Galactus Origin in Bangla

“No living thing dares ignore my call. For I am that which has always been, since this Universe was birthed from the ashes of the last. I am the hunger that dooms worlds. I am he who is beyond such frail Concepts as good and evil. I am Galactus.”

— Galactus

সৃষ্টির নিয়তি হচ্ছে ধংস। যা সৃষ্টি হয় তার ধ্বংস সুনিশ্চিত। বিগ ব্যাং যা বর্তমান মহাবিশ্বের জন্মের কারন তার আগেও এক মহাবিশ্ব ছিলো যা ধ্বংসের মাধ্যমেই এই বর্তমান মহাবিশ্ব জন্ম নেয় অর্থাৎ বিগ ব্যাং এর পূর্বেও এক মহাবিশ্বের অবস্থান ছিলো। কোটি কোটি বছর আগে বিগ ব্যাং এর পূর্বে Galan জন্মগ্রহন করে Taa নামক এক গ্রহে যা ছিলো প্রযুক্তিগতভাবে মহাবিশ্বের সবচেয়ে উন্নত গ্রহ, প্রযুক্তির এক স্বর্গরাজ্য। সে ছিলো একজন Explorer, সে মহাবিশ্ব ঘুরে জানতে পারে মহাবিশ্বের সকল পরমানু বদলাচ্ছে যা মহাবিশ্বের ধ্বংসের আগাম বার্তা বহন করে এবং সে মহাবিশ্বের বিভিন্ন স্থানে অবস্থিত সভ্যতাগুলো নিঃশেষ হয়ে যেতে দেখলো। সে বিগ ব্যাং এর কথা আগেই অনুমান করতে পারে এবং আসন্ন দূর্যোগের কথা তার গ্রহের সবাইকে জানায়।  তাদের গ্রহেও দূর্যোগ হানা দিলো, রেডিয়েশনের কারনে গ্রহের সবাই মারা যেতে থাকলো যা তাদের এত উন্নত প্রযুক্তি দ্বারাও থামানো সম্ভব হয়নি। চারপাশের এমন অবস্থা দেখে বাঁচার শেষ চেষ্টা হিসেবে Galan তার সাথে আরো কিছু যাত্রী নিয়ে Starship এ করে মহাবিশ্বের কেন্দ্রের দিকে রওনা দিলো। তার গ্রহ বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়। Starship এও তার প্রভাব পড়ে, তার সাথের সবাই মারা গেলেও সে বেঁচে যায়। তখন তার সামনে উপস্থিত হয় এক Cosmic Being যে কিনা Sentience of The Universe নামে পরিচিত। সে জানতো তার মৃত্যু সুনিশ্চিত, তাই সে তার উত্তরাধিকার হিসেবে রেখে যাওয়ার জন্য Galan এর সাথে সম্পূর্নভাবে মিশে গিয়ে নতুন এক সত্বার জন্ম দেয়ঃ Galactus, The Devour of Worlds– যে কিনা এই বিগ ব্যাং উপেক্ষা করে Multiversal Renewal Cycle কে পার করে বেঁচে থাকতে পারবে।

এরপরপর ই বিগ ব্যাং সংগঠিত হয় কিন্তু অচেতন অবস্থায় Galactus নতুন তৈরী ইউনিভার্সে এসে পড়ে তার Starship সহ। বিলিয়ন বিলিয়ন বছর ধরে সে Starship এ অচেতন অবস্থায় মহাবিশ্বে ঘুরতে থাকে। Ecce the Watcher এর তা নজরে আসলে সে Galactus কে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে Galactus এর ভিতর অসীম শক্তি মজুদ রয়েছে এবং এই শক্তি বজায় রাখতে তার ক্ষুধা মেটানোর জন্য গ্রহ খেয়ে ফেলবে। Ecce এর হাতে তাকে ধ্বংস করার অপশন থাকলেও সে Watcher দের কোনো নাক না গলানোর নিয়মের জন্য তা করা হতে বিরত থাকে। Galactus জেগে উঠে তার Starship নিয়ে আবার রওনা দেয় মহাবিশ্বে, পথিমধ্যে সে সম্পূর্নভাবে তার ক্ষমতা ব্যাবহার করা শিখে নিজের ভয়ানক শক্তিগুলো নিয়ন্ত্রন করা জন্য এক Unique Body Suit তৈরী করে এবং তার Starship কে Incubation Chamber এ রূপান্তরিত করে তাতে আরো কয়েক’শ বছর ঘুমিয়ে থাকে।

