৪০ টা মাথা নস্ট করে দেওয়া মুভির লিস্ট – প্রমিজ মাথা ঘুড়ে যাবে

40 most twisted movie ever bangla review - ৪০ টা মাথা নস্ট করে দেওয়া মুভির লিস্ট - প্রমিজ মাথা ঘুড়ে যাবে

#40 Most twisted Movie Ever!! (Updated)

চলুন আজকে কিছু বিশ্বসেরা দুর্দান্ত
টুইস্টেড মুভি নিয়ে আলোচনা করি।
টুইস্ট কি?
মুভির গল্প এগিয়ে যাচ্ছে সামনের দিকে
হতে আচমকা এমন কোন সিন আসতে পারে
যেটা কিনা আপনার ভাবনাকে ভুল বলে
প্রমান করে দিল। পুরো মুভি দেখে আপনি
যা ভাবলেন হয়তো তা ভুল প্রমান করে
দিল শেষ দৃশ্য। মুভির শেষ ডায়ালগ শুনে
হয়তো হাত থেকে পপকর্ন পড়ে গেল। এটাই
হচ্ছে টুইস্ট। চলুন পরিচয় করিয়ে দেই এমন
40 টি মুভি।
40-most-twisted-movie-ever-bangla-review
source: Wikipedia
বিঃ দ্রঃ ৪ নং থেকে ৭ নং পর্যন্ত
মুভিগুলো দেখার পর হয়তো আপনি
মানসিক ভাবে ডিস্টার্ভড থাকতে
পারেন সেটা হতে পারে কিছু দিনের
জন্য অথবা কয়েক ঘন্টার জন্য তাই নিজ
দায়িত্বে দেখবেন।
এখানে কিছু কিছু মুভি ফ্যামেলি নিয়ে
দেখার মত নয় সো কেয়ারফুল।
#spoilerFree
01. The mirage (2018)
২৫ বছরের ব্যবধানে ২ টি প্রাকৃতিক ঝড়, ১
জন মহিলা খুন একটি মেয়ে নিখোজ,
একটি রহস্য বের করতে হবে ৭২ ঘন্টার
মধ্যে। মুভিটি ১ম রাখার কারন একটি মুভিতে
একসাথে পাচ্ছেন ফ্যামেলি, ভালবাসা,
টাইম ট্রাভেল থিওরি, সাইন্স ফিকশন
সবকিছু।
02. The body (2012)
একজন মহিলা খুন হয় আবার তার লাশ মর্গ
থেকেও চুরি হয়ে যায়। পুলিশ সন্দেহ করে
তার হাসবেন্ড কে । মুভিটা শেষ করুন
দারুন একটা ধাক্কা খেতে পারেন
03. Memoir of a Murderer (2017)
একজন সিরিয়াল কিলার যে কিনা
Alzheimer এ আক্রান্ত। নিজের করে আসা
পাপের শাস্তি যাতে তার মেয়ের না
পেতে হয় এজন্য প্রাণপণ চেষ্টা।
মুভিটা অর্ধেক দেখার পর আপনি
নিজেকে এক সিদ্ধান্তে নিতে পারবেন
না। ৫ মিনিট পর পর একেকজনকে অপরাধী
মনে হবে । ফাইনাল ডিসিশন নিতে শেষ
পর্যন্ত অপেক্ষা করতে হবে।
04. Incendies (2010)
মা মারা যাওয়ার আগে দুই সন্তানকে
দুইটি চিঠি দিয়ে যায়। একটি দিতে হবে
তাদের বাবাকে যার কোন সন্ধান নেই
অপরটি দিতে হবে তাদের বড় ভাইকে যার
কথা তারা আগে জানতো না। দুই ভাই
বোনের শুরু হয় বাবা আর ভাইকে খোজে
বের করা।
মুভিটিকে বলা হয় লাইফটাইম মুভি।
বাংলা অর্থ বর্বর!! কি এমন বর্বরতা আছে
মুভিতে যা আপনার স্বাভাবিক
জীবনযাত্রা কে ব্যাহত করতে পারে?
জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে।
05. Forgotten (2017)
দুই ভাই বাবা মা খুবই সুন্দর একটা
ফ্যামেলি নতুন বাসায় উঠে। নতুন বাসায়
উঠার পর থেকেই অদ্ভুদ ধরনের ঘটনা ঘটতে
থাকে। অর্ধেক দেখার পর থেকেই মুভির
টুইস্ট শুরু হবে।
একদিন ভোরে ঘুম থেকে উঠে যদি দেখেন
আপনার পরিবারের মানুষ গুলো আপনাকে
চেনে না কেমন লাগবে?
