America Chavez Origin in Bangla

Mr. Gales নামের একজন বিলিয়নিয়ার Utopian Parallel নামক এক স্থান যা সাধারন Time ও Space এর বাইরে অবস্থিত, তাতে যাওয়ার এক পোর্টাল আবিষ্কার করে তার নিজস্ব দ্বীপে।
America Chavez Origin in Bangla
(image credit: Marvel)
সেখানে সে সেই ম্যাজিকাল স্থানের উপর গবেষনা করছিলো। সেখানে গবেষনা করার জন্য সে দুজন দক্ষ Microbiologist ও Pathologist; Amalia ও Elena Chavez কে নিয়ে আসে। তাদের সাথে তাদের দুই সন্তান America ও Catalina ও সেখানে যায়। America ও Catalina দুই বোনের ই Edge Syndrome নামের এক বিশেষ রোগ ছিলো 
যা মানব দেহকোষ এর ক্ষতি করে দূর্বল করে ফেলে এবং তা ছিলো অনিরাময়যোগ্য। সন্তানদের ঠিক করার উদ্দেশ্যেই তারা Gales এর দ্বীপ এ আসে। সেখানে America ও Catalina ছাড়াও আরো অনেকগুলো অসুস্থ মেয়েদের উপর গবেষনা চলছিলো। তখন America এর বয়স ছিলো পাঁচ বছর।


সেখানে কিছুদিন থাকার পরই America ভালো হয়ে যায় এবং বিশেষ ক্ষমতা প্রদর্শন শুরু করে। তার ক্ষমতাটি ছিলো এমন যে, সে মাটিতে পা দিয়ে জোরে আঘাত করে Star-Shaped Portal খুলে ফেলতে পারে। যা Gales কে আকর্ষিত করে এবং সে তাদের মায়ের ইচ্ছার বিরুদ্ধে তাদের ক্ষমতা প্রদর্শন করতে উৎসাহিত করতে থাকে। 

এর বিরুদ্ধে Amalia ও Elena প্রতিবাদ করলে সে তাদের হুমকি দেয়। Amalia ও Elena বুঝতে পারে তাদের সবাইকে আসলে এখানে ব্যাবহার করা হচ্ছে এবং তারা সবাই ই Gales এর হাতে বন্দী। মেয়েদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য ও এই জিম্মি অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। 

পরিকল্পনা অনুসারে তারা একরাতে America ও Catalina কে নিয়ে পালানোর প্রচেষ্টা করে, কিন্তু Gales তা সিসিটিভিতে দেখে ফেলে ও তাদের পিছনে গার্ডদের পাঠায় ধরার জন্য। তার মা Amalia; America সহ সেখানের অন্যান্য মেয়েদের বাঁচানোর জন্য ঐ মেইন পোর্টাল অর্থাৎ Utopian Parallel এ যাওয়ার গেটটি ধ্বংস করে দেয়।

 অন্যদিকে Elena ও গার্ডদের হাতে ধরা পড়ে। সেখানকার সব মেয়েরা গার্ডদের বিরুদ্ধে লড়াই শুরু করে এবং এ লড়াইয়ের এক পর্যায়ে Gales; Elena কে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায়ই সে America কে বলে তার বোন Catalina কে 
নিয়ে পালিয়ে যেতে। America তার Star-Shaped Portal তৈরী করে তার ভেতর তার বোনকে সহ ঝাঁপ দিলেও Gales তার বোন Catalina কে ধরে ফেলে। America সেই পোর্টালের ভেতর পড়ে যায়, আর তার বোন সহ বাকি সবাই সেখানেই আটকা পড়ে।

# Ghost Rider (Johnny Blaze) Origin in Bangla

এরপর Catalina নিজেকে সেই দ্বীপ থেকে দূরে সমুদ্রে ভাসমান অবস্থায় আবিষ্কার করে এবং দূরে সেই দ্বীপে আগুন জ্বলছে দেখতে পায়, সে মনে করে তার পরিবারের সবাই সেখানে মারা গেছে। এই শোকে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। সেই সমুদ্রসৈকত এ Santana Family তাকে খুঁজে পেয়ে নিজেদের সাথে নিয়ে আসে।

