Wandavision Confusion?

অনেকেই এপিসোড 9 এ হওয়া White Vision ও Red Vision এর সেই লাইব্রেরী ফাইটের সময় তাদের ফিলোসফিকাল কথাবার্তা ও তাদের Ship of Theseus এর মর্ম বুঝেন নি তাদের বোঝার জন্যই এই চেষ্টা।


ধরে নিন, আপনার একটি জাহাজ রয়েছে। এখন আপনার জাহাজের অল্পকিছু পার্টস নষ্ট হওয়ায় নতুন পার্টস দ্বারা তা বদলে নিলেন। তখনো এটিকে সেই আপনার ই শীপ বলে অভিহিত করা হবে।


এভাবে যদি আপনি পুরনো পার্টস বদলে নতুন পার্টস লাগাতে লাগাতে পুরো শীপ-টি ই নতুন পার্টস দ্বারা ভরে তোলেন এবং একইসময়ে যদি সেই শীপের পুরনো পার্টস গুলো দ্বারা আরেকটি শীপ তৈরী করা হয় তাহলে প্রশ্নটি জেগে উঠে যে আপনার আসল জাহাজটি কোনটি?

এটিকেই Paradox of Ship of Theseus বলা হয়।
বলা যেতেই পারে ঐ দুটি জাহাজ ই আপনার জাহাজ!

ঠিক এই জিনিসটি Wandavision এর Vision দের ক্ষেত্রে তুলে ধরা হয়েছে। 

White Vision হচ্ছে True Vision আর Red Vision হচ্ছে Conditional Vision. একজনের কাছে Real Body নেই আরেকজনের কাছে Real Memories নেই। কিন্তু দুজনই এক, দুজনই Vision! এবং ঐ Ship of Theseus এর মতন তারা দুজনই একই সময়ে একই সাথে অবস্থান করছে একই নামে, যেমনটা ঐ দুটি জাহাজ একই সাথে একই সময়ে আপনার ই থাকে। 

এরপর ও যদি কনফিউশন থাকে তাহলে এই ভিডিও টি দেখতে পারেনঃ 

- Wandavision Confusion?


Leave a Comment

Total Views: 326

Scroll to Top