর্যন্ত এক্সট্রাকশন মুভি এর সিক্যুয়েল নিয়ে কাজ শুরু হচ্ছে । খুব তাড়াতাড়ি Extraction মুভি এর সিক্যুয়েল চলে আসবে নেটফ্লিক্সে ।
যেভাবে এলো নেটফ্লিক্সের ‘এক্সট্রাকশন’ movie
মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’খ্যাত রুশো ব্রাদার্স এই ছবি প্রযোজনা করেছেন। এর ডিরেক্টর হচ্ছে তাঁদের দীর্ঘদিনের সহযোগী অ্যাকশন পরিচালক স্যাম হারগ্রেভ। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ‘থর’ খ্যাত অভিনেতা ক্রিস হেমসওর্থ।
সিনেমার মূল প্লট হচ্ছে বাংলাদেশের ঢাকা শহর নিয়ে । এতে দেখানো হবে, ভারতের মুম্বাইয়ের এক মাফিয়া ডনের ছেলেকে অপহরণ করে বাংলাদেশের এক মাফিয়া ডন। আর তার ছেলেকে উদ্ধার করতে নিয়োগ করা হয় দুর্ধর্ষ আততায়ী ক্রিস হেমসওর্থকে।
এক্সট্রাকশন মুভি রিভিউ
শুরুতে এই ছবির ওয়ার্কিং টাইটেল (প্রাথমিক নাম) রাখা হয় ‘ঢাকা’। কিন্তু পরে সেই নাম পাল্টে হয় ‘আউট অব দ্য ফায়ার’, যদিও সব শেষে রাখা হয় ‘এক্সট্রাকশন’। এই ছবির ট্রেলার বেরিয়েছে গত ৭ এপ্রিল। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ এপ্রিল।
Extraction Movie Review
এক্সট্রাকশন মুভি রিভিউ
Extraction Movie Trailer Review
Extraction Movie Action fight scene reviewhax
Extraction Movie Chris Hemsworth fight scene reviewhax
Extraction Movie Trailer Breakdown Review
এক্সট্র্যাকশন
Netflix Extraction Movie – Image Credit: Netflix