ডিজনি প্লাস হটস্টার স্ট্রিমিং সার্ভিস রিভিউ

ডিজনি প্লাস স্ট্রিমিং সার্ভিস রিভিউ

ডিজনি প্লাস হটস্টার স্ট্রিমিং সার্ভিস রিভিউ

ডিজনি নিয়ে আসল নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডলি অনলাইন স্ট্রিমিং সার্ভিস Disney Plus

এর পাশাপাশি ম্যাচিউরড (R-Rated) কনটেন্ট এর জন্য আলাদা ভাবে ‘হুলু’ নামের আরেকটি স্ট্রিমিং সার্ভিস চালু রয়েছে।

    যদিও ‘হুলু’ নামের স্ট্রিমিং সার্ভিসটি ২০০৮ থেকেই চালু আছে । তবে ডিজনি প্লাস স্ট্রিমিং সার্ভিসে ডিজনি এর সকল মুভি ও টিভি সিরিজ স্ট্রিম করা যাবে ।

    Disney Plus Streaming Service Review in bangla

    ডিজনি এর ডিজনি প্লাস স্ট্রিমিং সার্ভিস রিভিউ

    ২০১৬ সালে ব্যামটেক নামের একটি কোম্পানি কিনে নেয় ডিজনি। এর মাধ্যমে তারা তাদের স্পোর্টস (ESPN+) স্ট্রিমিং সার্ভিস চালু করে । ১০ বছরের চেয়েও বেশি সময় স্ট্রিমিং মার্কেটে আধিপত্য বজায় রেখেছে নেটফ্লিক্স।

    তাই নেটফ্লিক্স এর আধিপত্য হটাতে ২০১৭ সালে ডিজনি সিএইও বব আইগার ডিজনি এর নিজস্ব মুভি স্ট্রিমিং সার্ভিসের ঘোষণা দেয় ।

    অন্যদিকে ডিজনি ভিডিও স্ট্রিমিং মার্কেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে একাধিক কোম্পানি কিনে নেয় । বিশেষ করে ২০১৮ সালে 20th Century Fox studio কে কিনে নিয়ে তারা এই স্ট্রিমিং মার্কেটের যুদ্ধে নিজেদের ভীত মজবুত করে ।

    অন্যদিকে 20th Century Fox কে কিনে নেওয়ার ফলে মার্ভেলের একাধিক সুপারহিরো টিম নিজেদের কাছে ফেরত পায়। ফ্যান্টাস্টিক ফোর, এক্সমেন সহ এলিয়েন প্রেডিটর ফ্রাঞ্চাইজের নিয়ন্ত্রণ পায়। যার মাধ্যমে ডিজনি একাধিক টিভি সিরিজ এবং সিনেমা তৈরি করতে পারবে ।

    এছাড়াও ফক্সের কাছে থাকা অনেকগুলি ফ্যামিলি ফ্রেন্ডলি ফ্রাঞ্চাইজগুলি রিবুট করবে ডিজনি। যেমন: হোম অ্যালন কিংবা ডাইরি ওফ এ উইম্পি কিড এর মত জনপ্রিয় সিনেমা ।

    ডিজনি একটি ফ্যামিলি ফ্রেন্ডলি কোম্পানি হওয়ার ফলে ২০১৭ তে যখন এর নিজস্ব স্ট্রিমিং সার্ভিসের ঘোষণা দেয় । তখন থেকেই সকলেই ধারনা করে যে এটি একটি ফ্যামিলি ফ্রেন্ডলি সার্ভিস হবে।

    তাই এই সার্ভিসে আপনি কোন ম্যাচিউর কনটেন্ট দেখতে পাবেন না । ২০১৮ তে এর নাম দেওয়া হয় ডিজনি + বা ডিজনি প্লাস । তবে ডিজনি প্লাসের ভিতর এক নতুন অপশন যোগ করা হয় যার নাম দেওয়া হয়েছে ‘স্টার প্লাস‘।

    ডিজনি প্লাস যেদিন এসেছে

    গত ১২ নভেম্বর ২০১৯ এ ডিজনি প্লাস মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরো কয়েকটা দেশে প্রাথমিকভাবে সার্ভিসটি চালু হয় । এর আগে নেদারল্যান্ডস এ পরিক্ষামুলক ভাবে চালু করা হয়েছিল ডিজনি+ সার্ভিস । প্রাথমিক ভাবে চালু করার সময় ডিজনি প্লাসে কি ধরনের কনটেন্ট পাওয়া যাবে তার সম্পর্কে ধারনা পাওয়া যায় ।

    ডিজনি প্লাস এর কনটেন্ট লাইব্রেরি কত বড়?

