Green Lantern (Hal Jordan) Origin in Bangla

“I don’t hear any voices. Nothing inside screaming you cannot do this. Or telling me to go and “find” myself. No more soul searching road trips. I’m Hal Jordan. Man. Pilot. Green Lantern.”

— Hal Jordan

Hal Jordan জন্মগ্রহন করেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার Coast City তে। তার বাবা-মা হলেন Jessica Jordan ও Martin Jordan. তার বাবা Ferris Aircraft এর একজন টেস্ট পাইলট হিসেবে কাজ করতো যাকে সে নিজের আদর্শ মানতো। কিন্তু খুব অল্প বয়সেই সে আতঙ্কের মুখোমুখি হয় যখন তার চোখের সামনে তার বাবা প্লেন দূর্ঘটনায় মারা যায়। কিন্তু তাতে সে দমে যায়নি, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের ভয় কাটিয়ে উঠে তার বাবার পথ অনুসরন করে সেও টেস্ট পাইলট হিসেবে Ferris Aircraft এ যোগ দেয়। তার  প্রবল ইচ্ছার জোরেই সে নিজের ভয় কে জয় করে মৃত্যুভয় উপেক্ষা করে বিভিন্ন প্লেন টেস্ট করার জন্য পাইলট হিসেবে তা উড়িয়ে পরীক্ষা করে সৎ ভাবে নিজের কাজ করতে থাকে।

Green Lantern Corps হচ্ছে একটি Intergalactic Peacekeeping Police Force যারা Space এর শান্তি ও বিভিন্ন ক্ষতির হাত থেকে বাঁচাতে কাজ করে থাকে। এটি Guardian of the Universe তৈরী করে বিশ্বশান্তি রক্ষার্থে। পুরো ইউনিভার্স কে 3600 সেক্টরে বিভক্ত করে প্রত্যেক সেক্টরে Green Lantern Corps এর কয়েকজন Officer থাকে। Green Lantern দের Central home planet হচ্ছে OA যাতে তাদের HeadquarterCentral Power Battery অবস্থিত। এই Central Power Battery দ্বারাই Green Lantern Power Battery গুলো চার্জ করা হয়ে থাকে যা থেকে পরে Green Lantern Power Ring চার্জ করা যায়। প্রত্যেক Green Lantern এর সদস্যরাই একটি Power BatteryPower Ring পেয়ে থাকে। প্রত্যেক Officer কে নিয়োগ দেয়া হয় তার ইচ্ছাশক্তি, ভয়কে জয় করার শক্তি ও সততার ভিত্তিতে।

তেমনি এক Green Lantern Corps এর সদস্য Abin Sur তার Starship নিয়ে পৃথিবীতে ক্র্যাশ করে। সে বুঝতে পারে যে সে মারা যাবে, তাই সে তার Power Ring কে বলে তার রিপ্লেসমেন্ট হিসেবে একজন সৎ ও সাহসী ব্যাক্তি খুঁজে বের করতে। সেই একই সময়ে Hal Jordan তার নিজের বানানো প্লেনে বসে ছিলো যা নির্মানাধীন ছিলো এবং উড়তে পারেনা। Power Ring তখন Hal Jordan কে নির্বাচন করে এবং Hal Jordan কে Abin Sur এর কাছে তার প্লেন সহ উড়িয়ে নিয়ে আসে। Hal Jordan তখন তার Starship টি দেখে চমকে যায় এবং তার ভিতর Abin Sur কে দেখতে পেয়ে তার কাছে যায়। Abin Sur তাকে Green Lantern সম্পর্কে ধারনা দেয় এবং তাকে তার Green Lantern এর ম্যান্টলটি গ্রহন করতে বলে। সে তার পাবলিক আইডেন্টিটি লুকানোর জন্য Green Lantern ইউনিফর্ম ও মাস্ক পড়ে বিভিন্ন এডভেঞ্চারে নেমে পরে। পরবর্তীতে সে Green Lantern Corps সম্পর্কে সব জানতে পারে এবং Planet OA তে যায়। সেখানে সে Corps এর সেরা সদস্য SinestroKilowag এর কাছে প্রশিক্ষনপ্রাপ্ত হয়। Sinestro ছিলো Abin Sur এর বন্ধু। তাই সেই Hal কে প্রশিক্ষন দেয়। এবং তাকে Sector 2814 এর Galactic Police Officer হিসেবে নিয়োগ দেয়া হয়। এই Sector 2814 এই আমাদের পৃথিবী অবস্থিত। 

কিন্তু পরবর্তীতে Hal জানতে পারে Sinestro তার ক্ষমতার অপব্যাবহার করছে। সে তার ক্ষমতা দিয়ে তার নিজ গ্রহ Korugar এর সবাইকে ভয় দেখিয়ে নিজে শাসন করছে। এটি Hal তখন Guardians of the Universe এর কাছে তা রিপোর্ট করে। Sinestro ও Hal এর ভিতর লড়াই হয় যাতে Hal জয়ী হয়। Sinestro কে Trial এ নিয়ে যাওয়া হয় এবং দোষী সাব্যস্ত হওয়ায় তাকে Antimatter Universe এ নির্বাসিত করা হয়। সেখানে সে Yellow Lantern Ring তৈরী করে যা মূলত ভয় কে শক্তি হিসেবে ব্যাবহার করে। পরবর্তীতে সে Yellow Lantern Corps/Sinestro Corps বানিয়ে ফিরে আসে। 

