Monica Rambeau Origin in Bagla

“After that? We’re the Mighty Avengers. We get back to work– for the people who need us. And if we have to, we do it all over again– Only bigger.”
—Monica Rambeau

Monica Rambeau Aka Spectrum জন্মগ্রহন করেন New Orleans , Louisiana এয় Maria Rambeau ও ফায়ার ফাইটার Frank Rambeau এর কোলে। তার মা-বাবা দুজন ই US Military তে কাজ করেছেন সেখান থেকেই তাদের পরিচয়। Monica, New Orleans Harbor Patrol একজন লেফট্যানান্ট এবং একটি কার্গো শিপ ক্যাপ্টেন ছিলেন। তার দাদার বন্ধু Professor Andre leclare সাউথ আমেরিকান Dictator Arnesto Ramirez এর জন্য একটি ডিভাইস বানানো শুরু করেন যা অন্যান্য UniverseDimension থেকে Energy আনতে পারে। Ramirez এই ডিভাইস টি Atomic Bomb হিসেবে ব্যাবহারের জন্য তৈরী করছে। Ramirez এর এই অসৎ উদ্দেশ্য জানার পর Leclare পালিয়ে যায় ডিভাইসটি সম্পূর্ন তৈরী না করেই। কিন্তু Ramirez তখন দমে না যেয়ে Leclare এর অ্যাসিস্ট্যান্ট Felipe Picaro কে নিয়ে আসে কাজ সম্পন্ন করার জন্য। তারা মেক্সিকোর সমুদ্র এর মাঝে একটি পুরনো Oil Rig এ এই ডিভাইস টি বানানোর কাজ চালিয়ে যেতে থাকে। তাদের এই কাজ বন্ধ করতে Leclare আসে Monica এর সাহায্য নিতে। তার পরদিন ই Leclare ও Monica সেই Oil Rig এ যায় দেখতে যে আসলেই তেমন কিছু হচ্ছে কিনা। সেখানে গিয়ে তারা Picaro কে দেখতে পারে। তারা ধরা পড়ে যাওয়ার পর Picaro এই বোমটি ফাটিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। সেই মুহুর্তেই Picaro কে থামাতে Monica খালি হাতেই বোমের উপর আক্রমন করে যার ফলে বোমের সার্কিট জ্বলে গিয়ে বোমটি সেখানেই ফেটে যায়।

তারপর বিস্ফোরনের ফলে তার ভিতর সেই অন্য Universe এর Energy প্রবেশ করে এবং এক ধাক্কায় সে পাড়ে এসে পড়ে। তার শরীরে ঠান্ডা লাগতে শুরু হয় তাই সে সেখানকার ওয়েরহাউজ হতে একটি কস্টিউম পরিধান করে এবং লজ্জা ঠেকাতে একটি মাস্ক পরিধান করে। তারপর সে আবার উড়ে গিয়ে সেই Oil Rig এ চলে আসে। সে কিছুই বুঝতে পারেনা তার সাথে কি হচ্ছে কিভাবে হচ্ছে। সেখানে গিয়ে দেখে সব সৈন্য রা অজ্ঞান হয়ে পড়ে আছে, বোম ফাটার ফলে একটি পোর্টাল এর সৃষ্টি হয়েছে যা এই ইউনিভার্স এর সব অন্য ইউনিভার্সে নিয়ে যাওয়ার মত সক্ষম এবং দেখে Picaro, Leclare কে গুলি করেছে। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সে নিজেই সেই পোর্টালের সামনে দাঁড়িয়ে পড়ে পোর্টাল এর মুখ বন্ধ করার চেষ্টা করে। তার শরীর সেই পোর্টাল কে শোষন করে নেয়, সে অন্য ইউনিভার্স হতে আসা সকল এনার্জি পেয়ে যায়। তারপর সে Professor Leclare কে নিয়ে চলে আসার সময় Leclare তাকে Captain বলে সম্বোধন করে যা ইতিমধ্যে জ্ঞান ফিরে পাওয়া এক সৈন্য শুনে ফেলে এবং তাদের সবাইকে বাঁচানোর জন্য সে Monica কে Captain Marvel বলে ডাকতে থাকে।

