প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া বাঘী-২ মুক্তির পরে, আগামী মার্চে মুক্তি পাচ্ছে বাঘীর পরবর্তী সিক্যুয়েল বাঘী ৩ । পুর্ববর্তী সিনেমার ন্যায় এই সিনেমায় লিড রোলে থাকছে টাইগার শ্রোফ এবং শ্রাদ্ধা কাপুর ।
নতুন কাস্টিং হিসেবে রিতেশ দেশমুখ থাকছে টাইগারের বড় ভাই হিসেবে ।
বাঘী ৩ মুভি ট্রেইলার রিভিউ – Baaghi 3 Movie Trailer Review
![]() |
(Image credit: FoxStarHindi/T-Series/NadiadwalaGrandson) |
২০১২ সালে মুক্তি পাওয়া তামিল মুভি Vettai এর অফিশিয়াল রিমেক বাঘী ৩ । যদিও আগের দুই মুভিও দক্ষিণ ভারতের কোন না কোন সিনেমার নকল ছিল । এটিও দক্ষিণ ভারতে নকল । এখন দেখার বিষয় এই সিনেমাটি বাকি, সিনেমা থেকে কতটা আলাদা ।
Vettai সিনেমায় দেখা যায় যে, নায়কের বড় ভাই একজন ভদ্র কিন্তু বোকা ছেলে । তাদের মা নেই । বাবা পুলিশ অফিসার, কিন্তু সন্ত্রাসীদের আক্রমণে তাদের বাবাও মারা যায় । এর ফলে তাদের বাবার চাকরি তার বড় ছেলে মানে নায়কের বড় ভাই চাকরি পায়। এর পরে থেকে নানা ঘটনা ঘটতে থাকে ।
বাঘী ৩ মুভি বক্স অফিস কালেকশন
বাঘী ৩ মুভি প্রায় ২০কোটি+ রুপি ওপেনিং উইকেন্ডে বক্স অফিস কালেকশন করবে বলে ধারণা করা হচ্ছে ।
😍Note: বাঘী ৩ মুভি এর বিস্তারিত বক্স অফিস কালেকশন রিপোর্ট নিয়ে আমরা খুব তাড়াতাড়ি পোস্টি আপডেট করব । 😎
বাঘী ৩ মুভি সিনেমা বিস্তারিত
নো স্পইলার 😀
বাঘী ৩ সিনেমা ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা বাঘী ২ এর সিক্যুয়েল । তবে এটি সরাসরি সিক্যুয়েল না হয়ে, এটাকে সফট রিব্যুট বলা হচ্ছে ।
বাঘী সিনেমায় দেখা যায়, রনির (টাইগার শ্রফ) বড় ভাই ভিকরাম (রিতেশ দেশমুখ) এক মিশনে সিরিয়া গেছে । কিন্তু সেখানে কোন এক ঘটনার কারনে তাকে কিডন্যাপড করা হয় । এর পরে শুরু হয় রনির (টাইগারের) নিজের ভাইকে উদ্ধার অভিযান । এর জন্য সে পুরো এক দেশের বিরুদ্ধে লড়াই শুরু করে 😒 । লজিক বিহীন সকল অ্যাকশন দৃশ্যে ভর্তি ।
![]() |
(Image credit: FoxStarHindi/T-Series/NadiadwalaGrandson) |
এই মুভির ট্রেইলারে প্রদর্শিত লজিক বিহীন দৃশ্য যদি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির ডিরেক্টর বা অভিনেতারা দেখত, তাহলে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারত না ।
আর অ্যাকশন সিক্যুয়েন্সের কথা কি বলব! পুরো ওয়ান্ডার ওম্যান এর সিগনেচার ফাইটিং স্টাইল সব কিছু কপি করে ভরে দেওয়া হয়েছে এই বাঘী ৩ সিনেমায় ।
![]() |
(Image credit: FoxStarHindi/T-Series/NadiadwalaGrandson) |
শুধু এই মুভিতে টাইগার শ্রফকে ওয়ান্ডার ওমেন এর ড্রেস পড়িয়ে দেওয়া হয়নি, বাকি সকল অ্যাকশন সিন কপি করা । স্কিনশর্ট দেখুন তাহলেই বুঝবেন ।
![]() |
(Image credit: FoxStarHindi/T-Series/NadiadwalaGrandson) |
বাঘী ১ এবং ২ এর জনপ্রিয়তার রেশ ধোরে আগামী মার্চে আসছে বাঘী ৩ সিনেমা ।
এরই ধারাবাহিকতায় গত ৫ই ফেব্রুয়ারি বাঘী ৩ সিনেমার প্রথম টিজার ট্রেইলার প্রকাশিত হয় FoxStarHindi এর ইউটিউব চ্যানেল এ ।
বাঘী ৩ মুভি প্রিমিয়ার এবং মুক্তির দিন
আগামী ৬ই মার্চ পুরো ভারত জুড়ে মুক্তি পাবে Tiger Shroff, Shraddha Kapoor এবং Riteish Deshmukh অভিনীত সিনেমা বাঘি ৩ মুভি ।
বাঘী ৩ সিনেমার পটভূমি
সিরিয়ায় কিডন্যাপড হওয়া নিজ বড় ভাইকে উদ্ধার করার উদ্দ্যেশ্য নিয়ে যাত্রা করা এবং এই অভিযানে বিভিন্ন শত্রুর সংগে লড়াই নিয়েই মুলত এই সিনেমা । সাথে কিছু আজগুবি অ্যাকশন দৃশ্য আর বাজে ডায়লগ এই নিয়েই Baaghi 3 সিনেমা।
এক নজরে বাঘী ৩ সিনেমা
Movie Name: Baaghi 3
Release Date: 6th March, 2020
Language: Hindi (একাধিক ভাষায় ডাবিং করা হবে )
Movie Budget: N/A
Director: Ahmed Khan
Producer: Sajid Nadiadwala
Personal Rating:
IMDB:
বাঘী ৩ মুভি ট্রেইলার ব্রেকডাওন রিভিউ
Baaghi 3 Teaser Trailer Review
৫ই ফেব্রুয়ারি বাঘী ৩ এর টিজার মুক্তির পরে এর ভিওস ছিল প্রায় ৫৬ মিলিয়ন বার । যেটা প্রায় সকল সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব এবং অন্যান্য মাধ্যম এর মাধ্যমে এর ভিওস কাউন্ট করা হয়েছে ।
Baaghi 3 এর ট্রেইলার ভারতীয় সিনেমার ২৪ ঘন্টায় মধ্যে সবচেয়ে বেশি ভিওস এর রেকর্ড করে, ইতিহাস গড়ে ।
![]() |
(Image credit: FoxStarHindi/T-Series/NadiadwalaGrandson) |
Baaghi 3 Teaser Trailer Summary
∆ প্রথম টিজার প্রকাশিত হয় ৫ই ফেব্রুয়ারি ২০২০এ ।
∆ প্রথম টিজারের লাইক সংখ্যা প্রায় ১.৮ মিলিয়ন বার ।
∆ প্রথম টিজারের ডিসলাইক সংখ্যা প্রায় ২ লাখ বার ।
∆ প্রথম টিজারের ভিওস ছিল ৬২ মিলিয়ন বার। (শুধুমাত্র ইউটিউব লাইক, ডিসলাইক এবং ভিওস গননা করা হয়েছে)
∆ প্রথম টিজারের সময়কাল ছিল ৩ মিনিট ৪১ সেকেন্ড ।
∆
∆
∆
![]() |
(Image credit: FoxStarHindi/T-Series/NadiadwalaGrandson) |