 তারা তাকে তাদের দুঃসম্পর্কের আত্মীয় হিসেবে পরিচয় দিতে তাকে নিজেদের বাড়িতে রেখে পালতে শুরু করে। তারা তাকে তাদের পারিবারিক পদবী দিয়ে America Santana নাম দেয়। সেখানে তাকে স্কুলে ভর্তি করানো হয়।

তিনবছর পর অর্থাৎ America এর বয়স যখন আট বছর তখন সে ধীরে ধীরে তার স্মৃতি ফিরে পেতে শুরু করে। তার সাথে ঘটা সকল ঘটনা সে Santana Family এর সবাইকে খুলে বলে, কিন্তু তারা তাকে বিশ্বাস করেনা।

 তারা তাকে এক সাইকোলজিস্ট এর কাছে নিয়ে যায় তার মানসিক অবস্থা পর্যবেক্ষন এর জন্য। সেই সাইকোলজিস্ট সব কথা শুনে মনে করে, শিশুকাল এর মানসিক আঘাত এর পরিপ্রেক্ষিতে সে তার কল্পনার জগতে এই গল্প বুনেছে। সাইকোলজিস্ট যখন Santana Family এর সাথে কথা বলতে থাকে তখন তাদের সামনেই America একটি পাখি দেখে তার সাথে হঠাৎ করে আকাশে ভেসে উঠে। যা দেখে সবাই হতবাক হয়ে যায়।

ক্ষমতা পাওয়ার পর সাত বছর সে গোপনে ছোট খাটো Vigilante হিসেবে কাজ করে তার আশে পাশের এলাকা অপরাধমুক্ত রাখতে। কিন্তু Santana Family বরাবরই তার এ কর্মকান্ডের বিরুদ্ধে ছিলো, কারন তারা চায়নি America বা তাদের পরিবারের উপর কোনো ঝামেলা আসুক। এ নিয়ে America ও তার দত্তক পরিবারের মাঝে প্রতিনিয়তই ঝগড়া হতো, আর প্রতিবার ই সে তার মা-দের বীরত্বের কথা শুনাতো। 

এভাবে চলতে চলতে এক পর্যায়ে যখন America এর ১৬ বছর বয়স, তখন সে Santana Family এর বাসা ছেড়ে দেয় এবং তার সাথে সাথে তাদের পদবী “Santana” ছেড়ে তার আসল মা-দের পদবী “Chavez” গ্রহণ করে America Chavez নামে আত্মপ্রকাশ করে।

Powers and Abilities:

  • Self-Propelled Flight
  • Superhuman Speed
  • Superhuman Strength
  • Power Stomp
  • Invulnerability
  • Star Portal Creation
  • Interdimensional Travel
  • Time Travel
  • Energy Infusion
  • Logevity
  • Hyper-Cosmic Awareness
  • Trained Combat

Trivia:

  • America মাত্র ১৭ বছর বয়সে Young Avengers এ যোগদান করে।
  • Loki তাকে একধরনের Magic Cell Reception দিয়েছে যার মাধ্যমে সে Space এও ফোন কল ধরতে পারে।
  • WWII এর সময় Madeline Joyce, Miss America কোডনেম নিয়ে সুপারহিরো হিসেবে একটিভ ছিলেন। তবে তার সাথে America Chavez এর কোনো সম্পর্ক নেই।
  • প্রথমে Chavez কে Straight দেখানো হলেও পরে সে Lesbian হিসেবে আত্মপ্রকাশ করে।
  • Earth-16191 বা যা Battleworld নামে পরিচিত, সেখানে Loki Laufeyson (Loki এর মহিলা Varient) America Chavez ও Nico Minoru এর দত্তক মা।
  • Xochitl Gomez কে America Chavez হিসেবে আপকামিং Doctor Strange in the Multiverse of Madness মুভিতে দেখা যাবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Team Affiliation:

  • Teen Brigade
  • Young Avengers
  • A-Force
  • Ultimates
  • Avengers World

About America Chavez:

  • Name: America Chavez
  • Aliases: Miss America, America Santana
  • Gender: Female
  • Height: 6′
  • Weight: 165 lbs (74.84 kg)
  • Eyes: Brown
  • Hair: Black
  • Creators: Joe Casey, Nick Dragotta
  • First Appearances: Vengeance #1 (July, 2011)
“Take it down a gear. No shame in being afraid. Being brave isn’t the same thing as not being scared.”
– America Chavez

Leave a Comment

Total Views: 363

Scroll to Top