    ডিজনি এর নিজস্ব একটি প্রোগ্রাম আছে যেটাকে ‘ডিজনি ভল্ট’ বলা হয়। এই ক্যাম্পেইন এর মাধ্যমে ডিজনি তাদের পুরনো সকল সিনেমা এর রিলিজ বন্ধ করে রাখে ১০ থেকে ১৫ বছর এর জন্য ।

    এই “ডিজনি ভল্ট” এ প্রায় ৫০০ এর কাছাকাছি সিনেমা রয়েছে । এছাড়াও ডিজনি এর অধীনস্থ অন্যান্য কোম্পানির সব মিলিয়ে প্রায় ১০ হাজার এপিসোড টিভি সিরিজ দেখতে পাওয়া যাবে।

    ডিজনি প্লাস এর অরিজিনাল কনটেন্ট লাইব্রেরি লিস্ট পড়ে নিন

    এছাড়াও ডিজনি প্লাস সার্ভিসের জন্য ডিজনি একাধিক অরিজিনাল কন্টেন্ট তৈরির ঘোষণা দিয়েছে । যেমন: Star Wars: The Mandalorian, ফরকি আস্ক এ কুয়েশন সহ মার্ভেল স্টুডিও এর কয়েকটি টিভি সিরিজ ।

    যদিও ওই সিরিজগুলি এখনি দেখা যাবে না। এর জন্য প্রায় ২০২০ এর শেষ কিংবা ২০২১ এর শুরুর দিকে পাওয়া যাবে । বর্তমানে শুধু মাত্র দ্যা ম্যান্ডোলরিয়ান প্রচারিত হচ্ছে ।

    ডিজনি প্লাস হটস্টার স্ট্রিমিং সার্ভিস রিভিউ
    ডিজনি প্লাস হটস্টার স্ট্রিমিং সার্ভিস রিভিউ 
    (image credit: Disney)

    তবে নেটফ্লিক্স এর মতো একেবারে সকল এপিসোড প্রচার করা হবে না । বরং এইচবিও ম্যাক্সের মত প্রতি সপ্তাহে নতুন এপিসোড মুক্তি দেওয়া হবে।

    ডিজনি প্লাস এর মাসিক সাবস্ক্রিপশন চার্জ কত

    ডিজনি প্লাস এর মাসিক সাবস্ক্রিপশন চার্জ মাত্র $৬.৯৯ ডলার অথবা বাৎসরিক $৬৯.৯৯ ডলার ।

    ডিজনি প্লাস এর প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্সের বর্তমান মাসিক চার্জ প্রায় ১৩ ডলার। অন্যদিকে এইচবিও ম্যাক্স এর মাসিক চার্জ ১৫ ডলার । যার ফলে এই প্রতিযোগিতায় ডিজনি এগিয়ে রয়েছে ।

    অন্যদিকে অ্যাপল এর অ্যাপল টিভি+ সার্ভিসের মাসিক চার্জ মাত্র ৪.৯৯ ডলার ।

    তবে Apple TV Plus স্ট্রিমিং সার্ভিসে হাতে গোনা কিছু কনটেন্ট থাকায় ডিজনি এর সাথে স্ট্রিমিং যুদ্ধে পিছিয়ে রয়েছে অ্যাপল টিভি প্লাস।

    ডিজনি প্লাস এর বান্ডেল অফার

    ডিজনি এর আন্ডারে থাকা আরো দুটি স্ট্রিমিং সার্ভিস হলোঃ হুলু এবং espn+ । এই দুই সার্ভিসের সাথে ডিজনি প্লাসের বান্ডেল অফার রয়েছে ।

    এই অফারে গ্রাহকেরা মাত্র $১৩ ডলার খরচ করে Disney+ , hulu ও espn+ সাবস্ক্রিপশন কিনতে পারবেন ।