06. Old boy (2003)
কোন এক অজানা কারনে একজন
ব্যাক্তিকে ১৫ বছর একটি বন্ধ কক্ষে
আটকিয়ে রাখা হয়। কারণ টা জানতে
মুভিটা শেষ করতে হবে।
প্রতিশোধ কতটা ভয়াবহ আর নির্মম হতে
পারে এই মুভি দেখে বুঝতে পারবেন।
07. No mercy (2010)
হটাৎ করে একটা মেয়ের লাশ খুজে
পাওয়া যায়। লাশের মাথা, হাত, পা সব
কিছু আলাদা। কেন এই নির্মমতা?
কোরিয়ানদের এটা ২য় মুভি যেখানে
কিনা প্রতিশোধের ভয়বহতা তুলে ধরা
হয়েছে।
08. The Shawshank Redemption (1994)
ইতিহাসের সব চেয়ে জনপ্রিয় মুভি!!
নিজের স্ত্রী কে খুন করার অপরাধে
জেলে যেতে হয় এন্ডির।
মুভি সম্পর্কে আগে কোন স্পয়লার না
জেনে থাকলে মুভি শেষ হবার ৫ মিনিট
আগেও আপনি ধরতে পারবেন না সামনে
কি দেখতে যাচ্ছেন।
09. Orphan (2009)
ক্যাটের দুই ছেলেমেয়ে। কিছু দিন আগে
ক্যাটের একটি বাচ্ছা জন্মানোর আগেই
মারা যায়। এ নিয়ে সব সময় ডিপ্রেশনে
ভোগে ক্যাট। সে ডিপ্রেশন কমানোর
জন্য এতিমখানা থেকে একটি বাচ্চা
লালনপালন করার জন্য নিয়ে আসে। ঠিক
এর পর থেকেই তার পরিবারে নেমে আসে
বিপর্যয়……
10. The Others (2001)
দুই ছেলে মেয়ে নিয়ে বিশাল এক
বাড়িতে একা থাকে গ্রেস নামে এক
মহিলা। স্বামী যুদ্ধে গিয়ে ফিরে আসে
নি। বাড়ির কাজ কর্ম করার জন্য
চাকরবাকর রেখেছে নতুন। তাদের চালচলন
কিছুটা অস্বাভাবিক!!
মুভিটা হরর মুভি তবে কথা দিচ্ছি আজ
পর্যন্ত যত হরর মুভি দেখেছেন এটা একটু
ভিন্ন ধরনের।
মুভিটা শেষ করার পর আপনার মনে হবে
এত দিন যে হরর মুভি গুলো দেখেছেন
সেগুলো ছিল একটা পার্টের কাহিনী
আজকে দেখবেন Others পার্ট।
11. Psycho (1961)
ম্যারিয়োন ক্রেন $40,000 চুরি করে
পালিয়ে যায়। পালানোর সময় পুলিশের
হাত থেকে বাচতে পথের একটা মোটেলে
আশ্রয় নেয়। সেখানে পরিচিত হয়
মোটেলের মালিক নরম্যানের সাথে।
কি অপেক্ষা করছে তার জন্য আর আপনার
জন্য জানতে শেষ করতে হবে ১৯৬১ সালে
সাড়া ফেলে দেয়া এই মাস্টারপিস মুভি।
12. Fight Club (1999)
একজন ডিপ্রেশনে ভোগা মানুষ হটাৎ এক
সাবান বিক্রেতার দেখা পায়। তাদের
মধ্যে বন্ধুত্ব হয়। তারা একটা ক্লাব তৈরী
করে নাম দেয়া fight club। অদ্ভুদ কিছু রুলস
থাকে এই ক্লাবে।
অবাক হবেন যখন দেখবেন, অন্য কাউকে
খুজতে গিয়ে খুজে পাবে খুব কাছের মানুষ
কে।
13. Shutter Island (2010)
মার্শাল টেডি এবং তার সহযোগী কোন
এক দায়িত্বে এক নির্জন দ্বীপে এক
মানসিক হাসপাতালে যায়। ঘটনাচক্রে
হাসপাতাল থেকে একজন মহিলা নিখোজ
হয়ে যায়। শুরু হয় তাকে খুজে বের করা।
মুভিটা দেখে আপনার মাথা এক দুইবার
ডিগবাজী খাবে!!