তার শিপটি Archeopia নামক গ্রহের অরবিটে চলে আসে। সেখানকার লোকেরা এই স্টারশীপ দেখে কিছু বুঝতে না পারায়, সেটিকে হুমকি মনে করায় যেমন আছে তেমনি থাকতে দেয়। কিন্তু Space War এর সময় তার Ship এর উপর গুলি ছুড়লে সে জেগে উঠে এবং সবকিছু ধ্বংস করে দিয়ে Archeopia গ্রহটি কে গ্রাস করে তার ক্ষুধা মেটায়। সেখান থেকে সেই গ্রহের কিছু লোক বেঁচে যায় যারা পরে Wanderers নামে পরিচিত হয়।

সে তার করা ধ্বংসের দিকে তাকিয়ে থেকে বুঝতে পারে তার যেমন ধ্বংস করার ক্ষমতা রয়েছে তেমনি রয়েছে সৃষ্টি করার ক্ষমতা। সে এক বিশাল World-Ship তৈরী করা শুরু করে যার নাম দেয় Taa II. এই World-Ship ই তার ঘর হয়ে যায়, এটি এতটাই শক্তিশালী যে আশেপাশের গ্রহগুলো একে কেন্দ্র করে ঘুরতে থাকে যেমনটি সূর্য কে কেন্দ্র করে ঘুরে। সে বুঝতে পারে সে ভালো-মন্দ এসকল কিছুর উপরে, এক Necessary Evil যে কিনা DeathEternity এর মধ্যে সমতা বজায় রাখে। সে মহাবিশ্ব থেকে যা নিবে তার চেয়েও বেশী তাকে ফেরত দিতে হবে। 

Zenn-La নামক গ্রহ কে গ্রাস করার সময় Norrin Radd, যে কিনা Zenn-La গ্রহের বাসিন্দা, সে Galactus এর Herald (অগ্রদূত, পথপ্রদর্শক) হওয়ার প্রস্তাব দেয়। প্রস্তাব এ ছিলো Galactus কে Zenn-La গ্রহকে ছেড়ে দিতে হবে এবং Norrin তার Herald হয়ে তার খাওয়ার জন্য গ্রহ খুঁজে দিবে। প্রস্তাবটি Galactus গ্রহন করে Norrin Radd কে তাঁর Power Cosmic দিয়ে Silver Surfer এ পরিনত করে এবং তার নৈতিকতাকে তার ভেতর চেপে দেয় যাতে সে প্রান ভর্তি গ্রহ গুলো উপেক্ষা না করে Galactus এর প্রতি লয়্যাল থাকে। এভাবে একশ বছরের ও বেশী সময় Silver Surfer, Galactus এর Herald হিসেবে কাজ করে এবং তাকে বিভিন্ন গ্রহ খাওয়ার জন্য সাহায্য করে। শেষমেশ Silver Surfer পৃথিবীতে আসে তা Galactus এর জন্য দখল করতে। কিন্তু পৃথিবীতে আসার পর তার নৈতিকতার চোখ খুলে দেয় Alicia Masters যে কিনা Fantastic Four এর The Thing এর গার্লফ্রেন্ড। সে Fantastic Four এর সাথে মিলে এবং Uatu the Watcher এর সাহায্যে Galactus এর বিরুদ্ধে লড়াই করে তাকে পৃথিবী হতে তাড়াতে সক্ষম হয়। কিন্তু Galactus এর সাথে বিশ্বাসঘাতকতার কারনে সে পৃথিবীর চারপাশে এক Energy Barier Field তৈরী করে রেখে যায় যার ফলে Silver Surfer পৃথিবীর বাইরে বেরোতে পারেনা এবং সেই Zenn-La গ্রহকে খেয়ে ফেলে।

Powers & Abilities:

