The Falcon and The Winter Soldier Origins in Bangla

Baron Zemo


🔷 সিরিজে যেমন দেখা যায় Zemo বংশ অনেক অভিজাত ও ধনী কমিকেও কিন্তু তা-ই! Zemo বংশের সবাই ই জার্মান এর প্রতি লয়্যাল এবং হিটলার সমর্থক।
🔷 সিরিজে যে Baron Zemo কে দেখানো হয়েছে সে হচ্ছে Helmut Zemo. কমিকে Helmut Zemo এর বাবা Heinrich Zemo ছিলেন প্রথম Baron Zemo এবং সে ও Captain America এর শত্রু ছিলেন।
🔷 Heinrich Zemo একটি সুপারভিলেনদের টিম গঠন করেন যা Masters of Evil নামে পরিচিত যা পরে Helmut Zemo ও নেতৃত্ব দেন। এটিকে MCU তে দেখার চান্স রয়েছে।
🔷 আশা করা যাচ্ছে অতি শীঘ্রই আমরা MCU তে Thunderbolts এর দেখা পাবো যা সুপারভিলেনদের নিয়ে তৈরী একটি টিম যারা তাদের খারাপ কাজ ছেড়ে পরিচয় বদলে সুপারহিরো হিসেবে কাজ করে। কমিকে Helmut Zemo ই প্রথম Thunderbolts তৈরী করেন। 

Baron Zemo এর কমিক অরিজিন সম্পূর্ন বাংলায়ঃ https://cutt.ly/baronzemo

Flag-Smashers


🔷 সিরিজে Flag-Smashers একটি দল হলেও কমিকে শুধু একজন ই Flag-Smasher যার অধীনে এক বাহিনী কাজ করে।
🔷 কমিকে Flag-Smasher একজন ছেলে যার নাম Karl Morgenthau আর সিরিজে তা মেয়ে Karli Morgentheu! 

Flag-Smasher এর কমিক অরিজিন সম্পূর্ন বাংলায়ঃ https://cutt.ly/flag-smasher

U.S. Agent

🔷 সিরিজের মতন কমিকেও John Walker সেই Power Broker এর থেকেই সুপারপাওয়ার পায়, সুপারপাওয়ার পাওয়ার পর সে প্রথমে রেসলার হওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরে মত বদলে Super-Patriot নামক সুপারহিরো হিসেবে আত্মপ্রকাশ করে।
🔷 সে যখন কমিকে Captain America হয় তখন তার বন্ধু Lemar Hoskins তার সাইডকিক হিসেবে Bucky নামেই আত্মপ্রকাশ করে, পরে যা বদলে Battlestar রাখে সে।
🔷 এপিসোড ৫ এর শেষে মিড ক্রেডিট সিনে দেখা যায় John Walker তার শিল্ড তৈরী করছে যার ভেতর সে তার Medal of Honour লাগায়, কমিকে শিল্ডের ভিতর সে তার বাবা-মায়ের ছবি লাগিয়ে রাখে।

U.S. Agent এর কমিক অরিজিন সম্পূর্ন বাংলায়ঃ https://cutt.ly/usagent

Falcon (Torres)


🔷 MCU তে Redwing একটি রোবট-পাখি হলেও কমিকে তা একটি আসল বাজপাখি যার সাথে Sam Wilson টেলিপ্যাথিকালি যুক্ত থাকে।
🔷 কমিকে এই Redwing বাজ-পাখির ডিএনএ Joaquin Torres এর দেহে ঢুকানোর ফলেই তার ডানা গজায় এবং উড়ার ক্ষমতা লাভ করে। পরে সে Falcon নামে Sam Wilson এর Captain America এর সাইডকিক হিসেবে আত্মপ্রকাশ করে।
🔷 অলরেডি সিরিজে আমরা দেখতে পাই যে Sam Wilson তার পুরনো স্যুট টি Torres কে দিয়ে দিয়েছে যার মাধ্যমে Torres, Falcon হবে। এছাড়াও Sam এর সেই পুরনো জাহাজে একটি বাজ-পাখির শো-পিস দেখা যায় যার মাধ্যমে আসল Redwing কে ট্রিবিউট দেয়া হয়েছে।

Falcon (Joaquin Torres) এর কমিক অরিজিন সম্পূর্ন বাংলায়ঃ https://cutt.ly/falcontorres

Valentina (Madame Hydra)


🔷 এপিসোড ৫ এ John Walker এর সাথে দেখা করতে আসা Contessa Valentina কমিকে S.H.I.E.L.D. ও Hydra উভয়ের হয়ে কাজ করলেও সে আসলে ট্রিপল এজেন্ট সবাইকে ধোকা দিয়ে সে আসলে রাশিয়ার হয়ে কাজ করে।
🔷 কমিকে সে Madame Hydra হলেও তা বেশীদিন ক্ষনস্থায়ী ছিলোনা।
🔷 সে Nick Fury এর লাভ ইন্টারেস্ট হলেও Captain America এর সাথে ফ্লার্ট করায় Nick Fury ও Steve Rogers লড়াই করে :3
🔷 সিরিজের আগে Black Widow মুভিতে তার প্রথম আবির্ভাব হওয়ার কথা ছিলো।

Contessa Valentina এর কমিক অরিজিন সম্পূর্ন বাংলায়ঃ https://cutt.ly/mamhydra

Xh4EBW4PRSGoYLBKMK7ipS - The Falcon and The Winter Soldier Origins in Bangla

Leave a Comment

Total Views: 319

Scroll to Top