14. The Illusionist (2006)
সহজ ভাষায় বলতে গেলে একজন জাদুকর।
শহরে তার জনপ্রিয়তা শীর্ষে। হটাৎ করে
তার শৈশব কালের ভালবাসার মানুষটির
দেখা পায়। শুরু হয়ে যায় তাকে ফিরে
পাবার শত চেষ্টা।
তার ভালবাসাকে ফিরে পাবে যাদু
দিয়ে?জানতে হলে দেখতে হবে শেষ
পর্যন্ত।
15. The Invisible Guest (2016)
একজন বিজনেসম্যানকে তালা বন্ধ রুমে
তার লাভারসের মৃত দেহ সহ পাওয়া যায়।
প্রাথমিক ভাবে তাকে খুনী হিসাবে
সন্দেহ করা হলেও তার বিরুদ্ধে যথেষ্ট
প্রমান পাওয়া গেলে তাকে আসামি করা
হয়। তাকে বাচানোর জন্য বাচাই করা হয়
দেশের সবচেয়ে বড় উকিলকে।
কখনো কখনো আপনি যা ভাববেন না
সেটাও হতে পারে।

এছাড়াও আমাদের white lantern corps bangla origin – হোয়াইট ল্যান্টার্ন অরিজিন পড়তে পাড়েন

16. The Prestige (2006)
দুই ম্যাজিশিয়ান বন্ধু। একজন আরেকজনের
প্রতিদ্বন্দ্বী। কে বেশি ট্রিক্স জানে
কে বেশি জনপ্রিয় এ নিয়ে তাদের মধ্যে
লড়াই।
কে জিতবে? জানতে হলে দেখতে হবে
২০০৬ সালের একাধিক এওয়ার্ড প্রাপ্ত
ক্রিস্টোফার নোলানের এই
সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটি।
17. Secret Window (2004)
মর্ট রেইনি দেশের একজন বিখ্যাত লেখক।
স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে। একা
একটি বাড়িতে থাকে। হটাৎ এক ব্যাক্তি
তার সাথে দেখা করতে আসে। দাবি করে
তার বিখ্যাত একটি বই সে নকল করে
লিখেছে। আসলেই কি বইটি নকল নাকি
ব্যাক্তি মিথ্যে বলছে?
গল্প থেকে জীবন, জীবন থেকে গল্প!!!
18. Moon (2009)
পৃথিবী এগিয়ে গেছে, চাঁদ থেকে শক্তি
সংগ্রহ হচ্ছে। চাঁদ এ সব কিছু ঠিক মত
হচ্ছে কিনা এটা দেখাশুনার দায়িত্ব
স্যাম বেলস এর উপর । তার সময়কাল প্রায়
শেষ। দীর্ঘ তিন বছর পর অপনজনদের কাছে
ফিরে আসবে। হটাৎ করেই তার কিছু কিছু
সমস্যা দেখা দেয়। কি হবে শেষ পর্যন্ত?
ফিরতে পারবে?
মুভিটিতে চরম মাত্রার একটি টুইস্টসহ
বিজ্ঞানের অসম্ভাবনীয় আবিষ্কার
দেখানো হয়েছে।
19. Searching (2018)
স্ত্রী মারা যাবার পর একমাত্র মেয়েই
হচ্ছে বাচার আশা ডেবিট কিমের।
মেয়ের নাম মরগট।
হটাৎ করে মেয়েটি নিখোঁজ হয়ে যায়।
কোন ভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না।
অবশেষে বাবা নিজেই মেয়েকে খোজা
আরম্ভ করে। সাহায্য নেয় মেয়ের অনলাইন
কমিউনিটির।
চোখের সামনে পড়ে থাকা কোন ক্লু বের
করে দিতে পারে অনেক বড় কোন রহস্য।
20. The village (2004)
শহরের বাইরে একটা গ্রাম। গ্রামটি
দুইভাগে বিভক্ত একপাশে মানুষ এর বসবাস
অন্য পাশে ঘন জংগল। মানুষ জন বিশ্বাস
করে গ্রামের অন্য পাশে বাস করে
ভয়ংকর মানুষ খেকো প্রানী। তারা
ততক্ষণ মানুষকে আক্রমণ করে না যতক্ষণ
পর্যন্ত মানুষ তাদের নির্দিষ্ট লাইন ক্রস
না করবে।
21. The Game (1997)
বড় ভাইয়ের জন্ম দিনে ছোট ভাইয়ের পক্ষ
থেকে গিফট।