পরবর্তীতে সংবাদ মাধ্যমেও তাকে Captain Marvel বলে অভিহিত করা হয়। এদিকে তখন ও Monica কিছুই বুঝতে পারেনা, Professor Leclare এসে তাকে বুঝিয়ে বলে যে তার শরীর ঐ অন্য Universe এর Energy এর শোষনের ফলে একটি Electromagnetic Energy Absorber এ রূপান্তরিত হয়েছে যা যেকোনো Electromagnetic Energy শোষণ করতে পারে। সে তাকে Superhero ক্যারিয়ার গ্রহন করতে উদ্বুদ্ধ করে, যার ফলশ্রুতিতে Monica তার চাকরি ছেড়ে দিয়ে Captain Marvel কোডনেম নিয়ে সুপারহিরো হিসেবে আবির্ভূত হয়। পরবর্তীতে সে কয়েকবার তার কোডনেম চেঞ্জ করে যা সম্পর্কে নিচে বলা হয়েছে।

Power & Abilities:

  • Energy Form: Monica নিজেকে Electromagnetic যেকোন শক্তিতে রূপান্তর করতে পারে। এই শক্তি গুলোর মধ্যে সে gamma rays, X-rays, ultraviolet radiation, visible light, electricity, infrared radiation, microwaves এবং radio waves কে নিয়ন্ত্রন করতে পারে। 
  • Energy Duplication & Absorption: যেকোনো Energy কে সে পর্যবেক্ষন করে তার ডুপ্লিকেট এনার্জি তৈরী করতে পারে এবং যেকোনো Energy শোষন করতে পারে।
  • Appearance Alteration: অন্য যে কারো রূপ ধারন করতে পারে।
  • Intangibility: যেকোনো পদার্থ এর মধ্য দিয়ে যাওয়া-আসা করতে পারে।
  • Hyper-Cosmic Awareness: আশেপাশের হটাৎ পরিবর্তন বা কোনো কিছু অদ্ভূত কিছু ঘটলে তা সম্পর্কে আগে থেকেই আঁচ করতে পারে। তার চেতনা অনেক সংবেদনশীল।
  • Eidetic Memory: সব কিছু মনে রাখতে পারে।
  • Immortality
  • Fly
  • Superhuman Speed
  • Invisibility
  • Master Combatant in Hand to Hand Battle
  • Energy Blasts
  • Skilled Detective
  • Strong Swimmer
  • Nautical Expertise
Power Grid
Intelligence 3
Strength 2
Speed 6
Durability 4
Energy Projection 6
Fighting Skills 4

Trivia:

  • কমিক্স ইতিহাসে সে ২য় Captain Marvel ছিলো। সে Captain Marvel কোডনেম নিয়ে আবির্ভূত হওয়ার মাসখানেক আগে Mar-Vell, যে কিনা প্রথম Captain Marvel মারা যায় যার সম্পর্কে Monica জানতো না। 
  • She is quite like a goddess of codename. এখন পর্যন্ত তার ৪ টা সুপারহিরো কোডনেম হয়েছে। তা হলোঃ

            1. Captain Marvel
            2. Photon
            3. Pulsar 
            4. Spectrum 

    • তার বর্তমান সুপারহিরো কোডনেম Spectrum
    • প্রথম দুইবার Genis-Vell তার থেকে Captain Marvel ও Photon নাম টি কেড়ে নেয়। Genis-Vell প্রথম Captain Marvel, Mar-Vell এর সন্তান। 
    • সে এ পর্যন্ত দুইবার তার শক্তি হারিয়েছে। প্রথমে Avengers #291–293 (1988) তারপর Avengers No Road Home #10 (2019) .
    • পানিতে শক্তি ব্যাবহার করতে সে ভয় পায়।
    • বর্তমানে Teyonah Parris এই রোলে অভিনয় করছেন Wandavision সিরিজে। তাকে Captain Marvel 2 তেও দেখা যাবে একই রোলে।


    Leave a Comment

    Total Views: 393

    Scroll to Top