এন্টম্যান ও ওয়াস্পঃ কোয়ান্টামানিয়া মুভি রিভিউ

মার্ভেলের নতুন মুভি অ্যান্টম্যান ও ওয়াস্পঃ কোয়ান্টামানিয়া মুভি রিভিউ

ANT-MAN AND THE WASP: QUANTUMANIA ফিল্মের ওপেনিং উইকেন্ড বক্স অফিস রিপোর্ট :-

• ডমেস্টিক গ্রোস – $104 Million
• ওভারসিস গ্রোস – $121.3 Million

▫️ওয়ার্ল্ডওয়াইড গ্রোস – $225.3 Million

Ant Man সিরিজের বিগেস্ট ওপেনিং

বক্স অফিসে হিট হতে বিশ্বব্যাপী $600 Million গ্রোস তুলতে হবে

ডমেস্টিক মার্কেটে Covid Pandemic-এর পর ১০ তম হায়েস্ট ওপেনিং

🎞️ Phase 4-এ কিছু Mediocre এবং কিছু ভালো মুভি উপহার দেওয়ার পর MCU-র Phase 5 শুরু হতে যাচ্ছে এক ধামাকার সাথে।

🎆 Ant-Man and the WASP: Quantamania-র ট্রেইলার মোটেও বাকি Marvel ট্রেইলার এর মত ছিলনা। যেখানে ছিলনা কোনো ফালতু জোকস্। পুরো ট্রেইলারটি ছিল একদম Well Packed আর Seriousness এ ভরপুর। Ant-Man এর আগের দুইটি মুভি ছিল Light Hearted, কিন্তু এই মুভি অনেক সিরিয়াস Tone ফলো করে।

হয়তোবা Scott Lang আর নাও থাকতে পারে। MCU-তে Ant-Man হলো Most Underrated Character-দের একজন। এই মুভিতে যদি তার স্টোরি এন্ড করা হয়, তাহলে তার Sacrifice-টা অনেকটা Iron-Man লেভেলের হতে পারে।

🎭 আর Kang-কেও অনেক Aggressive দেখা যাচ্ছে। আর Scott শেষে যে লাইনটা বলে: “I don’t have to win, we both have to lose” তা শুনে বুঝা যাচ্ছে তার সাথে কিছু হতে চলেছে। হয়তোবা তার মেয়ের জন্যই সে Sacrifice করবে। ট্রেইলারে দেখা গেছে হাজারো Ant-Man এর ভ্যারিয়েন্ট, তারা সবাই একই মিশনে, যার মাঝে Scott কে খুঁজে পাওয়াও মুশকিল।

🎆ট্রেইলারে ইউজ করা CGI একেবারেই অসাধারণ ছিল। আর এখানে Quantum Realm-এ যে লোকেশন দেখানো হয়েছে, তার প্রত্যেক ফ্রেমই ছিল চোখ জুড়ানো।

🎞️ বাকি Marvel ট্রেইলারের মত এটি জোকস্ দিয়ে শেষ হয়না। একে তো Guardian Of The Galaxy Vol.3-তে কারও না কারও De*ath তারপর Ant-Man 3 তে এই অবস্থা… Phase 5 অনেক সিরিয়াস হতে যাচ্ছে।

এন্টম্যান ও ওয়াস্পঃ কোয়ান্টামানিয়া মুক্তি পাবে সামনের ফেব্রুয়ারী মাসে।

  • দয ফযলকন অযনড উইনটর
  • wasp bangla subtitle অযনটমযন অযনড
  • bangla subtitle অযনটমযন অযনড দয
  • অযনড দয ওয়সপ বল সবটইটল
  • অযনটমযন অযনড দয ওয়সপ বল
  • ant-man and the wasp full movie in english youtube
  • ant-man 1
  • ফযলকন অযনড দয উইনটর সলজর
  • subtitle অযনটমযন অযনড দয ওয়সপ
  • টিভিহেক্স

এন্টম্যান ও ওয়াস্পঃ কোয়ান্টামানিয়া মুভি ডাওনলোড লিংক mlwbd

Marvel Studio Antman And Wasp Movie Download link

QUANTUMANIA 720p hd link

Ant Man And Wasp: QUANTUMANIA Movie Box Office Collection Report in india

DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By Its Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. It's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review.
I am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You think something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contain affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents. For more Read Our Terms and Conditions Thank You.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Total Views: 105

Scroll to Top