মুভিটি সম্পর্কে যত কম লেখা যাবে ততই
ভাল স্পয়লার হয়ে যেতে পারে।
22. Scream (1996)
শহরে নতুন সিরিয়াল কিলারের
আবির্ভাব। কিলার টেলিফোনে কল
দিয়ে ভিক্টিম কে নানা রকম রহস্যময়
প্রশ্ন করে খুন করে।
মিনিটে মিনিটে আপনি ভেবে নিতে
পারেন কিলারকে হয়ত ধরে ফেলেছেন।
মুভি শেষে হয়ত আশাহত হতে পারেন।।
23. Prisoners (2013)
খেলতে গিয়ে দুইটি বাচ্ছা নিখোজ হয়ে
যায়। সন্দেহজনক একজনকে আটক করার
পরেও বাচ্ছা সংক্রান্ত তথ্য বের করা
কঠিন হয়ে পরে।
শেষ দৃশ্যে আপনি বুঝতে পারবেন মুভির
নাম Prisoners কেন।
24. Exam (2009)
একটি চাকুরী বিপরীতে আটজন
ক্যান্ডিডেট একটা এক্সাম একটা উত্তর।
মুভিটা দেখার সময় আপনিও ওদের মত
একজন পরীক্ষার্থী হয়ে যেতে পারেন।
25. Gone Baby Gone (2007)
একটি বাচ্চা হারিয়ে যায়, শহরে এটা
নিয়ে তোলপাড়। বাচ্ছাকে খুজে বের
করতে ভাড়া করা হয় ডিটেকটিভ।
দেখুন বাচ্ছা কে কিডন্যাপ করেছিল।
26. American Psycho (2000)
একজন বড় মাপের বিজনেসম্যান। কিছুটা
সাইকো টাইপ। তার জীবন যাপন নিয়েই
মুভিটি।
শেষ দৃশ্যে আপনি নিজেই নিজেকে ভুল
বলে স্বীকার করবেন।
27. The Sixth Sense (1999)
ম্যাল্কোলম্ব শহরের একজন বিখ্যাত child
psychologist। কোন এক কারনে নিজের
প্রতি নিজে হতাশ। কাজের স্বার্থে
একটি শিশুকে ট্রিটমেন্ট করা শুরু করে।
খেয়াল করে শিশুটির মধ্যে অদ্ভুত কিছু
ক্ষমতা।
কখনো ভুত দেখেছেন? কেন? মুভিটি কি
হরর মুভি?
28. Fallen (1998)
মুভিটিতে শুরুতে জন হবস নামক একজন
ডিটেকটিভ বর্ণনা করছে কিভাবে সে
একদিন মরতে মরতে বেচে গিয়েছিল। এটা
নিয়েই মুভির কাহিনী।
মুভিটি দেখার পর একটি বাক্যই বের
হয়েছিল আমার মুখ থেকে, ” এটা কি ছিল “
29. Upgrade (2018)
প্রযুক্তির দিক দিয়ে সব কিছু এগিয়ে
গেছে। সন্ত্রাসী আক্রমনে গল্পের
কেন্দ্রীয় চরিত্রের স্ত্রী মারা যায়।
স্ত্রীর হত্যার কারন বা কারা এর সাথে
জড়িত এটা খুজে বের করা নিয়ে মুভি।
শেষে কি প্রযুক্তির অপব্যাবহার
দেখানো হয়েছে?
30.Error 404 (2010)
দুই চোখে হাজার স্বপ্ন নিয়ে
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় অভিমন্যু।
নিজের থাকার রুম হিসাবে বেছে নেয় সব
চেয়ে আলোচিত একটা রুম যেখানে একজন
আত্মহত্যা করেছিল।
মুভির টুইস্ট থেকেও আপনাকে বেশি
ভাবে শেষ দৃশ্যটি।
31. Table No. 21 (2013)
একট গেম, সহজ কিছু প্রশ্নের জবাবে বা
সহজ কিছু টাস্ক ফিল করতে পারলে হাতে
চলে আসবে কোটি কোটি টাকা।
মুভিটির মাধ্যমে আসলে কি শেখাচ্ছে
বা বুঝানো হচ্ছে সেটা হয়ত আপনি আগে
থেকে ধারনা করতে পারবেন না।
32. Fever (2016)
একজন কন্ট্রাক্ট কিলার। হটাৎ করে একটা
এক্সিডেন্ট এ নিজের পরিচয় হারিয়ে
ফেলে। কে সে? নাম কি? কিছুই মনে নেই।
কিছু কিছু জায়গা পরিচিত মনে হলেও
অচেনা লাগে।।
কখনো কি ভেবে দেখেছেন ঘুম থেকে
উঠে যদি আপনাকে না চিনেন তবে কেমন
লাগবে?