    আলাদা ভাবে একটি একটি করে সাবস্ক্রাইব করলে খরচ হত প্রায় $১৮ ডলার । অন্যদিকে যুক্তরাষ্ট্র এর টেলিকম অপারেটর ভেরিজন এর গ্রাহকেরা এক বছরের জন্য বিনামূল্যের সাবস্ক্রিপশন পাবে।

    এছাড়াও একবারে তিন বছরের জন্য যদি আপনি ডিজনি প্লাস এ সাবস্ক্রাইব করেন, তাহলে আপনি $১৫০ ডলারের বেশি অর্থ বাঁচাতে পারবেন ।

    ডিজনি প্লাস হটস্টার

    ২০২০ সালের মার্চে ডিজনি তাদের ভারতীয় স্ট্রিমিং সার্ভিস হটস্টার সার্ভিসের সাথে ডিজনি প্লাস একীভূত করে।

    নতুন আপডেটসহ এর তিনটি প্যাকেজ নিয়ে আসে।

    ডিজনি প্লাস হটস্টার বেসিক

    ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়াম

    বর্তমানে ডিজনি প্লাস হটস্টার ভারতের পাশাপাশি ফিলিপাইন, ভিয়েতনাম সহ এশিয়ার কয়েকটি দেশে চালু রয়েছে।

    ডিজনি প্লাস বর্তমানে যেদেশে চালু রয়েছে

    Disney প্লাস সার্ভিসটি বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, নেদারল্যান্ডস সহ ইউরোপের বিভিন্ন দেশে চালু রয়েছে। কনটেন্ট লাইসেন্স জটিলতার কারনে বিভিন্ন দেশে সীমাবদ্ধ রয়েছে ডিজনি plus ।

    ইউরোপ এর কয়েকটি দেশে গত ৩১ শে মার্চ ২০২০ এ ডিজনি+ স্ট্রিমিং সার্ভিস চালু হয়েছে । এর মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং স্পেন অন্যতম ।

    এর পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশে ডিজনি প্লাস সার্ভিসটি পৌঁছে যাবে ২০২২ সালের মধ্যে ।

    Disney প্লাস একাউন্ট এবং প্রোফাইল ব্যাবহার

    Disney+ সার্ভিসে আপনার একটি একাউন্ট দিয়ে পুরো পরিবার ব্যাবহার করতে পারবে। কারন এখানে, একটি একাউন্ট এর মধ্যে ৭টি আলাদা প্রোফাইল তৈরি করা যাবে ।

    শুধু তাই নয় ভিন্ন ভিন্ন ১০টি ডিভাইসের মাধ্যমে ৪ জন একসাথে এক সময়ে Disney প্লাসে স্ট্রিম করতে পারবে । যার ফলে একটি একাউন্ট এর মাধ্যমেই পুরো পরিবার কভারেজ করতে পারবেন ।

    Disney প্লাস যে সকল ডিভাইসে সাপোর্ট করে

    আপনি আপনার কম্পিউটার এর ওয়েব ব্রাউজার থেকেই ব্যাবহার করতে পারবেন ডিজনি প্লাস ।

    সেই সাথে আপনি যদি উইন্ডোজ ১০ এর ব্যাবহারকারি হন তাহলে মাইক্রোসফট এর উইন্ডোজ স্টোর থেকে ডিজনি প্লাস অ্যাপটি ডাওনলোড করে নিতে পারবেন ।

    এর ফলে আপনি চাইলে যেকোন কনটেন্ট অফলাইন এ রাখতে পারবেন । মানে আপনার কোন পছন্দের সিরিজ বা সিনেমা আপনি পরে কোন সময়ে দেখতে চাইলে তা ডাওনলোড করে রাখতে পারবেন ।

    অ্যাপল এর তৈরি প্রায় সকল পণ্যে এবং গুগল এর অ্যান্ডোরিড ডিভাইসে চলবে ডিজনি প্লাস।

    অ্যামাজন এর তৈরি ফায়ার ডিভাইস এর পাশাপাশি রকু স্ট্রিমিং ডিভাইসেও সাপোর্ট করে ।

    এছাড়াও পুরনো স্মার্ট টিভি এবং গেমিং কনসোল প্লে স্টেশন এবং এক্সবক্স এ চলবে ডিজনি প্লাস ।

    ডিজনি প্লাসের গ্রাহক সংখ্যা কত?

