Tim Burton এর ডিরেক্ট করা মুভিগুলোকে Burtonverse বলা হয়ে থাকে। তার মুভিগুলো হলোঃ
- Batman (1989)
- Batman Returns (1992)
এ দুটো মুভিতেই Batman/Bruce Wayne এর রোলে Michael Keaton অভিনয় করেছেন। The Flash এর মাধ্যমে এই Burtonverse কে Multiverse হিসেবে দেখানো হবে এবং অলরেডি Keaton কে The Flash এ কাস্ট করা হয়েছে সেই ইউনিভার্স এর Batman হিসেবে।