Abilities:

  • Indomitable Will: অদম্য ইচ্ছাশক্তি যা তার ক্ষমতার মূল উৎস।
  • Aviation: সে একজন এক্সপার্ট পাইলট এবং বিভিন্ন ধরনের উড়োজাহাজ চালানোয় দক্ষ।
  • Skilled Boxer
  • Leadership

Power of Power Ring:

  • Green Lantern Ring Mastery: Jordan এর Ring দ্বারা তৈরী Construct গুলো সবার থেকে শক্তিশালী।
  • Willpower Based Energy Construct Creation: সে তার Power Ring টি ব্যাবহার করে তার নিজের চিন্তাশক্তির উপর নির্ভর করে যেকোনো কিছু বানাতে পারে। এসবকিছু Hard-Light দ্বারা নির্মিত হয় যার শক্তি যোগান দেয় তার ইচ্ছাশক্তি। 
  • Fly
  • Superhuman Strength
  • Super Speed
  • Energy Projection: Power Ring থেকে Beam বের হয়।
  • Force Field: Power Ring টি দ্বারা পরিধানকারীর আশেপাশে একধরনের প্রতিরক্ষামূলক ক্ষেত্র তৈরী হয় যার ভিতর তাকে বিভিন্ন আঘাত থেকে বাঁচায়।
  • Invisibility: Ring পরিধানকারী নিজে কিংবা চাইলে অন্য কোনো জিনিসকে অদৃশ্য করে দিতে পারে।
  • Phasing: দেয়াল ভেদ করে বা যেকোনো পদার্থের মধ্য দিয়ে যাওয়া আসা করতে পারে।
  • Electro-Magnetic Scanning: রিং ব্যাবহার করে স্ক্যান করা যায় যার মাধ্যমে X-Ray করা যায় বা দেয়ালের অপরপাশের লোকজন দেখা যায়।
  • Pocket Dimension: রিং এর ভেতর একটি ফাঁকা স্থান বিদ্যমান যাতে অপরাধী বা যে কাউকে স্থানান্তর করা যায়।
  • Wormhole/Wraps: Wormhole তৈরী করে অনেক বড় দূরত্ব নিমিষেই পারি দিতে পারে।
  • Temperature Control: যেকোনো কিছুর তাপমাত্রা নিয়ন্ত্রন করতে পারে।
  • Matter Manipulation: কিছু নির্দিষ্ট পদার্থ বা এনার্জি নিয়ন্ত্রন করতে পারে।
  • Mirages: Illusion তৈরি করতে পারে।
  • Healing: সাধারন Healing Power বিদ্যমান। কোনো অঙ্গ কেটে গেলে তা রিজেনারেট করতে পারেনা।

Weakness:

  • Mental Incapacitation: মানসিক অবস্থার উপর তার ক্ষমতা নির্ভর করে।
  • Yellow Impurity: প্রথমে Green Lantern দের দূর্বলতা ছিলো হলুদ রঙ। হলুদ রঙের সামনে তারা দাড়াতেই পারতোনা। কিন্তু Hal Jordan ই প্রথম Green Lantern যে এই দূর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হন। পরবর্তীতে এই Green Lantern দের উপর থেকে দূর্বলতা উঠিয়ে দেয়া হয়। 
  • Recharge: আগে ২৪ ঘন্টা পরপর রিং চার্জ করতে হতো কিন্তু এখন শুধু রিং এর পাওয়ার শেষ হলেই চার্জ করা লাগে।
  • Red Lantern Corp: Red lantern Ring যেকোনো Green Lantern Ring এর শক্তি শোষন করতে পারে।
  • Ability to Kill: Green Lantern রা আগে কাউকে হত্যা করতে পারতো না, রিং তাদের সে শক্তি দিতো না। তবে সে নিষেধাজ্ঞা এখন প্রত্যাহার করা হলেও কাউকে হত্যা করা Lantern Corps এর আইনবিরোধী। 

Trivia:

  • অভিনেতা Paul Newman কে আদর্শ মেনে Hal Jordan কে আঁকা হয়েছিল।
  • DC এর Zero Hour ইভেন্ট এর পর তাকে Marvel এর Incredible Hulk Vol 1 #426 এ মানসিক রোগী হিসেবে Bruce Banner যেই হসপিটালে ভর্তি সেই হসপিটালে দেখা যায়।
  • সে প্রথম Human যে কিনা Green Lantern হতে পেরেছে।
  • সে Justice League of America এর একজন Founding Member.


Leave a Comment

Total Views: 339

Scroll to Top