    Disney প্লাস ২০১৯ সালের নভেম্বরে চালুর ২৪ ঘন্টায় প্রায় ১কোটি বা দশ মিলিয়ন রেজিস্টার্ড ইউজার ছাড়িয়ে গিয়েছিল ।

    চালুর ২ বছরের শেষে ডিজনি প্লাসের বর্তমানে প্রায় ১১৮ মিলিয়ন সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে ।

    যদিও Disney+ এর প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্স এর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২০০+ মিলিয়ন ।

    যার ফলে বলাই যাচ্ছে যে স্ট্রিমিং যুদ্ধ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে৷

    ডিজনি প্লাস হ্যাক করে গ্রাহকের তথ্য চুরি

    ডিজনি প্লাস চালু হওয়ার এক মাস হতে না হতেই এটি সমালোচনার মধ্যে পড়ে যায় ।

    কয়েকটি নামকরা পত্রিকায় কিছু অনুসন্ধানীমুলুক খবর প্রকাশিত হয় ।

    যেখানে বলা হয় ডিজনি প্লাস এর গ্রাহকের একাউন্ট ২ থেকে ৩ ডলারে বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে ।

    যার ফলে অনেক গ্রাহকের একাউন্ট লকড হয়ে যাচ্ছে কিংবা অনেকেই লগিন করতে পারছেনা ।

    এর ফলে অনেকেই ধারনা করে ডিজনি প্লাস হ্যাক করা হয়েছে ।

    তবে ডিজনি কর্তৃপক্ষ একটি স্টেটমেন্ট এ জানায়, যে এর আগে অন্যান্য ওয়েবসাইট এ তৈরিকৃত একাউন্ট এ একই ইমেইল এবং পাসওয়ার্ড ব্যাবহার করায় এই ঘটনা ঘটছে ।

    এর ফলে হ্যাকাররা সহজেই সেই তথ্যাদি দিয়ে ডিজনি প্লাস একাউন্ট এ লগিন করে বর্তমান পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছে।

    এই ঘটনার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত । ভবিষ্যৎ এ এইরকম ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা খুব জলদিই টু স্টেপ ভেরিফিকেশন চালু করব ।

    ডিজনি+ স্ট্রিমিং সার্ভিস রিভিউ

    @tvhex

    Disney+ Streaming Service Review in bangla

    ডিজনি প্লাস স্ট্রিমিং সার্ভিস রিভিউ

    disney, 

    Disney Plus Review, 

    Disney Plus Streaming Service Review in bangla, 

    disney-plus, 

    Disney+ Streaming Service Review in bangla, 

    Marvel Studios, 

    অনলাইন স্ট্রিমিং সার্ভিস, 

    ট্রেইলার রিভিউ, 

    ট্রেলার ব্রেকডাউন, 

    ডিজনি অ্যানিমেশন মুভি, 

    ডিজনি কন্টেন্ট, 

    ডিজনি কি ইলুমিনাতি, 

    ডিজনি ডে, 

    ডিজনি প্লাস, 

    ডিজনি প্লাস এর বিস্তারিত তথ্য,

     ডিজনি প্লাস কন্টেন্ট লিস্ট, 

    ডিজনি প্লাস মুভি, 

    ডিজনি প্লাস রিভিউ, 

    ডিজনি প্লাস সিরিজ, 

    ডিজনি প্লাস স্ট্রিমিং সার্ভিস রিভিউ, 

    ডিজনি প্লাস হটস্টার, 

    ডিজনি প্লাসের কন্টেন্টের তালিকা,

     ডিজনি প্লাসের সকল মুভি ও সিরিজ এর তালিকা, 

    ডিজনি মুভি রিভিউ, 

    মার্ভেল ওয়েব সিরিজ,

     মার্ভেল টিভি সিরিজ, 

    মার্ভেলের সিনেমা, 

    সুপারহিরো জনরা, 

    স্টার ওয়ার্স, 

    স্ট্রিমিং সার্ভিস রিভিউ

    DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
    I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

    Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

    1 thought on “ডিজনি প্লাস হটস্টার স্ট্রিমিং সার্ভিস রিভিউ”

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Total Views: 93

    Scroll to Top