BATMAN V SUPERMAN: DAWN OF JUSTICE সিনেমার ৬ বছর !
{tocify} $title={Table of Contents}
BATMAN V SUPERMAN: DAWN OF JUSTICE Movie Review in BAngla
——————————————————–
🔸 বাজেট – $300 Million
🔸 ডমেস্টিক গ্রোস – $330 Million
🔸 ডমেস্টিক ফুটফলস – ৩.৮ কোটি
🔸 ওয়ার্ল্ডওয়াইড গ্রোস – $873.6 Million
🔸 ওয়ার্ল্ডওয়াইড ফুটফলস – প্রায় ১২ কোটি
🔹 ফলাফল – ABOVE AVERAGE/ SEMI HIT
——————————————————
 |
(copyright: Warner Bros/DC) |
——————————————————
1⃣ DC Extended Universe এর ২য় কিস্তি
2⃣ ওই বছরের বিশ্বের ৭ম হায়েস্ট গ্রোসিং ফিল্ম
3⃣ Wonder Woman চরিত্রের প্রথম Live Action আবির্ভাব হয়েছিল এই মুভিতে
4⃣ DC কমিক্স-এর এখনো পর্যন্ত সবথেকে বেশি marketing করা সিনেমা
5⃣ Superhero ফিল্ম হিসেবে বিশ্বে রেকর্ড ওপেনিং তুলেছিল
6⃣ অসামান্য হাইপ নিয়ে ওপেনিং তুললেও অত্যন্ত পরিমানে বাজেট ও মার্কেটিং খরচ থাকায় বক্স অফিসে হিট হতে পারেনি এবং তাতে ষ্টুডিও এবং প্রোডাকশন দল অখুশি ছিল
7⃣ Ultimate Edition রূপে এই ফিল্মটির একটি এক্সটেন্ডেড কাট, যেটিতে ৩১ মিনিটের অতিরিক্ত ফুটেজ রয়েছে ২৮ জুন, ২০১৬ তারিখে ডিজিটালভাবে রিলিজ হয়েছিল
8⃣ ওই সময়ে বিশ্বের টপ ৫টি ওপেনিং এর একটি ছিল
9⃣ এটি ব্যাটম্যান, সুপারম্যান, লোইস লেন, এবং ওয়ান্ডার ওম্যানকে একসাথে দেখানো প্রথম লাইভ-অ্যাকশন চলচ্চিত্র ফিল্ম।
ORIGIN OF GREEN GOBLIN
Post Tag: