গলুই মুভি রিভিউ Golui 2022 ছবি ডাওনলোড লিংক
* নো স্পয়লার * অর্ধেক তৃপ্তি অর্ধেক অতৃপ্তি ************************ গ্রাম-বাংলার ছবি এখন কমে গেছে। বিশেষ করে ডিজিটাল আমল শুরুর পর গ্রাম-বাংলার ছবি কম হচ্ছে। ইন্ডাস্ট্রির শীর্ষ নায়ক শাকিব খানও গ্রামীণ গল্পের ছবি কম করে। তবে শাকিব গ্রামের ছবিতেও দারুণ পারফরম্যান্স করেছে অতীতে যার মধ্যে ‘সুভা, নাচনেওয়ালী, সমাধি, ডাক্তারবাড়ি’-র মতো ছবি আছে। বড় বিরতির পরেই …