33. Gupt: The Hidden Truth (1997)
খুবই সাধারন একটা রোমান্টিক মুভি এবং
প্রতিশোধ মুলক হিন্দি মুভি।
মুভিটি শেষ করে বুঝতে পারবেন কেন
মুভিটি এই লিস্টে জায়গা পেয়েছে।
34. Baishe Srabon (2011)
শহরে এক নতুন সিরিয়াল কিলারের
আগমন!! কিন্তু অবাক করার বিষয় হচ্ছে
সমাজের নিচু শ্রেনীর মানুষ খুন করছে
সিরিয়াল কিলার।
কে এই কিলার বা এই খুন গুলো করার
পেচনে কারণ কি?
কিলার কে হতে পারে? গল্পের ভেতরের
কেউ?
35. Ekti banglali Bhoter goppo (2015)
একজন মহিলা, বিবাহ পরবর্তী জীবন
নিয়ে সুখি না । এক্সিডেন্টলি তার
স্বামী তার হাতে খুন হয়ে যায়। ভুত হয়ে
তাড়া করা শুরু করে।
মুভিটি আসলেই কি ভুতের নাকি সাধারণ
কোন ঘটনা নাকি কোন কল্পনা? এটাই
মুভির টুইস্ট।
জানতে হলে দেখতে হবে।
36. Predestination (2014)
একজন টাইম ট্রাভেল এজেন্ট৷ টাইম
ট্রাভেল করে অতীতে ফিরে যেতে
পারেন। সিদ্ধান্ত নেন অতিতে ফিরে
গিয়ে একটা বড় ধরনের ক্রিমিনাল এটাক
প্রতিহত করবেন যেখানে হাজার হাজার
মানুষ মারা যায়।
পারবে মানুষ গুলোকে বাচাতে?
37. The Usual Suspects 1995
পাচ জন নিরপরাধ ব্যাক্তিকে পুলিশ আটক
করে। পচ জন ব্যাক্তি সিদ্ধান্ত নেয় জেল
থেকে বের হয়ে এর প্রতিশোধ নেবে৷
জেল থেকে বের জয়ে তাদের একটা টিম
গঠন করে।
মুভির সম্পর্কে আর না বলাই ভাল স্পয়লার
হয়ে যাবে। তবে বড় ধরনের একটা ধাক্কা
খাওয়ার জন্য রেডি থাকতে হবে
আপনাকে।
38. Seven (1995)
রিটায়ার্ড এর আগে ডিটেকটিভ
উইলিয়াম স্যামরসেট শেষ একটা কেস
হাতে নেয়। অদ্ভুদ এক সিরিয়াল কিলার
যে কিনা সেভন ডেডলি সিনের (seven
deadly sins) উপর মানুষকে হত্যা করে।
স্যামারসেট এর শেষ কেস আপনার ও
সারাজীবন মনে থাকতে পারে।
39. Triangle (2009)
মুভির কেন্দ্রীয় চরিত্র জেস সমুদ্র ভ্রমনে
বের হয় দেখতে কিছুটা অস্বাভাবিক।
কিছুদূর যাবার পর সমুদ্র ঝড়ে তাদের
জাহাজ পুরোপুরি নষ্ট হয়ে গেলে অন্য
একটা জাহাজে আশ্রয় নেয়। সেই
জাহাজে শুরু হয় একেক পর এক খুন।
জাহাজে উঠার ১০ মিনিট পর থেকে
আপনার মাথা ডিগবাজি খেতে থাকবে।
40. Ratsasan (2018)
শহরে স্কুলগামী অল্প বয়সীমেয়েরা
নিখোজ হয়ে যাচ্ছে তিন দিন পর মিলছে
একেকজনের লাশ।
শহর জুড়ে ভয় । দায়িত্বে থাকা পুলিশ
একটা একটা ক্লু ধরে এগিয়ে যাচ্ছে।
কিন্তু ক্লু গুলো তাকে কোন দিকে নিচ্ছি
কেস সলভ হবে নাকি কিলার বেচে
যাবে? আসলেই কি এর পেচনে কোন
সিরিয়াল কিলার আছে? সব গুলো
প্রশ্নের উত্তর মুভিটি শেষ করেই পাবেন।

DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Total Views: 115

Scroll to Top