  • Cosmic Entity: Galactus অসীম Power Cosmic শক্তির অধিকারী এবং Marvel Universe এর one of the most powerful being. তাকে Cosmic Level Threat ও Universal Threat বলে  অভিহিত করা হয়। তবে তার সকল শক্তি নির্ভর করে যা সে গ্রহগুলো থেকে শোষন করে। যদি সে নিয়মিত তার ক্ষুধা না মেটায় তাহলে তার সকল শক্তি শেষ হয়ে যাবে এবং তার মৃত্যু ঘটবে।
  • Immortality
  • God-Level Strength
  • God-Level Stamina
  • God-Level Speed
  • Energy Absorption: তার শক্তির মূল উৎস আসে গ্রহ-নক্ষত্র এর শক্তি শোষন করে।
  • Energy Discharges: যা শক্তি সে শোষন করে তা Energy Blast বা অন্যান্য ভাবে সে নির্গত ও করে।
  • Lavitation: সে Air ও Space এর মধ্যে ভেসে ভেসে সোজা হয়ে উড়ে বেড়ায়।
  • Size-Alteration: সে তার আকার অসীম ভাবে বড় করে ফেলতে পারে।
  • Adapted Appearance: যদিও সাধারনত Galactus কে সবসময় Humanoid রূপে-মানবাকৃতি রূপে দেখা যায় তবে তাকে প্রত্যেক জাতি ই নিজেদেরই বিশাল আকৃতির রূপে দেখবে। 
  • Molecular Restructuring: Galactus যেকোনো কিছুর আনবিক আকার কে manipulate, reshape and rearrange করতে পারে যার মাধ্যমে সেটিকে ভিতর থেকে rebuild or redesign করতে পারে।
  • Matter Transmutation: যেকোনো পদার্থ কে বদলে অন্য পদার্থে রূপান্তরিত করতে পারে। যেমন পানিকে লোহা, লোহা কে পানিতে নিমিষেই রূপান্তর করতে পারে।
  • Vitakinesis: Molecular Reconstruction এর মাধ্যমে নিজেকে ও অন্য যে কাউকে Heal করতে পারে।
  • Teleportation
  • Force-Fields
  • Interdimensional & Intradimensional Portals: Dimension এর ভিতর বা বাইরে যেকোনো জায়গায় ই Wormhole তৈরী করে পোর্টাল সৃষ্টি করে আসা-যাওয়া করতে পারে। 
  • Telepathy
  • Telekinesis
  • Cosmic Awareness: মহাজাগতিক কোনো পরিবর্তন বা অসঙ্গতির সৃষ্টি হলে তা অনুভব করতে পারে।
  • Resurrection: মৃত কে জীবিত করে তুলতে পারে।
  • Creation: আনবিক পর্যায়ে নিয়ন্ত্রনের মাধ্যমে যেকোনো ধরনের Life-Form তৈরী করতে পারে।
  • Recreation: ধ্বংসপ্রাপ্ত জিনিসকে পুনরায় আগের মত করে তৈরী করতে পারে।
  • Soul Control & Manipulation
  • Power/Ability Bestowal: তার herald দের মধ্যে শক্তি প্রদান করে।
  • Cosmic Genius

Weakness:

  • Cosmic Hunger: নিয়মিত গ্রহ না খেলে তার শক্তি নিঃশেষ হয়ে যাবে।
  • Magic: সে একজন বিজ্ঞানী এবং Pure Science এর স্বত্বা হওয়ায় Magic তার উপর মারাত্মক প্রভাব ফেলে।
Power Grid
Intelligence 7
Strength 7
Speed 7
Durability 7
Energy Projection 7
Fighting Skills 2

Trivia:

  • Galactus কে প্রথম লাইভ-একশন মুভি Fantastic Four: Rise of the Silver Surfer (2007) এ Gah-Lak-Tus নামে পরিচিত করা হয়।
  • একবার পৃথিবীতে আক্রমন করে Galactus এর মরার মতন অবস্থা হলে Reed Richards তাকে বাঁচায় যার জন্য সে Reed এর সাথে বন্ধুত্ব করে এবং পৃথিবীতে আর আক্রমন না করার প্রতিজ্ঞা নেয়। এদিকে Galactus কে বাঁচানোর কারনে Reed কে Galactic Tribunal এর সামনে এনে ট্রায়ালে রাখা হয় যাতে তার বিচার করা হবে। সেখানে Galactus উপস্থিত হয়ে Reed এর পক্ষে সাক্ষ্য দিয়ে তাকে বাঁচায়।
  • Galactus এর কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই।
  • প্রখ্যাত কমিক রাইটার Jack Kirby এর হাত ধরেই Galactus এর আগমন ঘটে। সে Bible হতে অনুপ্রাণিত হয়ে Galactus কে তৈরী করেছে। Galactus এর আসল নাম Galan এর অর্থ বাইবেল হতে প্রাপ্ত “Live long and Prosper”.

About Galactus:

  • Real Name: Galan
  • Gender: Male
  • Height: 28’9″ (varies)
  • Weight: 18 tons (varies)
  • Eyes: varies, square shaped pupils
  • Hair: No hair at all
  • First Appearance: Fantastic Four #48 (March, 1966)
  • Created By: Stan Lee, Jack Kirby


Leave a Comment

Total Views: 434

Scroll to Top