এক ভিলেন রিটার্নস হল একটি হিন্দি সিনেমা যেখানে জন আব্রাহাম এবং আদিত্য রায় কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
২০১৪ সালে মুক্তি পাওয়া Ek villain মুভিটা হয়ত অনেকের কাছেই প্রিয় ছিলো। আমার পারসোনালি অনেক ভালো লেগে ছিলো ।
অনেকদিন ধরেই ব্যাবসা সফল এই সিনেমার সিকুয়েল এর গুঞ্জন ভাসছিল বলিপাড়ায় । কিন্তু করোনার কারনে সবকিছু থমকে থাকার পরে এবার Ek villain এর সিকুয়েল এর ফাইনালি অফিসিয়ালি রিলিজ ডেট এর এনাউন্সমেন্ট চলেই আসল ।
#ekVillainReturns নামের সিনেমাটি থিয়েটারে আসবে 11 ই ফেব্রুয়ারি 2022 এ ।
ফেসবুকে এনাউন্সমেন্ট পোস্টে লিখেছে: Iss kahaani ka hero, villain hai! #EkVillainReturns , 11th Feb, 2022
![]() |
Poster Credit: T-Series |
এই সিনেমায় দুই ভিলেন কে মুখোমুখি সংঘর্ষ দেখানো হবে। আর্জুন কাপুর এবং জন আব্রাহাম কে ভিলেন চরিত্রে দেখা যাবে।
অন্যদিকে তারা সুতারিয়া ও দিশা পাটানি কে নায়িকা রুপে দেখা যাবে।
T-Series Films এর ব্যানারে সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরে ১১ই ফেব্রুয়ারি ।
#একভিলেন_রিটার্নস EkVillainReturns, EkVillainReturns Movie Review , এক ভিলেন মুভি রিভিউ
মুক্তি পেয়ে গেছে জন আব্রাহাম, দিশা পাটানি, তারা সুতারিয়া, অর্জুন কাপুর অভিনীত EK VILLAIN RETURNS এর ট্রেইলার। কিন্তু দেখে মনে হল নির্মাতারা ভুলে মুভি ছেড়ে দিছে, যত টুইস্ট আছে সবই দেখায় দিল.