ডেমন স্লেয়ার সিজন ৩ রিভিউ ও ডাওনলোড লিংক

demon slayer s3 download link

স্পয়লার আছে😁

গতকাল Swordsmith Village Arc এর ১১তম এপিসোডের মাধ্যেমে শেষ হলো Demon Slayer এর ৩য় সিজন। একশন,ইমোশন,বিশেষ করে ভিজুয়াল কোনো কিছুর কমতি ছিলো না।

ডেমন স্লেয়ারের আর যাই হোক না কেন এনিমেশন একেবারে চোখ ধাধানো হয়। ২০১৯ এ বেস্ট এনিমেশনের জন্য এওয়ার্ড পাইছিলো Kimetsu No Yaiba Entertainment District Arc।

এবারো তার ব্যাতিক্রম কিছু হয় নি। এবারের পুরস্কার ও যে তারা তাদের নামে লিখিয়েছে সিজনের এনিমেশন দেখেই বুজবেন।

এবারের চ্যাপ্টার গুলো

Swordsmith Village Arc এ মাংগার ৯৮-১২৭ অব্দি চ্যাপ্টার কমপ্লিট করছে। Kimetsu No Yaibar সবথেকে ছোট কাহিনী হলো এই Arc খুবি অল্প চ্যাপ্টারের মধ্যে শেষ হয়েছে এই Arc এর কাহিনী। এনিমে তে ১১ টা এপিসোডের মাধ্যেমে সম্পূর্ণ ৯৮-১২৭ চ্যাপ্টার কমপ্লিট করেছে।

এই সিজনের ক্যারেক্টার

Swordsmith Village Arc এ বেশ অনেক গুলোই নতুন ক্যারেক্টার কে পরিচয় করানো হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য দুজন হাসিরা আর

দুজন আপারমুন আরেকটা হলো Genya যদিও হাসিরা দুজন কে প্রথম সিজনের হাসিরা মিটিং এ দেখানো হয়েছিলো কিন্তু আপার মুন দুজন কে নতুন ইন্ট্রডিউস করানো হয়েছে

হাসিরা দুজন হলো: 1.Mitsuri Kanroji(Love Hashira) 2.Muichiro Tokito(Mist Hashira)

demon slayer s3 download link
demon slayer s3 download link

আপারমুন দুজন হলো: 1.Gyokko(Upper 5) 2.Hantengu(Upper Four)

ডেমন স্লেয়ার এর কিছু ভালো লাগার বিষয়

ভালো লাগার কথা যদি বলি তাহলে আগে বলবো আমার এই সিজনের সবথেকে পছন্দের কয়েকটা এপিসোড। এপিসোড ১,৫,৯,১০,১১ সবথেকে বেশি ভালো লেগেছে। বাকি এপিসোড গুলা যে খারাপ তা কিন্তু না সেগুলোও দু্র্দান্ত। কিছু ভালো লাগার মোমেন্টের হলো তাঞ্জিরোর Hinokami Kagura Head Dance মুভ টা, Muichiro vs Gyokko, Mitsuri Vs Zohakuten 😍 আর সবথেকে Coldest মোমেন্ট লেগেছে আপারমুন মিটিং এপিসোড ১ এর 💗💗।

আরেকটা Kimetsu No Yaiba র সবথেকে যে জিনিস টা ভালো লাগে সেটা হলো এর গান গুলো,ক্যারেক্টর OST একেবারে আগুন 🔥(বিশেষ করে Zohakuten OST) Akazar OST এর পরে সবচেয়ে ভালো লাগছে এর টাই।আসলে Kimetsu No Yaiba এমন একটাও সং নাই যেটা আমার ভালো লাগে নাই।

Demon Slayer এ যে বিষয় গুলো ভালো লাগে নাই

সিজন একটু ফাস্টপেসে চলেছে বলে মনে হয়েছে। ফাস্টপেসে চলতে গিয়ে একটা আপারমুনের অরিজিন এরা স্কিপ করে গিয়েছে যেটা মাংগা তে ছিলো যে জিনিস টা আমার মোটেও ভালো লাগেনি।

শেষ কিছু কথা

Kimetsu No Yaiba এবারো সফল হয়েছে তাদের ধারা বজায় রাখতে। কিছু মাইন্ড ব্লোয়িং প্লট টুইস্ট,একশন,এনিমেশন,ইমোশন দিয়ে শেষ হলো এই সিজন। ইতিমধ্যে তাদের পরের সিজন Hashira Training Arc এর এনাউন্সমেন্ট ও ইউটুবে চলে এসেছে অফিসিয়াল ভাবে।

তাই আগামী বছরেই আবার দেখতে পারবো।

ডেমন স্লেয়ার সিজন ৩ প্রচার শুরু হলো এপ্রিলের ৯ তারিখে।

নতুন এপিসোড ডাওনলোড করে নিন।

📺Demon slayer : kimetsu no Yaiba swordsmith village Arc


Demon Slayer Season 3 episode 1

কিভাবে কি বলবো বুঝে উঠে পারছি না। মাথা পুরো নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। মাই গড। Demon slayer যে কতটা মারাত্মক লেভেল এর।

সেই Season 2 এর লাস্ট ২ টা এপিসোডে এমন একটা ব্যাটেল ক্রিয়েট হয়েছিল জীবনেও ভুলবো না।।

এখানে আমি একটা কথা বলবো তাদের উদ্দেশ্যে একদল আছে যারা ভাবে এনিমে বা এনিমেশন যাই বলেন না কেন তারা এটাকে বাচ্চাদের কার্টুন ভাবে অথবা তেমন একটা আগ্রহ থাকে না।

Demon Slayer Hindi dub free download
Demon Slayer Hindi dub free download link

এমনটা ভাবলে ভুল ভাবছেন। বরং আমি মনে করি তাদের আগে যথেষ্ট mature হওয়া দরকার তারপর না হয় দেখে জাজ করবে।

🚫No spoiler 🚫

ডেমন স্লেয়ার সিজন ৩ রিভিউ

মানে এর চেয়ে ভালো কোয়ালিটির এনিমেশন আমি জীবনেও দেখি নি। মুক্তির আগেই বলেছিল যে Demon slayer এর এনিমেশন এনিমে জগতে নতুন ভিন্ন একটা স্টেজ তৈরি হবে। আর হয়েছেও তাই। আর BGM এখনও কানে বাজে।

৪৯ মিনিটের এই এপিসোড ছিল চোখ ধাধানো সব মোমেন্ট। ব্যাক্তিগত ভাবে সবচেয়ে পছন্দের এনিমে সিরিজ।

আমি জাস্ট চিন্তা করতেছি upper rank demon দের পাওয়ার এর কথা। Upper rank demon Vs Hashira দের ফাইট সিন।

আর Muzan one of the strongest villain মনে হচ্ছে।

Demon slayer এর ফাইট সিন গুলো সবসময় এত জোস হয় যে চোখ এদিক সেদিক ফেরানোর প্রশ্নই আসে না।

যাই হোক কাহিনি নিয়ে কিছু বলছি না। এখনই দেখে ফেলুন সময় থাকলে। আর যারা এটা দেখেননি তারা কনফিউজড না হয়ে দেখা শুরু করে দেন।

প্রতি সোমবার এ সিজন ৩ এর নতুন এপিসোড প্রচার হচ্ছে।

Demon slayer : kimetsu no Yaiba s3 ep1 Review

DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Total Views: 77

Scroll to Top